কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তা দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। বন্ধুরা আপনারা আপনাদের মা বাবার খেয়াল রাখবেন এবং তাদের সব সময় সম্মান ও শ্রদ্ধা করবেন,তাতে সৃষ্টিকর্তা খুশি হবে।তাই আমরা সবাই মা বাবা কে সব সময় ভালো বাসাবো।
তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো,কালকে আমি আমার ছোট ভাই এর কিছু কাগজ ফটো কপি করতে গিয়েছিলাম,আর ফটো গুলো আমি কোথা থেকে করেছি তা আপনাদের বলবো।
বন্ধুরা শুরুতে বলি কালকে দুপুরে আমার মা বলে এই কাগজ গুলো একটু ফটো কপি করে আন, আমার কাজে লাগবে,আমি বললাম কাকা দেও,তার পরে আমি মার কাছ থেকে টাকা নিয়ে চলে গেলাম সুরভি পেট্রোল, সেখানে ফটো কপি করার একটা দোকান আছে,তার পরে সেখানে গিয়ে দেখি দোকানে কোন ও লোক নেই ,তার পরে আমি অনেক সময় অপেক্ষা করি, কিছু সময় পরে দেখি সে একটা চার দোকান থেকে বের হয়েছে।তার পরে আমি তাকে বলি কাকা ফটো কপি করা যাবে,সে বলে না, তুমি বাজারের ভিতরে যাও।
আমি সেখান থেকে চলে যাই নতুল্লাবাদ বাজারে। নতুল্লাবাদ বাজারে গিয়ে আমি একটা পটির ভিতরে গিয়ে ফটো কপি করার দোকান পাই আর সেখান এ গিয়ে আমি জিজ্ঞেস করি কাকা ফটো কপি কত টাকা করে। তার পরে কাকা বলে প্রতি পিস ৫ টাকা, তার পরে আমি আমি বললাম আচ্ছা কাকা এই ৩ টা ফটো কপি করে দেন।তার পরে সে আমার কাগজ গুলো ফটো করে দিলো, আর আমি টাকা দিয়ে চলে আসি।
আমি বাসা আসার সময় মনে পরে মা তো কলা নেওয়ার কথাও বলছিলো,তার পরে আমি সামনে আসার পরে একটা কলার দোকান পাই, আর সেখান থেকে আমি ২ হালি কলা নি ৬০ টাকায়।তার পরে আমি বাসায় চলে আসি।এসে আমি কলা ও ফটো কপি মার হাতে দি।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।