আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া রহমাতুল্লাহ!হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তা দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার, আজকের দিনটা আমার কেমন কাটলো।আর আমি কি কি করলাম আজকের দিনে।
বন্ধুরা শুরুতে বলি আমার আজ ২ দিন ধরে অনেক জ্বর।কালকে তো ১০৪ এর মতো জ্বর উঠেছিলো। আলহামদুলিল্লাহ আজকে আগের চেয়ে অনেক টা ভালো।আর তাই নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।
আজকে সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাকে বললাম যে খাবো কি খাবার দেও, তার পরে আমার মা বলো রুটি বানানো আছে তা খাবি,আমি বললাম আচ্ছা দেও। তারপর আমি রুটি খেয়ে বাহিরে আসি একটু ঘোরাঘুরি করার জন্য। অনেক সময় ঘোরাঘুরি করার পরে দেখা হয় আমার এক বন্ধুর সাথে।তার পরে আমি ওর সাথে কিছু সময় ইনজয় করি।পরে আমি বাসা যাই, বাসায় গিয়ে ফোন দেখি।আমি বাসায় যে সময় টুকু থাকি তা আমি এই ফোন দেখে কাটাই। এই ভাবে কেটে যায় আমার সকাল বেলা।
দুপুরে আমি গোসল করে আসার পরে মা বলো খেতে আয়। কিন্তু আমার গায়ে জ্বর থাকার কারনে আমার কিছু খেতে ইচ্ছা করে না তাই আমি আমার মা কে বলি আমার খেতে ইচ্ছা করে না তুই খায়ে নেও।তার পরে আমি একটু ঘুমাই কারন বিকালে একটু ঘুমালে শরীল মন দুটোই ভালো থাকে,তাই আমি চেষ্টা করি প্রতিদিন ঘুমাতে। ঘুমিয়ে উঠে দেখি মা লুডুস রান্না করে রাখছে।তা্র পরে আমি দুপুরের খাবার হিসেবে লুডুস খেয়েছিলাম।
সন্ধ্যা আমি আবার বাসা থেকে বের হয়ে চলে আসি আমার ভাই এর দোকানে। সেখানে এসে আমি অনেক সময় ফোন দেখি আর ভাই এর সাথে কথা বলি।তার পরে ফোন দেখতে দেখতে অনেক টা বোরিং ফিল হয়।তার পরে আমি দোকান থেকে বের হয়ে চলে যাই বাহিরে।আর আমার একটু পেটে খুদা ও লাগে তাই আমি একটা হোটেলে গিয়ে একটা মোগলাই আঠার দিয়ে বসে পরি। ৫ মিনিট পরে আমার খাবার টি দেয় আর আমি খায়ে বাসা চলে যাই।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।আর লেখায় কোন ও ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারন মানুষ মাত্রই তো ভুল , তেমনি আমিও একটি মানুষ তাই আমার ভুল হওয়াটা স্বাভাবিক।