My Dream

in blurtchef •  3 years ago 

Assala Mualai Kum. How are you? Come on, everyone is fine. I'm fine too. I've been a little better for a few days so I couldn't come or post. I am still the best. I wrote and posted again today with your prayers. I hope you are with me and will stay.

Screenshot_20220104-224851.jpg

What I will write today is my dream.
Dreams are a part of our lives without which our lives have no meaning or purpose. Dreams are the means by which man finds a specific purpose in man. Dreamy people can achieve every purpose of human life. Dreams are something that people see in their sleep. There are two types of dreams that anyone sees. It is a sleep that can be a dream come true. Another dream is to see from awake. I have a dream that I will grow up in the future and go to a very big country like Italy or Europe, a country America or London or Canada. Where I will make my son a pilot by making him read and write. I don't know if Allah will fulfill my dream but I am hoping and I am always trying to fulfill that. From a dream a person can decide the hope of his life and the purpose of his life. And what purpose can run behind. Without dreams people could do nothing. The purpose of life could not be fixed. Couldn't grasp the purpose of life. Dreams help people to move forward. Dreams are a thing that helps people to move forward. Without it, one would not be able to understand the meaning of life. Dreams help to find the real purpose.
Thanks for reading my post. If there is any mistake, it will be forgiven.
You will all be well and happy. Prayers remain for you. Stay by my side, may Allah bless you.
God bless you.

আসসালা মুআলাই কুম। কেমন আছেন সবাই আসা করি ভালো আছেন। আমিও ভালো আছি।আমি এ কয় দিন একটু বেস্ত ছিলাম তাই আসতে পারিনি।বা পোস্ট করতে পারনি। এখনো বেস্ত আছি।আপনাদের দোয়ায় আজকে আবার লিখলাম আর পোষ্ট করলাম। আশা করি আপনারা আমার সাথে আছেন আর থাকবেন।
আজ আমি যা লিখবো তা হলো আমার স্বপ্ন।
স্বপ্ন আমাদের জিবনের একটা অংশের মধ্যে পড়ে।যেটা ছাড়া আমাদের জীবনের মানেই নেই বা উদ্দেশ্য থাকে না। স্বপ্ন এমন একটা জিনিস যেটা দ্বারা মানুষ মানুষের নির্দিষ্ট একটা উদ্দেশ্য খুঁজে পায়। স্বপ্নধারা মানুষ মানুষের জীবনের প্রত্যেকটা উদ্দেশ্য সফল করতে পারে। স্বপ্ন এমন একটা জিনিস যেটা মানুষ ঘুমিয়ে দেখে। যে কেউ দেখে স্বপ্ন দুই প্রকার। একটা ঘুমের মধ্যে হয় যেটা নানারকম স্বপ্নই হতে পারে। আরেকটা স্বপ্ন হচ্ছে জেগে থেকে দেখা। যে স্বপ্নের পেছনে মানুষ সারাজীবন দৌড়ায় এবং উদ্দেশ্য পূরণ করার জন্য নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেয়।তেমনি আমার একটা স্বপ্ন আছে যে আমি ভবিষ্যতে অনেক বড় হবো অনেক বড় একটা রাস্ট্রে যাব যেমন ইতালি অথবা ইউরোপ একটা কান্ট্রি এমিরিকা বা লন্ডন অথবা কেনাডা। যেখানে আমার ছেলেকে পড়া লেখা করিয়ে একজন পাইল্ট বানাবো। জানিনা আল্লাহ আমার স্বপ্ন পুরণ করবে কি না তবে আশায় আছি আর যেটা পুরনের জন্য সর্বদাই চেষ্টা করছি। স্বপ্ন থেকেই একটি মানুষ নিজের জীবনের আশা এবং নিজের জীবনের উদ্দেশ্য স্থির করতে পারে। এবং কী উদ্দেশ্যে পেছনে ছুটতে পারে। স্বপ্ন না থাকলে মানুষ কিছুই করতে পারত না। জীবনের উদ্দেশ্য স্থির ভাবে দেখতে পারত না। জীবনের উদ্দেশ্য ধরতে পারতো না। স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।স্বপ্ন এমন একটা জিনিস যেটার সাহায্যে মানুষ সামনে এগিয়ে যেতে সাহস পায়। যেটা না থাকলে জিবনের মানে বুজতে পারতো না জিবনে কি পাওয়া দরকার কিশে মানুষের জিবন ভরবে সর্থক হবে সেটা বুজতে পারতো না।কিশের দ্বারা মানুষ জিবনের মুল উদ্দেশ্যে পৌছাতে পারতো না। স্বপ্নই আসল উদ্দেশ্য খুঁজতে সাহায্য করে।
আমার পোস্টি পরার জন্য ধন্যবাদ। যদি কোনও ভুল হয় তবে সেটা ক্ষমার চোখে দেখবে।
আপনারা সবাই ভাল এবং খুশিতে থাকবেন।আপনাদের জন্য প্রার্থনা রইলো। আমার পাশে থাকুন আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
আল্লাহ হাপেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!