সততায় উৎকৃষ্ট পন্থা।

in blurt •  2 years ago 

হ্যালো বন্ধুরা,

বিসমিল্লাহির রাহমানির রাহিম,সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আজকের বিষয় হল সততাই উৎকৃষ্ট পন্থা এ বিষয়টি নিয়ে। আশা করি আমার লেখাটা আপনাদের সকলের ভালো লাগবে।

analysis-1010888_1920.jpg

পৃথিবীতে মানুষ সৃষ্টির সেরা জীব কারণ মানুষের বিবেক-বুদ্ধি থাকার কারণে মানুষ সৃষ্টি জগতের সেরা তবে মানুষের ভিতরে দুই ধরনের মানুষ আমরা পরিলক্ষিত হতে দেখি এখনো সৎ ব্যক্তি এবং অসৎ ব্যক্তি সৎ ব্যক্তি তার সততা একদিনে অর্জন করতে পারেনা মানুষ তার পরিবার এবং প্রাথমিক শিক্ষা থেকেই সততা অর্জন করতে পারে। সততা মানুষের একটি মহৎ গুণ সৎ ব্যক্তিগণ নিজের কথা না ভেবে অন্যের উপকারে সব সময় নিজেকে বিলিয়ে দেয় এরা নিজের স্বার্থের কথা কখনো চিন্তা করেনা অপরপক্ষে যারা অসৎ ব্যক্তি এরা শুধু কিভাবে দুর্নীতি করে নিজে অর্থ উপার্জন করে ভালো থাকা যায় সেটাই তারা চিন্তা করে অসৎ ব্যক্তিরা কখনো অন্যের কথা চিন্তা করতে পারে না।

পৃথিবীতে যেসব সৎ ব্যক্তিগণ আছেন তারা তাদের কর্মের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে আছে মানুষের হৃদয়। অসৎ ব্যক্তিগণ তারা সবসময় দুশ্চরিত্র হয়ে থাকে এবং কিভাবে অন্যের অর্থ সম্পদ ভোগ করা যায় সেটা চিন্তা করতে থাকে।

সৎ ব্যক্তিগণ তারা তাদের ব্যক্তিত্বকে কখনো অর্থের লোভে অন্যের কাছে বিক্রি করে দেয় না।পৃথিবীতে এমন অনেক সৎ ব্যক্তিবর্গ আছে যাদের তিন বেলা ঠিকমতো খাওয়া-দাওয়া হয় না কিন্তু কখনও অসাধারণ জীবন যাপন করেন না তারা তাদের মনুষ্যত্বকে কখনো টাকার কাছে বিক্রি করে দেয় না তারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যারা অস্বচ্ছল থাকা সত্ত্বেও জীবনে কোনদিন অসৎ পথে অর্থ উপার্জন কে বেছে নেয় না।অর্থ মানুষকে কখনো সুখ এনে দিতে পারে না কারণ অর্থই অনর্থকের মূল কারণ যে অর্থ আপনি উপার্জন করবেন সেটা যদি অসৎ পথে হয় সেটি আপনাকে ইহকালে এবং পরকালে উভয় জায়গায় আপনাকে শান্তি দিতে পারবে না কারণ যেসব ব্যক্তিগণ অসৎ পথে অর্থ উপার্জন করে তারা নিজের মনের কাছ থেকে সব সময় নিজেদেরকে ছোট মনে করে থাকে। আর যে ব্যক্তি সৎ পথে উপার্জন করে এবং পরিবারের ভরণ পোষণ করে সৎপথে সেই ব্যক্তি শ্রেষ্ঠ কারণ সে ব্যক্তি মনের কাছ থেকে সব সময় বড় থাকে তাকে কখনো অন্যের কাছে ছোট হতে হয় না কারণ সৎ ব্যক্তিগণ সবসময় একমাত্র সৃষ্টিকর্তাকে ভয় পায় এবং মানুষের উপকারে তাকে সব সময় উৎসর্গ করে থাকে।

