বিসমিল্লাহির রাহমানির রাহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহ তায়ালার নামে শুরু করছি। আপনাদের সামনে প্রথমেই আমি প্রশ্ন করছি বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোন সূরার আয়াত এবং কত নম্বর আয়াত।যদি পারেন আলহামদুলিল্লাহ আর না পারলে এর উত্তর আমি শেষে দেব ইনশাআল্লাহ।
কোরআনুল কারিমের 113 টি সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। বাকি একটি সূরায় বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা নেই কোন সূরায়? যদি পারেন আলহামদুলিল্লাহ, আর না পারলে শেষে উত্তর দেবে ইনশাআল্লাহ আমি। মানুষ চারটি জগতে থাকবে এর প্রথম জগত আমাদের কাছ থেকে পার হয়ে গেছে সেটা হল রুহের জগত। সেখানে আল্লাহতালা সমস্ত রুহুকে একসাথে জিজ্ঞাসা করেছিলো (আলাসতুবি রব্বিকুম) আমি কি তোমাদের রব নয় তখন সমস্ত রুহি একসাথে বলেছিল(বালা) হ্যাঁ আপনি আমাদের রব। তারপর আল্লাহ তায়ালা আমাদের মায়ের পেটের জগতে পাঠান।তারপর আমাদের মায়ের পেট থেকে দুনিয়া নামক জায়গায় বা অন্য জগতে পাঠান,দেখি কে কত বেশি ঈমান ও নেক আমল আনতে পারে আখিরাত নামক জগতে। এখানে লক্ষ্য করেন রুহের জগতে আমাদের মুখের প্রথম ভাষা ছিল (বালা)তার প্রথম অক্ষর (বা)সম্ভবত আল্লাহতালা আমাদের দুনিয়ার জগতেও তা স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা রুহের জগতে(বালা) বলেছিলে যে হ্যা আপনি আমাদের রব এজন্য হয়তো সম্ভবত কোরআনুল কারিমের প্রথমেই আল্লাহতালা আবার(বালা)র আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে তোমরা দুনিয়াতে গিয়ে আমার সাথে শিরক করোনা। মুসলমানগন কোন কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে।
আর আমরা দেখতে পাই কুরআনুল কারীমের প্রথম অক্ষর ই (বা) শুরু হয়েছে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বিভিন্ন এপে দেখতে পাবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটি সূরা ফাতিহার দ্বিতীয় নং আয়াত এবং প্রথম নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। আর কুরআনুল কারীমের সর্বশেষ সূরা (নাস) এর সর্বশেষ অক্ষর (ছিস) দাঁড়া আল্লাহতালা আমাদের হয়তো এই বুঝাইতে চাইছেন যে (বা) এবং(সিন) মিলে (বাস) হয় অর্থাৎ যথেষ্ট। এই কুরান সমস্ত মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে যথেষ্ট। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম এর কিছু উপকারিতা জানতে চান তাহলে (ওয়াজে বে নজিব) বইটি পড়তে পারেন।
সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা নেই। এর কি কারণ স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন তবে সূরা তাওবার ভেতরে কাফের মুশরিকদের নানা হুমকির কথা বলা হয়েছে আখেরাতের জীবনে। আপনি পড়ে দেখতে পারেন সূরা তাওবা।
আমার পোস্টে অনেক ভুল হতে পারে তাই ক্ষমার দৃষ্টিতে দেখেন ইনশাআল্লাহ। পোস্টটি এত সময় পড়ার জন্য আল্লাহতালা আপনাকে বিসমিল্লাহির রাহমানির রাহিম এর আমল করার তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