We were in charge of the management of the event.

in blurt •  3 years ago 

IMG_20211222_125914.jpg

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে বৌভাত অনুষ্ঠানে কিছু কথা শেয়ার করতে চাই কারণ আমাদের জুগিরঘোপা গ্রামে স্কুল পারাই আমার বড় ভাই পাড়া প্রতিবেশী হিসেবে আমাদের দাওয়াত দিয়েছিল আমরা সেই দাওয়াতে আমি ও আমার বন্ধুরা মিলে প্রায় 20 জন মানুষকে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু সেখানে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা ভালো কিছু তাকে সারপ্রাইজ দিব কিন্তু তার আগেই সে আমাদের একটি সারপ্রাইজ দিল যে তোরা আমার বিয়েতে যাবি এবং বৌভাতের দাওয়াত এ তোরা অংশগ্রহণ করবে আবার সে আমাদের একটি কঠোর সিদ্ধান্ত সহকারে বলল যে তোদের বৌভাতে কিছু লোকের ম্যানেজমেন্ট এর দায়িত্ব দেওয়া হবে তোরা বীর্য ছেলেরা এই ম্যানেজমেন্ট গুলো পালন করবে যারা কুটুম্বিতা দাওয়াতে অংশগ্রহণ করবে তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা আমাদের করা লাগবে যার কারণে আমরা একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম কারন আমার চিন্তা-ভাবনা একটাই ছিল যে আমরা সবাই বেশি বয়স না আমরা কি পারবো মন্ডল মানুষের দাঁতের মতো খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে কিন্তু কিছু করার নেই আমাদের বড় ভাই হিসেবে সে যখন আমাদের বলল যে আমার বৌভাত অনুষ্ঠানে তোরা সবাই ম্যানেজমেন্ট এর দায়িত্ব পালন করবে তার কথা আমরা ফেলতে পারেনি আমরা খুব কষ্ট সহকারে আজকে এই ম্যানেজমেন্টের দিনটা ভালো ভাবে কাজ করে পালন করেছি আমরা তাঁর কাছে অনেক প্রশংসার পাত্র হয়েছি কারণ সে আমাদের বললো যে তোদের কারণে আজ আমার এই বৌভাত অনুষ্ঠান এর দায়িত্ব উঠে গেছে আমরা তার কাছে হাজার শুকরিয়া করে যে তার মতন একটি ভাল ছেলে সেজন্য খুব ভালো হবে তার বউকে নিয়ে তার প্রথম বিবাহবার্ষিকী জীবনটা ভালো ভাবে শুরু করতে পারে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে একজন ভালো ছেলে সে গত সাত বছর মালয়েশিয়া প্রবাসী ছিল সে বাড়িতে এসে বিয়ে করার চিন্তাভাবনা করল সে আমাদের মাঝে থেকে বলেছিল যে আমার বিয়েতে আমি সবাইকে নিয়ে ধুমধাম করে বিয়ে করবো আর এই আশা পূরণ করেছে সে গতকাল তার গতকাল বিয়ে হয়েছে আর আজ ছিল তার বৌভাত অনুষ্ঠান তো যাই হোক আজ এই পর্যন্তই আমার বড় ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই.

Translation:

Assalamu alaikum how are you all I hope you are all well I am also very good in your prayers I want to share some words with you today on the occasion of Bauvat because we have school in Jugirghopa village My elder brother invited us as neighbors We and my friends in that invitation We went to invite about 20 people but we thought we would give him something nice but before that he gave us a surprise that you will go to my wedding and you will participate in the invitation of Bauvath again he told us with a strong decision that You will be given the responsibility of managing some people in your bauva. You semen boys will take care of these managements. We will have to take care of the food and drink of those who will participate in the kinship feast, which made us a little worried because What can we do? Khan told us that all of you will be in charge of the management at my Bauvat event. We could not say that we have done a very good job in this management day today. We are very grateful to him because he told us that because of you We are thankful to him that a good boy like him will be very good for him. His first marriage anniversary with his wife can start well. You will all pray for him. He is a good boy. He has been living in Malaysia for the last seven years. He came home and thought of getting married. He said from among us that in my marriage I will get married with pomp and circumstance and he fulfilled this hope. He got married yesterday and today was his wedding ceremony. You will all be blessed and all will be well.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (2.13 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote