- Babul Hossain, a farmer of Bararo Pani village of Nirbaskhola union of Jhikargacha upazila of Jessore, has succeeded in cultivating Ajwa sweet dates in Saudi Arabia. He is 50 years old. Four years ago, he was inspired to grow these dates after seeing the Saudi Ajwa date palm cultivation method on YouTube. Later, farmer Babul Hossain procured some Saudi ripe Ajwa dates from a close relative. He experimentally planted date palm seeds in his two bigha land. As the trees survived, Babul Hossain began to dream of commercial cultivation of Saudi dates on his land. At present, he has planted more than five hundred palm trees on two bigha land at a cost of five lakh taka. A few trees have already started bearing fruit. The price of one date palm tree has increased to one lakh taka to the palm traders. Farmer Babul Hossain said, first watch Saudi palm cultivation method on YouTube. After that, through a close relative of mine who is a Saudi expatriate, I collected some Saudi Ajwa dates and experimentally planted the seeds.
সৌদি আরবের আজওয়া সুমিষ্ট খেজুর চাষ করে সফল হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বেড়ারো পানি গ্রামের কৃষক বাবুল হোসেন।ওনার বয়স ৫০ বছর। চার বছর আগে ইউটিউবে সৌদির আজওয়া খেজুর চাষ পদ্ধতি দেখে এই খেজুর চাষে উদ্বুদ্ধ হন তিনি। পরে কৃষক বাবুল হোসেন এক নিকট আত্মীয়ের কাছ থেকে কিছুসংখ্যক সৌদির পাকা আজওয়া খেজুর সংগ্রহ করেন। পরীক্ষামূলকভাবে খেজুরের বীজ নিজের দুই বিঘা জমিতে রোপণ করেন। গাছ বেঁচে যাওয়ায় নিজের জমিতে সৌদির খেজুরের বাণিজ্যিক চাষের স্বপ্ন দেখতে শুরু করেন বাবুল হোসেন। বর্তমানে তিনি দুই বিঘা জমিতে পাঁচ লাখ টাকা খরচ করে পাঁচ শতাধিক খেজুর গাছ রোপণ করেছেন। ইতিমধ্যে কয়েকটি গাছে ফল আসতেও শুরু করেছে। খেজুরের ব্যবসায়ীদের কাছে ফলন ধরা এক একটি খেজুর গাছের দাম উঠেছে এক লাখ টাকা করে। কৃষক বাবুল হোসেন জানান, প্রথমে ইউটিউবে সৌদির খেজুর চাষ পদ্ধতি দেখি। এরপর সৌদি প্রবাসী আমার এক নিকট আত্মীয়ের মাধ্যমে সৌদির কিছু আজওয়া খেজুর সংগ্রহ করে বীজ পরীক্ষামূলকভাবে রোপণ করি।
After seeing the date palm seedlings growing, I planted more than four hundred seeds. Babul Hossain said that a buyer from Dhaka had already come and told the price of a big tree at 100,000 taka. But I will not sell, I will produce and cultivate dates here commercially.
Here more people of the village will get employment. Banks or NGOs do not want to give loans for trees. Therefore, if the concerned agriculture department comes forward and helps, it is possible to cultivate Saudi dates extensively in Jessore soil. He claimed that the pollination of Ajwa palm trees should be done by the Agriculture Department, but the Agriculture Department did not do so, thus he had to pollinate the trees at the risk of death. Ashraful Alam, a resident of Navaran, said that he came to see the cultivation of Ajwa dates in the neighboring upazila. Actually, Jessore district is a palm tree district. It is possible to grow Saudi dates in this district if the concerned agricultural officials support and stand by the farmers. Apart from this, there is a possibility of large yield of Saudi ajwa dates in Jessore soil if the unemployed youths of the village are inclined towards this cultivation. If this cultivation starts on a large scale, employment will also be created for a class of people in the village.
