বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস এর মধ্যকার খেলার আপডেট নিউজ।|T20 world cup|

in blurt •  2 years ago 

হ্যালো খেলা প্রিয় বন্ধুরা!

আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম serey.bd কমিউনিটিতে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার খেলার আপডেট কিছু সংবাদ নিয়ে। আশা করি আমার লেখাটি আপনাদের ভালো লাগবে। সকলে অবশ্যই আমার লেখাটি পড়বেন এ প্রত্যাশা রইল।

IMG_20221024_202139.jpg

IMG_20221024_203155.jpg

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়াতে। এবারের বিশ্বকাপে মূল পর্বের খেলাতে 12 টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের একবার করে মুখোমুখি হবে। আজকের ১৭ তম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হয়। বাংলাদেশ এবারের বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করতে সক্ষম হয়েছিল কিন্তু নেদারল্যান্ডস্কে কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করতে হয়েছে এবং কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করেই বাংলাদেশের প্রতিপক্ষ হতে সক্ষম হয়েছে নেদারল্যান্ড।

IMG_20221024_203257.jpg

IMG_20221024_202120.jpg

IMG_20221024_203144.jpg

আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ওভালে ক্রিকেট স্টেডিয়ামে। আজকের ম্যাচটিতে নেদারল্যান্ডস প্রথমে ট্রসে জয়লাভ করে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এবং নেদারল্যান্ডস ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে।

IMG_20221024_203111.jpg

IMG_20221024_203229.jpg

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার। তারা দুজনে প্রথম পাওয়ার প্লে তে এক থেকে ছয় ওভারে দারুণভাবে তারা সূচনা করতে থাকে কিন্তু ৫.১ ওভারে সৌম্য সরকার ব্যক্তিগত ১৪ রান করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেলেন। তখন দলীয় সংগ্রহ ৪১ রান। পাওয়ার পেলে এক থেকে ছয় ওভারে বাংলাদেশে এক উইকেট হারিয়ে 47 রান সংগ্রহ করতে সক্ষম হয়।

IMG_20221024_203346.jpg

IMG_20221024_203132.jpg

এরপর শান্ত নিজের ব্যক্তিগত ২৪ রান এবং দলীয় ৪৭ রানের মাথায় তিনিও ক্যাচ আউট হয়ে সাজঘরে চলে যান। এরপর বাংলাদেশ দল মিডিল অর্ডার ব্যাটসম্যানরা তারা দ্রুততাদের উইকেট হারাতে শুরু করে। লিটন দাস ও সাকিব আল হাসানের দ্রুত উইকেট হারানোর ফলে বাংলাদেশ অনেকটা চাপের মধ্যে পড়ে যায় নেদারল্যান্ডসের অসাধারণ বোলিং আপের সামনে।

IMG_20221024_203121.jpg

IMG_20221024_202120.jpg

কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব তার অসাধারণ বুদ্ধিমত্তা ব্যাটিংয়ের নৈপুণ্য তাই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ ১০.৬ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ করতে সক্ষম হয়। আফিফ হোসেন ধ্রুব তার ব্যক্তিগত ৩৭ রান করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং শেষের দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ১২ বলে বিশ রান দলকে 8 উইকেট হারিয়ে ১৪৪ রান দলীয় সংগ্রহ করতে সক্ষম হয় বিষ ওভারে।

IMG_20221024_203216.jpg

নেদারল্যান্ডসের পক্ষে ভ্যান মেক কেরেন দুটি উইকেট লাভ করেন এবং বাস দি লেডে তিনিও দুটি উইকেট নেদারল্যান্ডসের পক্ষ হয়ে লাভ করতে সক্ষম হয়েছেন।

জবাবে 145 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস শুরুতেই প্রথম দুই বলে তাসকিনের করা ওভারে ২ উইকেট হারিয়ে ফেলেন নেদারল্যান্ডস। এবং বাংলাদেশের বোলিং অসাধারণ নৈপুণ্য তাই নেদারল্যান্ডসকে চেপে ধরতে সক্ষম হয়। নেদারল্যান্ডস প্রথম পাওয়ার পেলে এক থেকে ছয় ওভার ে ৩২ রান সংগ্রহ করে চার উইকেট হারিয়ে ফেলে।

IMG_20221024_202058.jpg

নেদারল্যান্ডস তাদের চারটি উইকেট হারিয়ে অনেক বেশি চাপের মধ্য পড়ে যায়। এবং বাংলাদেশের অসাধারণ পেস বোলিং এটাকে নেদারল্যান্ডস তাদের স্কোরবোর্ডে সেভাবে রান যোগ করতে সক্ষম হয়নি। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ নেক্কারম্যান ৪৮ বলে তিনি বাষট্টি রান সংগ্রহ করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেলেও অপর প্রান্ত থেকে নিয়মিত উইকেট হারানোর ফলে তারা ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় সব কয়টি উইকেট হারিয়ে।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদ তিনি চারটি উইকেট সংগ্রহ করেন। এবং অপর এক বোলিং হাসান মাহমুদ তিনিও দুটি উইকেট লাভ করে দলকে জয় এনে দিতে অগ্রণী ভূমিকা পালন করে।

ম্যাচ শেষে বাংলাদেশ নয় রানে নেদারল্যান্ডস কে পরাজিত করতে সক্ষম হয়েছে। এবং বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুই পয়েন্ট অর্জন করে বাংলাদেশ প্রফুল্ল মেজাজে দিন অতিবাহিত করছে এবং সামনের দিনগুলো এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এ প্রত্যাশা রইল।

আজকের খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি। আমার লেখা টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
IMG_20221024_202039.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  


** Your post has been upvoted (1.20 %) **