হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তা দয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আজকে দিনে আমি কি কি করলাম আর কেমন কাটলো আমার দিনটা।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়ার জন্য বাসায় কি আছে তা খোঁজা শুরু করি,আমি খোঁজে শুধু কিছু বিস্কুট পাই যা খেতে আমার একটু ও ভালো লাগে না তাই মা কে বললাম মা কি খাবো,মা বলো এখন বাজে ১২:০০ টা এখন আবার কি খাবি সকালের ভাত।তার পরে আমি সকালের খাবার জন্য ভাত খেয়ে নি ।খেয়ে আমি একটু ফোন দেখি কারন মোবাইল ফোন দেখা ছাড়া আমার অন্য কোন ও কাজ নেই।
দুপুরে গোসল করে আমি বাসা থেকে বের হওয়ার কথা চিন্তা করি।তার পরে বের হয়ে যাওয়ার সময় আমাকে আমার মা বলে খাবার খাবি না ,আমি বললাম সকালের খাবার তো মাএ খেয়েছি এখন আবার কেমন করে খাই।তার পরে আমি বাসা থেকে বের হয়ে চলে যাই আমাদের সুবিদখালী ব্রিজের উপরে সেখানে গিয়ে আমি আর আমার কিছু ফেন্ড মিলে কিছুক্ষণ গেম খেলি,আর ব্রিজের উপরে আমি প্রায় সময় বসে থাকি কারণ সেখানে অনেক পরিমাণে বাতাস যা অনেক ভালো লাগে। গেম খেলা শেষ করে চলে আসি আমার একটা বড় ভাই এর দোকানে সেখানে এসে বসে থাকি।
আমি আমার বড় ভাই এর দোকানে বসে থাকার সময় আমার একটা বন্ধু ফোন দিয়ে বলে কোথায় আছো ,আমি বললাম বড় ভাই এর দোকানে,বলো আচ্ছা বস আমি আস্তে আছি আমি বললাম আচ্ছা তাড়াতাড়ি আয়। তার পরে ১০ মিনিট অপেক্ষা করার পরে ও আসে আর আমরা আমার বন্ধুর চাচা কে দেখতে হাসপাতাল যাই। সেখানে গিয়ে দেখি আমার বন্ধুর চাচা মতো আরো অনেক লোক ভর্তি হাসপাতালে।আর সবার এক রোগ আর রোগ টি হলো ডেঙ্গু। তার পরে সেখানে অনেক খুন বসে থাকার পরে বাসায় চলে আসি কারণ সন্ধ্যা হয়ে আসছে।
রাতে আমি খাবার খেয়ে শুয়ে পরি কারণ আমি প্রতিদিন একটু আগে শুয়ে পরি।আর শুয়ে রাত ৩ টা পর্যন্ত ফোন দেখি আর তার পরে ঘুম আসে আর আমি ঘুমিয়ে পরি।আর আমার মা মাঝে মাঝে এই বিষয় টা নিয়ে অনেক বকাঝকা করে কারণ বেশি রাত জাগলে মাথায় অনেক ধরনের সমস্যা দেখা দেয় এবং বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়।এই ভাবে কাটে আমার দিন
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।