হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন! আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন! আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
আমার বাগানের তিন কালারের নয়ন তারা ফুল!!
ছবিটি ডিজাইন করা হয়েছে canva apps দিয়ে |
---|
আমি সাধারণত প্রত্যেকের কাছে একটা রঙের নয়ন তারা আছে। সেটা হচ্ছে হালকা গোলাপি,,, কিন্তু আজকের প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ফুলবাগানে তেমন একটা যাওয়া হয়নি। একটু আগেই গিয়েছিলাম ওখানে গিয়ে দেখে আমার বাগানে আমি যে ফুল গাছ রোপন করেছি। সেখানে তিন ধরনের নয়ন তারা ফুল ফুটে আছে। সত্যি কথা বলতে,, ফুল গুলো দেখার পর আমার নিজের মনটা এমনিতেই ভালো হয়ে গেল। এমনিতেই আমি ফুল অনেক বেশি পছন্দ করি। কিন্তু তিন রঙের ফুল দেখে নিজেকে কেমন যেন ভাগ্যবান মনে হচ্ছিল।
অনেকদিন থেকেই আমি ফুলবাগান করি,, ফুলবাগান আমার একটা শখ। আমি চেষ্টা করি সব সময় যেখানে যে ফুল দেখি,,, সেই ফুল আমার বাগানে নিয়ে এসে রোপন করার জন্য। আর তাই বিগত একমাস আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি এই তিন ধরনের ফুল দেখতে পাই। যেটা দেখে আসলে আমাকে কাছে অনেক বেশি অবাক লেগেছিল।
এরপরে আমি যেটা করলাম আমি ওই আপুটার কাছে অনুরোধ করলাম। যাতে উনি আমাকে দুই রঙের ফুল দেয়। যেহেতু আমার কাছে একটা রঙের ফুল আছে। পরে আপু আমার অনুরোধ রেখেছে,,, এবং আমাকে আরো দুই রঙের ফুল গাছ দিয়েছে।
আমি বাড়িতে এসে অনেক যত্ন করে সেগুলো রোপন করেছি চেষ্টা করেছি। সব সময় সে ফুল গাছের পরিচর্যা করার জন্য। কারণ আমি বিশ্বাস করি কোন একটা জায়গায়,,,, যখন পরিশ্রম করা হয় তখন তার ফল অনেক বেশি মিষ্টি হয়।
সত্যিই আজকে আমি তার প্রমাণ পেয়ে গেলাম। আমি ফুল গাছগুলোকে অনেক বেশি যত্ন করে নিজের মত করে চেষ্টা করেছি বড় করে তোলার। বাকিটা সৃষ্টিকর্তাই ওদেরকে বড় করেছে। আজকে ফুল বাগানে গিয়ে আমার মনটা ভালো হয়ে গেল অনেক বেশি সুন্দর লাগছে। আমি প্রত্যেকটা ভুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
সবার সুস্থতা কামনা করে,, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অসাধারণ তিন কালারের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।
জি ভাইয়া আমার কাছে ও অনেক বেশি ভালো লাগে।তাই রোপন করছি।