যারা অর্থের লোভে অসৎ পথকে বেছে নেয় তারা কখনো সুখী হতে পারে না কারণ সমাজের কেউই তাদেরকে পছন্দ করে না সমাজের মানুষ এমনকি পরিবারের মানুষও তাদেরকে পছন্দ করে থাকে না যে ব্যক্তি অসৎ পথে উপার্জন করে পরিবারের ভরণ পোষণ করে থাকে সে ব্যক্তি নিজেই দায়ী কারণ পরিবার তার পাপের ফল ভোগ করবে না। তাই আপনার কি সবসময় সৎ পথে অর্থ উপার্জন করতে হবে কখনো লোভে পড়ে অসৎ পথে জীবন পরিচালনা করা যাবে না যেসব ব্যক্তিগণ অসৎ পথকে তাদের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেয় তারা কখনোই বড় হতে পারে না তারা সাময়িকভাবে অর্থের দিক থেকে স্বাবলম্বী হলেও তারা মনের দিক থেকে সবসময় ছোট থাকে কারণ সমাজের লোকজন তাদেরকে কখনো সম্মান করে না এবং আপনি যদি অসৎ পথে উপার্জন করে অট্টলিকার মধ্যে জীবন যাপন করেন তাও আপনি কখনো মনের দিক থেকে সুখ লাভ করতে পারবেন না কিন্তু আপনি যদি সৎপথে অল্প উপার্জন করে কুরে ঘরে বাস করেন তারপরেও আপনি একটি লাভ করতে পারবেন এবং আপনার প্রকৃত সুখসৎ পথে উপার্জন করে কুঁড়েঘরে ঘুমানোর মধ্যেই নিহিত থাকে।

সততায় উৎকৃষ্ট পন্থা কারণ সততা কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না তাই কখনো আপনার সামনে যদি অর্থের লোভ আসে আপনি নিজেকে সৃষ্টিকর্তার কথা মনে করে আপনি অর্থ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সৎপথে জীবন যাপন করবেন তাহলে আপনি প্রকৃত সুখী ব্যক্তি হতে পারবেন।

সততা মানুষকে বড় মনের করে তোলে সে মানুষের উপকার করতে পারার মাঝেই নিজের আনন্দ সুখ খুঁজে পায় কারণ যে ব্যক্তি পরোপকারী সে সবসময় নিজের কথা না ভেবে অন্যের উপকারে নিজেকে উৎসর্গ করতে ভালোবাসে সৎ ব্যক্তি কখনো অন্যের অর্থ সম্পদ দিকের লোভ করে না সে অন্যের উপকারিতা তার একমাত্র লক্ষ্য।

যেসব ব্যক্তিগণ অসৎ ভাবে জীবন যাপন করে সমাজে তাদের কেউই পছন্দ করেনা তাদেরকে সকলে ঘৃণা করে কারণ অসৎ ব্যক্তিগণ এরা সমাজের কীট পতঙ্গের মত অপরপক্ষে সৎ ব্যক্তিদেরকে মানুষ শ্রদ্ধা করে এবং ভালোবাসে কারণ সৎ ব্যক্তিগণ তারা সমাজে সম্মানিত এবং সমাজের মানুষের কাছে তারা শ্রেষ্ঠ।
যেসব ব্যক্তিগণ ব্যবসা পরিচালনা করে থাকেন তারা বেশি মুনাফা ও অর্জন করার জন্য সব সময় ওজনে কম দিয়ে থাকে এবং মানুষের সাথে ধোঁকাবাজি করে থাকে এসব ব্যক্তিগণ এরা মনে করে আমরা অনেক বেশি লাভবান হলাম কিন্তু আসলে এরা কখনো প্রকৃত লাভবান হতে পারে না যারা মানুষকে ঠকায় এবং ওজনে কম দেয় বা দুর্নীতিগ্রস্ত ভাবে ব্যবসা পরিচালনা করে থাকে এরা সাময়িকভাবেসুখ লাভ করলেও এরা প্রকৃত সুখ কখনো লাভ করতে পারে না কারণ সৃষ্টিকর্তা কখনো শুধু ব্যবসায়ীদেরকে বা অসাধারণ লোকদেরকে কখনো পছন্দ করেনা এবং এদেরকে অর্থ সম্পদের মালিক করলেও এদেরকে মনের কাছ থেকে সবসময় ছোট করে রাখে।

আমরা কখনো অসৎ পথ অবলম্বন করে জীবনে অল্প সময়ে ধনী হতে যাবো না কারণ অর্থ আর লোভ কখনো মানুষকে প্রকৃত সুখী করতে পারে না।

আজ এই পর্যন্তই বন্ধুরা আমরা সকলে সুন্দর চরিত্রের অধিকারী হব আমরা অসাধভাবে জীবন যাপন করবো না এবং অন্যের উপকারে নিজেদেরকে বিলিয়ে দেয়ার মাঝেই প্রকৃত সুখ নিহিত।

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  


** Your post has been upvoted (1.30 %) **