আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমত ভালো আছি।
হ্যালো বন্ধুরা
আজকে আমি আপনাদের সাথে ঔষধি লতা গুল্ম নিয়ে কথা বলবো যার নাম তেলা কুচা বা কলা কচু পাতা এই লতা আমাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে পুকুর পাড়ে পুরাতন দেয়াল ঘেঁষে এই লতা বাড়তে দেখা যায়। এই লতা অনেক দূর পর্যন্ত ছড়ায় তবে ঔষধিগুনে ভরা এই গুল্ম।
তেলা কুচা পাতা একধরনের ভেষজ লতা উদ্ভিদ। এর লতা, পাতা, ফল, মূলে ঔষধি গুনে ভরপুর। প্রধানত এর পাতা শাক হিসাবে খাওয়া হয়। অঞ্চলভেদে এর নাম আলাদা কোনো কোনো অঞ্চলে এর নাম কেলাকচু কোনো জায়গায় তেলাহচি নামেও পরিচিত এই উদ্ভিদ। এই গাছের ফল ফলভোগী পাখিদের অনেক প্রিয়। শশার মত দেখতে এর ফল তবে আকারে অনেক ছোট। এবং এর ফুলগুলো সাদা রঙের হয়।
এই গাছের নানা ঔষধি গুন রয়েছে যা বলে শেষ করা যাবে না। প্রথমত এই গাছের পাতার রস ও শাক ডায়াবেটিস এর জন্য অনেক উপকারী। এর পাতায় রয়েছে থায়ামিন নামক উপাদান যা খেলে হজম শক্তি বৃদ্ধি করে। পেট ব্যাথার জন্যও এর পাতা অনেক উপকারী। এর পাতা নিয়মিত খেলে যাদের অতিরিক্ত মেদ তারা এর থেকে অনেক উপকৃত হবেন।
তেলাকুচা পাতা খেলে যাদের কিডনিতে পাথর আছে তারা নিয়মিত খেলে পাথর অপসারণে অনেক ভূমিকা রাখে। অনেকের জ্বর হলে তার সাথে হাঁপানি দেখা দেয় তার জন্য তেলাকুচা পাতা প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে। এই তথ্য গুলো কোনোভাবেই যোগ্য চিকিৎসা হতে পারে না। আরও বিস্তারিত জানতে একজন বিশেষজ্ঞ এর মতামত নেওয়া জরুরি।
তেলাকুচা পাতা আমাদের এত উপকারে আসে তারপরেও এ পাতা অযত্নে অবহেলিত ভাবে বেড়ে উঠে। বাংলাদেশের আনাচকানাচে এ রকম হাজারো সোনার চেয়ে দামি উদ্ভিদ অযত্নে অবহেলিত ভাবে পড়ে আছে আমাদের এ গুলোকে যত্ন করা উচিত যাতে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে পারি।
আজ এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন আর বেশি করে ভেষজ উদ্ভিদ খাবেন।