আসলাম আলাইকুম
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আলৃলাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি যে বিষয়টা নিয়ে আসলাম সেটি হলো আমার সারাদিনের কাজকর্ম। তাহলে চলুন বন্ধুরা সেটা দেখে নেওয়া যাকঃ
সারাদিনের কাজকর্মঃ
⬇️
আজকে সকালবেলা ঘুম থেকে একটু লেট করেই উঠলাম। কারণ কালকে অনেক রাত করে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠেই ব্রাশটা নিয়ে বাইরে গেলাম। এরপর সকালের বাতাশটা একটু অনুভব করলাম। কারণ সকালবেলার আবহাওয়াটা অনেক ভালো লাগে। তাই সেটা অনুভব করার পর বাসায় চলে আসলাম। একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম।এরপর মা ডাক দিলো নাস্তা করার জন্য। তাই নাস্তা করার জন্য রুমে চলে গেলাম।
লোকেশন
সেখানে গিয়ে দেখি আজকে নাস্তা সেমাই আর তার সাথে কিছুটা মুড়ি। তবে মিষ্টি জাতীয় জিনিস আমাকে খেয়ে ভালো লাগে না। তাই শুধু একটু খেয়ে নিজের রুমে চলে আসলাম। এরপর একটু ভাই ফোন দিলো খেলা দেখতে যাওয়ার জন্য। তারপর ঠিকে ১১ টার ওইদিকে চলে গেলাম ফুলবাড়ি মাঠে খেলা দেখতে সেখানে গিয়ে আমাদের দুইটা বেজে গেল। আর সেখানে গিয়ে সবাইকে অনেক খিদা লাগলো তাই সেখানে একটা মসজিদে গিয়ে সবাই ফ্রেশ হয়ে আসলাম। এরপর মাঠটাকে সবাই মিলে দেখতে থাকলাম । তবে বড় ভাইয়েরা অন্য দিকে আর আমরা দুইজন এইদিকে।
লোকেশন
সেখানে অনেক সময় নিয়ে ঘুরাঘুরি করলাম।এরপর হঠাৎ করেই আকাশের দিকে দেখলাম অন্ধকার করে আসছে। মনে হয় বৃষ্টি আসবে। আমাদের এইসব কথা শেষ হতে না হতেই আকাশের প্রচুর পরিমানে পানি আসলো। তাই আমরা ছোট একটি দোকানো লুকিয়ে থাকলাম। তবুও আমাদের শরীল ভিজে গেল।আকাশের প্রচুর পরিমাণ পানিতে অনেক ভালো লাগতেছিলো।
লোকেশন
তাই সেটাকে পরবতীতে অনুভব করার জন্য কিছু ছবি তুলে নিলাম।
এরপর সেখানে প্রায় একঘন্টার মতো পানি হওয়ার পর এ পানি থামলো। তারপী কমিনিটির সব লোক মাঠ ঠিক করার জন্য চলে গেল। তবে মাঠটি তাদের ঠিক করতে হয় নেই। বালু মাটির কারণে মাঠে থাকা সব পানি চলে গেছে। এরপর সেখানে শুরু হলো খেলা। প্রায় অনেক সময় ধরো খেলা দেখলাম।
তবে খেলা দেখার সময় বাদাম না খেলে মনটায় ভালো থাকে না।
লোকেশন
তাই আমরা সবাই মিলে কিছু বাদাম নিলাম। বাদাম খাওয়া অবস্থায় ছবিটা তুলেছিলাম। এরপর সেখানেই আমাদের সন্ধ্যা হয়ে গেল। তাই সেখানে থেকে বাসা আসার জন্য রওনা দিলাম। বাসা এসে পৌছালাম ঠিক ৯ টার ওই দিকে। এসেই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর রাতের খাওয়া করে ঘুমাতে গেলাম। শরীলটা ক্লান্ত এর কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।