সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি ।
আশা করি আপনারা সবাই আমার পোস্টটি উপভোগ করবেন এবং আমার জন্য ভালো করার জন্য দোয়া করবেন ।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বড় ভাইয়ের সরায় গিয়েছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ।
আমার ঐ ভাইয়ের নাম মোঃ রেজাউল করীম আমরা সবাই দুপুরে ভাত খেয়ে সবাই রেডি হয়ে গাড়িতে করে চলে গেলাম আমাদের আন্ধুআ বাজারে তারপর সেখানে আমার ভাইয়ের পরিবার ও মেয়ের পরিবারের সকল পুরুষেরা উপস্থিত ছিলেন তারপর আছরের আজান দিল
তারপর আমাদের দুই ফ্যামিলির সবাই বাজারের মসজিদে আছরের নামাজ আদায় করলাম তারপর নামাজ শেষে সবাই বসল তারপর কাজী ও মসজিদের ইমাম সাহেব বিয়ে সম্পর্কে কিছু আলোচনা করলেন তারপর দুই ফ্যামিলির বড়দের ডাকলেন যেমন ছেলের বাবা মেয়ের বাবা আর যারা বিয়েতে সাক্ষী থাকবেন তাদেরকে ডাকলেন । তারপর দুই ফ্যামিলির সম্মতিতে কাজী বিয়ের কাজ সম্পন্ন করলেন তারপর মসজিদের ইমাম সাহেব মোনাজাত পরিচালনা করেন । তারপর সবাই মিষ্টিমুখ করলেন তারপর সবাই সবার সাথে পরিচিত হলাম তার কিছুক্ষণ পর আমরা সবাই বাড়িতে ফিরে আসলাম ।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ।
যাবার আগে আরেকটি কথা বলতে চাই । যার ঘরে বাবা মা আছে পৃথিবীর সকল সুখ তার ঘরে আছে । তো বন্ধুরা যার ঘরে বাবা মা আছে সবাই বাবা মায়ের খেদমত করবেন তাদের সেবা যত্ন করবেন ।
তো বন্ধুরা আজকের এই পোস্টটি আমি এখানেই সমাপ্ত করছি আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
তো বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
how are you all Hope you all are well by God's grace. Alhamdulillah I am also very well with your prayers and Allah's mercy.
Hope you all enjoy my post and wish me well.
Today I want to share with you I went to my elder brother's inn so I will share with you today.
My brother's name is Md. Rezaul Karim. We all ate rice at noon and got ready. We went to our Andhu market by car. Then all the men of my brother's family and daughter's family were present. After the prayer, everyone sat down,
then the Qazi and the imam of the mosque discussed something about the marriage, then called the elders of the two families, such as the boy's father, the girl's father, and those who will be witnesses in the marriage. Then with the consent of the two families, the Qazi completed the marriage and then the Imam of the mosque conducted the prayer. Then everyone smiled sweetly then everyone got to know everyone after some time we all returned home.
So friends, that's it for today.
Before I go, I want to say one more thing. He who has parents in his house has all the happiness of the world in his house. So, friends, those who have parents in their house will do the service of their parents and take care of them.
So friends I am ending today's post here hope you will like my post.
So friends, stay well, God bless you.