আপনাদের সবাইকে স্বাগতম আমার বাংলা ব্লাগে। বন্ধুরা আজকে আমার পোস্ট এর বিষয় হলো, কালকে বিকালে আমি কিছু ফুল এর ফটো তুলে ছিলাম তাই আপনাদের দেখাবো এবং কিভাবে ফটো গুলো তুলেছিলাম তা বলবো।
কালকে আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমি দুপুরে খাবার খাওয়ার পরে ঘুমিয়ে পড়ি,তার পরে আমি বিকেলে ঘুম থেকে উঠে চলে যাই সুরভি পেট্রোল,কারন বিকালে একটু বাহিরে বের হলে মন টা ভালো লাগে।
আমি সুরভি পেট্রোল গিয়ে দেখি সেখানে অসংখ্য ফুল গাছ।আমি গিয়ে একটা ফুল গাছ এর ফটো তুলি যেটার নাম ছিলো টগর ফুল।ফুটা গাছ এ এতো পরিমানে ফুটছিলো যার জন্য আমার কাছে অসম্ভব পরিমাণে ভালো। আর আমি তার অনেক গুলো ফটো তুলে নি। কিন্তু আমার ফোন এর ফটো এতো ভালো আসে না যার জন্য আমি একটা ফটো ভালো উঠে আর আমি একটাই আমার ফোন এ রাখি।
তার পরে আমি একটু সামনে এগিয়ে দেখি একটি ফুল গাছ থেকে অনেক সুগন্ধ আসছে।তাই আমি সেই ফুল গাছ টির কাছে চলে যাই।আর গিয়ে দেখি ফুল গাছ টি তে ফুল এর জন্য পাতা দেখা যাচ্ছে না।আর ফুল গুলো থেকে অনেক ভালো একটি সুগন্ধী ছড়ায় যার জন্য পুরো পেট্রোলপাম টি সুগন্ধিযুক্ত হয়ে গেছে।আর আমি ফুল গাছের নাম জানি না তাই আমি এই ফুল গাছ টির নাম দি সুগন্ধী ফুল গাছ।আর আপনার এই ফুল গাছ টির নাম জানলে আমাকে একটু বলবেন, তাহলে আমি উপকৃত হতাম।
আর সুগন্ধী ফুল গাছ এর পাশে আমি দেখতে পাই ,আর একটি ফুল গাছ। কিন্তু ফুল গুলো অনেক সুন্দর লাগলো কিন্তু আমি এই ফুল টার ও নাম জানি না।এই ফুল গাছ টি ছিলো একটি টব এর ভিতরে।আর গাছ টি ছিলো একদম সোজা আর গাছ এর পাতা গুলো ছিলো একটু হলদে রং এর,আর গাছ এর পাতার মাঝে মাঝে ছিলো ফুল গুলো।
আমরা পেট্রোল পাম্পের ভিতরে গিয়ে দেখি সেখানে পুরো পেট্রোলপাম গিয়ে শুধু টগর গাছ লাগানো।আর টগর গাছ গুলো অনেক সুন্দর ভাবে রোপন করা হয়েছে আর ফুল গাছ গুলো দেখে বোঝা যায় যে তারা ফুল গাছ গুলোর অনেক যত্ন নেয়।আর আপনারা ফটো দেখলে বুঝতে পারবেন যে যত্ম ছাড়া এই রকম সুন্দর ভাবে ফুল গাছ হওয়ানো সম্ভব না।আর ফুল গাছ গুলোর জন্য পেট্রোল পাম্প টা কতো সুন্দর লাগতে তা না বলে বোঝানো সম্ভব না।
আমি পেট্রোল পাম্প থেকে বের হয়ে যাওয়ার সময় দেখতে পাই একটি ঝাউ গাছ।আর এই গাছটির নাম ঝাউ গাছ দেওয়া আমার মতে উপযুক্ত হয়েছে।কারন গাছটির পাতা এতো গনো যার জন্য গাছ এর ডাল দেখা যায় না।এই ঝাউ গাছ টিতে সাধারণত কোন ও ফুল হয় না।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে।আর কোন ও ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারন মানুষ মাত্রই তো ভুল তেমনি আমিও একটি মানুষ তাই আমার ও অনেক ভুল হতে পারে।