বাঁশের চারের মেরামতের কাজ /// Repair work of bamboo four

in blurtfirst •  last year 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

তো বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি । আশা করি আপনারা সবাই আমার পোস্টটি উপভোগ করবেন এবং আমার জন্য ভালো করার জন্য দোয়া করবেন ‌।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে শুক্রবার তাই আমি সকাল থেকে কী করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো

শুরুতেই সবাইকে জুম্মা মোবারক আজকে শুক্রবার আর সকল গরিব মুসলমান মানুষের জন্য হজ্বের দিন ।

আজকে সকালে ঘুম থেকে উঠে অজু করে ফজরের নামাজ আদায় করে নেই । তারপর কিছু খাবার খেয়ে শুয়ে পড়লাম তারপর কিছুক্ষণ ঘুমানোর পর আমার ভাই আমাকে ঘুম থেকে উঠাল তারপর হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে চলে গেলাম আমাদের সেই বাঁশের চারের কাছে এই হলো আমাদের সেই বাঁশের চার ।

IMG_20230707_182317.jpg
IMG_20230620_092532.jpg

এই বাঁশের চারের আজকে মেরামতের কাজ করব তাই আমরা কালকে চারটি বাঁশ কেটে রেখেছিলাম। তারপর আমার এক চাচা বললো চারটা বাঁশে হবেনা আর একটা বাঁশ কাটা লাগবে তারপর আমরা আরও একটি বাঁশ কেটে আনলাম।

IMG_20230707_182317.jpg

তারপর আমরা সবাই মিলে আমাদের এই চারের মেরামতের কাজ সম্পন্ন করলাম । তারপর বাড়িতে ফিরে গোসল করে কিছু খাবার খেয়ে চলে গেলাম আমার ভাইকে এগিয়ে দিতে তার ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছিল তাই ।

IMG_20230621_135012.jpg

তারপর মসজিদে আজান দিল তারপর চলে গেলাম মসজিদে জুমার নামাজ আদায় করতে ইমাম সাহেব জুমার নামাজের ফজিলত সম্পর্কে অনেক কিছু আলোচনা করলেন তারপর সবাই মিলে একসাথে জুমার নামাজ আদায় করলাম।

IMG_20230707_194921.jpg

তারপর বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম ।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই । যাবার আগে আরেকটি কথা বলতে চাই । যার ঘরে বাবা মা আছে পৃথিবীর সকল সুখ তার ঘরে আছে । তো বন্ধুরা যার ঘরে বাবা মা আছে সবাই বাবা মায়ের খেদমত করবেন তাদের সেবা যত্ন করবেন ।
তো বন্ধুরা আজকের এই পোস্টটি আমি এখানেই সমাপ্ত করছি আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

তো বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

CholoEarnKori.gif

Bismillahir Rahmanir Rahim

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

So how are you all friends? Hope you all are well by God's grace. Alhamdulillah I am also very well with your prayers and Allah's mercy. Hope you all enjoy my post and wish me well.

Today I want to share with you today is Friday so today I will share with you what I did since morning.

At the beginning, Jumma Mubarak to all today is Friday and Hajj day for all poor Muslims.

This morning I woke up and performed ablution and did Fajr prayer. Then I ate some food and slept, then after sleeping for a while, my brother woke me up, then washed my hands and face, ate some food and went to our bamboo house.

IMG_20230620_092532.jpg

IMG_20230707_182330.jpg

This is our bamboo house. Today we will repair four of these bamboos, so we cut four bamboos yesterday.

IMG_20230707_182330.jpg

Then one of my uncles said that four bamboos will not be enough and one bamboo will need to be cut then we cut another bamboo. Then we all completed the repair work of our four.

IMG_20230621_135012.jpg

Then I returned home, took a bath, ate some food and went to give my brother his Eid holiday. Then he gave the adhan in the mosque and then went to the mosque to perform the Friday prayer. The Imam discussed many things about the virtues of the Friday prayer and then we all performed the Friday prayer together.

IMG_20230707_194921.jpg

After returning home, I had lunch and fell asleep.

So friends, that's it for today. Before I go, I want to say one more thing. He who has parents in his house has all the happiness of the world in his house. So, friends, those who have parents in their house will do the service of their parents and take care of them.
So friends I am ending today's post here hope you will like my post.

So friends, stay well, God bless you.

f44e26d6e1e59649ebaa9d5896f5a978bab83139.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!