Bird Sanctuary/পাখিদের অভয়ারণ্য:

in blurtfirst •  2 years ago 

সন্ধ্যা নামতে এখনও খানিকটা বাকি। আকাশটা নীলাভ স্বচ্ছতায় ছেয়ে আছে।

Screenshot_20230705-074806__01.jpg

পাখিরা দলবেঁধে নিরাপদ আশ্রয়ে ফিরছে। চারিদিকে ডানা ঝাপটানো উড়াউড়ির সঙ্গে পাখির কিচিরমিচির শব্দ।

Screenshot_20230705-074815__01.jpg

অতিথি পাখির কলকাকলিতে মুখর এলাকা। দলবেঁধে ঘরে ফেরার দৃশ্য দেখতে দূর থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা।
সবার মতো আমরা ও অফিস শেষ করে এই সুন্দর দৃশ্য দেখতে গিয়েছিলাম।

Screenshot_20230705-074826__01.jpg

বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের উজলপুর বাজার সংলগ্ন মিনি সুন্দরবনে বিকেল হলেই এমন দৃশ্যের এখন প্রতিদিনই দেখা মেলে।

Screenshot_20230705-081213__01.jpg

চিতলমারী উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত চিত্রা নদীর চরে আনুমানিক দুই দশক ধরে জন্ম নিয়েছে বিভিন্ন গাছপালা যা অনেকটা সুন্দর বনের অবয়ব ফুটিয়ে তুলেছে। যার কারনে স্হানীয়রা এই জায়গার নাম দিয়েছে মিনি সুন্দরবন।

Screenshot_20230705-081205__01.jpg

মিনি সুন্দরবন পাখিদের সেই নিরাপদ আশ্রয়। এ বনে পাখিদের এই অভয়ারণ্য পর্যটন শিল্পের নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

Screenshot_20230705-074806__01.jpg

স্থানীয়রা জানান, সুন্দরবনের বিভিন্ন গাছের বীজ জোয়ারের পানিতে ভেসে এসে প্রাকৃতিকভাবে চিত্রার বাঁকে এই বনের সৃষ্টি হয়েছে।

Screenshot_20230705-074812__01.jpg

এসব বীজের মাধ্যমে চরের জমিতে সুন্দরী, গোল, ওড়া, কেওড়া, গরানসহ নানা প্রজাতির অসংখ্য গাছ জন্ম নিয়েছে। এই বন দেখলে অনেকটা মূল সুন্দরবনেরই অনুভূতি পাওয়া যায়।

Screenshot_20230705-074852__01.jpg

সন্ধ্যার আগে আগে যখন সাদা বক আসে তখন মনে হবে সাদা চাদরে ঢেকে গেছে গোটা এলাকা। দূর-দূরান্ত থেকে হাজারও দর্শনার্থী এ মনোরম দৃশ্য দেখতে ছুটে আসেন।

Screenshot_20230705-074841__01.jpg

মিনি সুন্দরবনকে যথাযথভাবে সংরক্ষণ করতে পারলে এটি হয়ে উঠতে পারে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় একটি খাত।

Screenshot_20230705-074901__01.jpg

ধন্যবাদ

CholoEarnKori.gif

It's still a little late in the evening. The sky is clear blue.

Screenshot_20230705-074810__01.jpg

Birds are flocking back to safe haven. Chirping of birds with flapping wings all around.

Screenshot_20230705-074815__01.jpg

A busy area for visiting birds. Bird lovers come from far away to see the sight of returning home in groups.
Like everyone, we went to see this beautiful scene after finishing office.

Screenshot_20230705-074826__01.jpg

Such a scene can be seen every day in the afternoon in Mini Sundarbans near Ujalpur Bazar in Baruipara Union of Bagerhat Sadar.

Screenshot_20230705-081213__01.jpg

For approximately two decades, various plants have been born in the Chitra river flowing through Chitalmari upazila, which has created a beautiful forest. Due to which locals have named this place Mini Sundarbans.

Screenshot_20230705-081205__01.jpg

Mini sundarban is the safe haven of birds. This forest bird sanctuary has created new possibilities for the tourism industry.

Screenshot_20230705-074806__01.jpg

Locals said that the seeds of various trees of Sundarbans were washed away by tidal water and this forest was created naturally in Chitra Bend.

Screenshot_20230705-074852__01.jpg

Through these seeds, numerous trees of various species including Sundari, Gol, Ora, Keora, Garan have grown in the pasture land. When you see this forest, you get a feeling of the original Sundarbans.

Screenshot_20230705-074841__01.jpg

When the white buck comes earlier in the evening, it seems that the whole area is covered with a white sheet. Thousands of visitors came from far and wide to see this beautiful scene.

Screenshot_20230705-074901__01.jpg

Mini Sundarbans can become a huge potential sector of tourism industry if properly conserved.

Thanks

Device: One Plus
Camera: 48 megapixel
Shoot by: saha10
Location: Bangladesh

f44e26d6e1e59649ebaa9d5896f5a978bab83139.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Greetings,

Thank you for sharing such great content!
We are happy you posted in #blurtconnect
Blurt to the Moon 🌕
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinb
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account

Also, keep in touch with Blurtconnect-ng family on Telegramand Whatsapp

Peace



Posted from https://blurtlatam.intinte.org