এরপর খেজুর গাছের চারা বড় হতে দেখে পরবর্তীতে আমি আরও চারশতাধিক বীজ রোপণ করি। বাবুল হোসেন বলেন, ইতিমধ্যে ঢাকা থেকে একজন ক্রেতা এসে বড় গাছের দাম এক লাখ টাকা বলে গেছেন। তবে আমি বিক্রি করবো না, আমি এখানে খেজুর উৎপাদন ও বাণিজ্যিকভাবে চাষ করবো।
এখানে গ্রামের আরও লোকের কর্মসংস্থান হবে। ব্যাংক বা এনজিও গাছের জন্য লোন দিতে চায় না। সেজন্য সংশ্লিষ্ট কৃষি বিভাগ যদি এগিয়ে এসে সহায়তা করে তবে যশোরের মাটিতে সৌদি খেজুরের ব্যাপক চাষ করা সম্ভব। তিনি দাবি করেন আজওয়া খেজুর গাছের পরাগায়ণ কৃষি বিভাগের থেকে করার কথা, তবে কৃষি বিভাগ তা করেনি, ফলে গাছের মৃত্যুর ঝুঁকি নিয়ে তাকেই পরাগায়ণ করতে হচ্ছে। নাভারণের বাসিন্দা আশরাফুল আলম বলেন, পার্শ্ববর্তী উপজেলায় আজওয়া খেজুরের চাষ হচ্ছে শুনে দেখতে এসেছি। আসলে যশোর জেলা খেজুর গাছের জেলা। এ জেলায় সৌদির খেজুর চাষ করা সম্ভব যদি সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা সহায়তা করেন এবং কৃষকদের পাশে থাকেন। এ ছাড়া গ্রামের বেকার যুবকেরা এ চাষে ঝুঁকলে যশোরের মাটিতে সৌদির আজওয়া খেজুরের ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে। এই চাষ ব্যাপক হারে শুরু হলে গ্রামের এক শ্রেণির মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে।In this regard, Jhikargacha Upazila Agricultural Extension Officer Abdullah Al-Mamun said, already our senior officials have visited Babul Hossain's Ajwa date palm garden. We are trying to get him full cooperation. The matter has been graphically conveyed to our senior officers of the Agriculture Department. Seeing Babul Hossain, many dream of commercial cultivation of Saudi dates in Jessore soil. However, if banks, NGOs, and related agriculture departments intervene with loans in this sector, palm cultivation will play a major role in the country's economy, according to those involved in the agriculture sector.Actually, Jessore district is a palm tree district. It is possible to grow Saudi dates in this district if the concerned agricultural officials support and stand by the farmers. Apart from this, there is a possibility of large yield of Saudi ajwa dates in Jessore soil if the unemployed youths of the village are inclined towards this cultivation. If this cultivation starts on a large scale, employment will also be created for a class of people in the village.
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার আব্দুল্লাহ আল- মামুন বলেন, ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাবুল হোসেনের আজওয়া খেজুরের বাগান পরিদর্শন করেছেন। আমরা তাকে সার্বিক সহোযোগিতা করার জন্য চেষ্টা করছি। বিষয়টি সচিত্রভাবে আমাদের কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বাবুল হোসেনের দেখাদেখি অনেকেই স্বপ্ন বুনছেন যশোরের মাটিতে সৌদি খেজুরের বাণিজ্যিক চাষ করার। তবে ব্যাংক এনজিও এ খাতে লোন দিয়ে এবং সংশ্লিষ্ট কৃষি বিভাগ হস্তক্ষেপ করলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে এ খেজুর চাষ, এমনটাই মনে করছেন কৃষি খাতে জড়িতরা। এবছর বাবুল প্রায় ৩ হাজার সৌদি আজওয়া খেজুরের বীজ রোপণ করে চারা তৈরির চেষ্টা করছেন। তিনি জানান, প্রতিটি চারা খেজুর গাছের দাম ধরা হচ্ছে ৩শ’ টাকা। এদিকে যশোরের বাঘারপাড়া ও মণিরামপুরেও পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে সৌদি খেজুরের।
- The most famous Ajwa date of Saudi Arabia is now being cultivated in Bangladesh. Apart from this, Mariam date palm cultivation is getting a huge response. Cultivation of this fruit in the country seems unrealistic to many, but it is being cultivated in some districts. News staff reporters and own correspondents.
সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত আজওয়া খেজুর এখন বাংলাদেশে চাষ হচ্ছে। এ ছাড়া মরিয়ম খেজুর চাষেও মিলছে ব্যাপক সাড়া। দেশে এই ফলের চাষ অনেকের কাছে অবাস্তব মনে হলেও তা কয়েকটি জেলায় চাষ হচ্ছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
ঝিনাইদহ সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত আজওয়া খেজুর চাষ করে সফলতা পেয়েছেন কালীগঞ্জের যুবক মোস্তাক আহমেদ লাবলু। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করা শিক্ষিত যুবক লাভলু কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামে বসবাস করেন।এরপর বিভিন্ন কৃষি ফার্মে এই চারা খোঁজ করতে থাকেন, কিন্তু কোথাও পাননি। এরপর সিদ্ধান্ত নেন নিজেই সৌদি আরব থেকে বীজ সংগ্রহ করে নিজেই চারা তৈরি করবেন। এরপর ২০১৭ সালে সৌদি আরবে অবস্থানরত রানা নামে তার এক আত্মীয়ের মাধ্যমে ২৫টি আজওয়া খেজুরের বীজ সংগ্রহ করেন। প্রথম পর্যায়ে তিনি ১৯টি চারা তৈরি করেন, কিন্তু ১২টি চারা বাঁচে। বাকি সাতটি মারা যায়। এরপর ২০১৮ সালে আবার সৌদি আরব থেকে আজওয়া খেজুরের বীজ সংগ্রহ করেন। সেখান থেকে তিনি ১০০টি চারা উৎপাদন করেন।সব মিলিয়ে তিনি প্রায় ১২৫টি চারা উৎপাদন করেন। এরপর তিনি কালীগঞ্জ উপজেলার পাতিবিলা ও চাচড়া গ্রামের মাঠের একটি পুকুর পাড়ে ‘মোস্তাক অ্যান্ড মোস্তাফিজ আজওয়া খেজুর বাগান প্রজেক্ট’ নামে খেজুরের চারা তৈরির কাজ শুরু করেন। রাস্তার পাশের জমি এবং পুকুর পাড়ে গাছগুলো লাগানো হয়েছে।
নওগাঁ ॥ খেজুর মধ্যপ্রাচ্য ছাড়াও উত্তর আফ্রিকার দেশগুলোতে চাষ হয়ে থাকে। তবে বাংলাদেশে এই ফলের চাষ অনেকের কাছে অবাস্তব। কিন্তু এই অবাস্তবকে বাস্তবে পরিণত করেছেন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বিলকৃষ্ণপুর ধোপাপাড়া গ্রামের আব্দুল মজিদ। জানা গেছে, আব্দুল মজিদ প্রায় ২০ বছর সৌদি প্রবাসী ছিলেন। সেখানে থাকা আবস্থায় ইউটিউবে খেজুর চাষের ভিডিও দেখে বাংলাদেশে এটি চাষে উদ্বুদ্ধ হন। প্রায় তিন বছর আগে দেশে আসার সময় সেখান থেকে মরিয়ম ও আজওয়া জাতের খেজুরবীজ নিয়ে আসেন।সেই বীজ দিয়ে ৩০ শতাংশ জমিতে রোপণ করেন খেজুর গাছ। বর্তমানে তার বাগানে ৭০টি গাছ রয়েছে। বাগান ঘুরে দেখা যায়, ৩০ শতাংশ জমিতে শতাধিক সারি সারি খেজুর গাছ। প্রতিটি গাছ প্রায় ছয়-সাত ফুট লম্বা। ইতোমধ্যে কয়েকটি গাছে ফলও আসতে শুরু করেছে।গাছ বেঁচে যাওয়ায় নিজের জমিতে সৌদির খেজুরের বাণিজ্যিক চাষের স্বপ্ন দেখতে শুরু করেন বাবুল হোসেন। পরবর্তীতে পরীক্ষামূলক চাষের পরিধিও বাড়ান। বর্তমানে লিজ নেওয়া দুই বিঘা জমিতে পাঁচ লাখ টাকা খরচ করে পাঁচ শতাধিক খেজুর গাছ রোপণ করেছেন তিনি। ইতোমধ্যে কয়েকটি গাছে ফলও আসতে শুরু করেছে।
Malina in Mohun Bagan with three assistants, there is also a real verdict, 'The past must be forgotten...', daughter Sarah unfollowed Jesus! Symbol of French tradition 'Olympic frieze', recognize the mascot of Paris, the center is alarmed by the attack on Trump, all states have been ordered to increase security in the hall of the Legislative Assembly. Speaker says 'unintended'
Dhiman Roy, Katwa: Many people know the dates of Saudi Arabia as the best quality dates in the world. Currently, a large amount of dates are being imported from Saudi Arabia. It is natural that even the best things will cost more. A farmer in Katwa has set up a date garden with the aim of producing quality dates of Saudi Arabia. A farmer named Gopal Mandal has developed a plantation of Arabian palm trees on his two bigha land on the outskirts of Katwa city. Some trees have already started bearing fruit. Some trees have flowers. Gopalbabu claims that Megjul, Ajwa dates will grow in this garden. Dates that are imported from Saudi Arabia. This time, the best quality dates can be found in Katowa. The dates of the sandy country of Saudi Arabia have a world-class name. At present, in our country also in the states of Gujarat, Rajasthan, etc., dates of Saudi Arabia are being cultivated. It is known that many people in other states have started profitable palm cultivation by bringing seeds or saplings from Gujarat. Good quality dates command considerable prices in the market. Dates are also in demand due to their nutritional value.
