Hazrat Wahab Ibn Qaboos Razi: A Companion who once converted to Islam. He used to live in his own house in a village. He used to graze goats in the village. Leaving the herd of goats there, he reached the Prophet (peace and blessings of Allaah be upon him). At that time a group of disbelievers came forward to attack. The Prophet (peace and blessings of Allaah be upon him) said that the person who would disperse them would be my companion in Paradise. The second time it happened again. The same thing happened the third time. The Prophet (peace and blessings of Allaah be upon him) gave him the glad tidings of Paradise. Upon hearing this, he entered the crowd of disbelievers with his sword in his hand and was martyred. Hazrat Sa'd Ibn Abi Waqqas Anhu said: He was standing on the top of Wahb and saying Allah be pleased with you, I am pleased with you.
Images source
Then the Prophet (peace and blessings of Allaah be upon him) buried him with his own hands. However, the Prophet (peace and blessings of Allaah be upon him) himself was wounded in this battle. Hadrat 'Umar (may Allah be pleased with him) used to say: I am as jealous of the deeds of Wahhab as I am of others. I wish to appear before Allah with a record like his.
Images source
Benefit: The reason for being jealous of him is that he has shown special merit by considering life as insignificant.
হযরত ওহব ইবনে কাবুস রাযিঃ একজন সাহাবী ।যিনি কোনো একসময় ইসলাম গ্রহণ করিয়াছিলেন।কোন এক গ্রামে নিজের বাড়িতে বসবাস করতেন।গ্রামে বকরি চরাতেন।আপন ভাতিজাসহ বকরি গুলি এক রশিতে বাঁধিয়া মদিনায় পৌঁছিলেন।জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধে গিয়াছেন। বকরির পাল সেখানেই রাখিয়াই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়া গেলেন। এমন সময় কাফেরদের একটি দল আক্রমণ রত অবস্থায় আগাইয়া আসলো হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যাক্তি তাদেরকে ছত্রভঙ্গ করিয়া দিবে সে জান্নাতে আমার সঙ্গী হইবে।হযরত ওহব রাঃআনহু বীরবিক্রমে তরবারি চালাতে শুরু করিলেন।এবং সকলকে হটাইয়া দিলেন। দ্বিতীয়বার আবার ঐরূপ হইল। তৃতীয়বার ও আবার ঐরূপই হইল। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দান করলেন। ইহা শুনি য়াই তিনি তরবারি হাতে লইয়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকিয়ে গেলেন এবং শহীদ হইয়া গেলেন।হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস আনহু বলেন আমি লড়াইয়ের ময়দানে ওহাব রাঃ এর বীরত্ব ও সাহসিকতার মতো কাহাকেও দেখি নাই।তাহার শাহাদাতের পর আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি ওহবের শিয়রে দাঁড়াইয়া বলিতেছিলেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি।
অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে দাফন করিলেন ।যদিও এই যুদ্ধে স্বয়ং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহত হয়েছিলেন। হযরত ওমর রাঃ আনহু বলিতেন ওহবের আমলের উপর আমার যত ঈষ্া হইয়াছে আর-কাহারো আমলের উপর এইরুপ ঈর্ষা হয় নাই। আমার ইচ্ছা হয় তাহার মত আমলনামা লইয়া আল্লাহর দরবারে হাজির হই।
ফায়দাঃ তাহার উপর ঈর্ষা হওয়ার কারণ হল তিনি জীবনকে তুচ্ছ মনে করিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন ।স্বয়ং হযরত ওমর রাঃআনহু ও অন্যান্য সাহাবীদের ইহার চাইতেও অনেক বড় কৃতি রহিয়াছে।