তিন সহকারী নিয়ে মোহনবাগানে মলিনা, থাকছেন বাস্তব রায়ও 'অতীত ভুলতে হবে...', যিশুকে আনফলো করলেন মেয়ে সারা! ফরাসি ঐতিহ্যের প্রতীক 'অলিম্পিক ফ্রাইজ', চিনে নিন প্যারিসের ম্যাসকটকে ট্রাম্পের উপরে হামলায় শঙ্কিত কেন্দ্র, সব রাজ্যকে দের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ বিধানসভার অলিন্দে শুভেন্দু-তপন অশান্তি! 'অনভিপ্রেত' বলছেন স্পিকার
ধীমান রায়, কাটোয়া: বিশ্বের উৎকৃষ্ট মানের খেজুর বলতে অনেকেই জানেন সৌদি আরবের খেজুর। বর্তমানে সৌদি আরব থেকে প্রচুর পরিমানে খেজুর এদেশেও আমদানি হচ্ছে। সেরা জিনিসের দামও চড়া হবে সেটাই স্বাভাবিক। সৌদি আরবের মানের খেজুর ফলানোর লক্ষ্যে খেজুর বাগান করেছেন কাটোয়ার এক কৃষক। কাটোয়া শহরের উপকন্ঠে অজয় নদের ধারে নিজের বিঘা দুয়েক জমিতে আরবের খেজুর গাছের বাগান তৈরি করেছেন গোপাল মণ্ডল নামে এক কৃষক। ইতিমধ্যে কিছু গাছে ফল ধরতে শুরু করেছে। কিছু গাছে ফুল এসেছে। মেগজুল, আজওয়া প্রজাতির খেজুর এই বাগানে ফলবে বলে দাবি গোপালবাবুর। যে খেজুর সৌদি আরব থেকে আমদানি করা হয়। এবার কাটোয়ার বুকেই পাওয়া যাবে ওই উৎকৃষ্ট মানের খেজুর।বালুভূমির দেশ সৌদি আরবের খেজুর ছর বিশ্বজোড়া নাম আছে। বর্তমানে আমাদের দেশেও গুজরাট, রাজস্থান প্রভৃতি রাজ্যে সৌদি আরবের প্রজাতির খেজুরের চাষ হচ্ছে। জানা যায় অন্যান্য রাজ্যেও অনেকেই গুজরাট থেকে বীজ বা চারা আনিয়ে লাভজনক খেজুর চাষ শুরু করেছেন। উৎকৃষ্ট মানের খেজুরের বাজারে যথেষ্ট দাম আছে। পুষ্টিগুনের কারণে খেজুরের চাহিদাও রয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের হাজরাপুর কলোনির বাসিন্দা গোপাল মণ্ডল বিকল্প চাষ হিসাবে খেজুর বাগান করেছেন। গোপাল বাবু ভারত সঞ্চার নিগম লিমিটেড সংস্থায় চাকরি করতেন। ২০১৭ সালে অবসর নিয়েছেন। তাঁর বরাবরই চাষের প্রতি ঝোঁক। কাটোয়া শহরের উপকন্ঠে অজয় নদের বাঁধের নীচে সাড়ে ছ’ বিঘা জমি রয়েছে তার । তার মধ্যে দু’ বিঘা জমিতে খেজুর বাগান করেছেন।গোপালবাবু জানান দেড় বছর আগে দুবাই ও বাংলাদেশ থেকে সৌদি আরবের ‘আজওয়া’ ও ‘মেগজুল’ প্রজাতির বীজ তিনি আনিয়েছিলেন। জমিতে জৈব সার দিয়ে খেজুর চাষের উপযোগী মাটি তৈরি করেন। কুড়ি ফুট তফাতে গর্ত তৈরি করে বীজ রোপন করেন৷সেখানে দিব্যি গাজ জন্মেছে। কয়েকটি গাছে ইতিমধ্যে ফল ও ফুল ধরেছে। তবে গোপালবাবু এখনই ফলের আশা করছেন না। কারণ তিনি জানিয়েছেন সৌদি আরবের মতোই সুস্বাদু খেজুর ফলতে অন্তত পাঁচ থেকে ছ’ বছর সময় লাগে ।
Gopalbabu said that he has spent one and a half lakh rupees so far to bring seeds and build a palm garden. Gopal Babu said, "I originally decided to grow dates in Saudi Arabia after watching YouTube. Saudi Arabian dates are now being cultivated in Bangladesh as well. So it is not difficult to grow Arabian date palm in fertile silt mixed soil in our state. My tree is already bearing fruit.
গোপালবাবু জানান বীজ আনিয়ে খেজুর বাগান তৈরি করতে তার এযাবৎ দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। গোপাল বাবু বলেন,” আমি মূলত ইউটিউব দেখেই সৌদি আরবের খেজুর চাষ করতে মনস্থ করি। বাংলাদেশেও এখন সৌদি আরবের খেজুর চাষ হচ্ছে। তাই আমাদের রাজ্যে উর্বর পলি মিশ্রিত মাটিতে আরবের খেজুর ফলানো এমন কিছু কঠিন নয়। আমার গাছে ইতিমধ্যেই ফলও ধরেছে।