Why is the desert of Saudi Arabia covered in green?

in blurt •  3 months ago 

IMG_20240726_074930_032.jpg

  • Assalamu Alaikum how are you all? Hope everyone is well. I am very grateful for your prayers. Today I am going to share with you some rare sightings in Makkah, Madinah and Jeddah, Saudi Arabia. Let's begin.
    আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন।আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি।আমি আজ আপনাদের মাঝে সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দায় মিলছে বিরল দৃশ্য সেই সম্পর্কে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি।চলুন শুরু করা যাক।
    IMG_20240724_170145_940.jpg
    A rare sight is seen in Mecca, Medina and Jeddah of Saudi Arabia. Vast areas of the desert are covered with vegetation. The satellite images showed a green mass across the vast hills.

There has been heavy rain in Saudi Arabia since December last year. Which lasted till the first week of January this year. And because of this rain, the gray mountains of the desert in the eastern part of the country have turned green. Desert hills are covered with green trees, grass and foliage. And this scene.

IMG_20240726_074922_278.jpg

How the gray desert and mountains are covered in green, that picture is captured in the satellite image. The difference in changes over a short period of time is also quite obvious.

The green color of the dry desert of Saudi Arabia has caused quite a stir on social media. This rare sight has created wonder among many. Locals are also enjoying this change in nature. Analysts call the phenomenon of vegetation growing over a wide area historic and rare. He said that such a change in the desert region is due to the effect of global climate change.

Saudi Arabia has been experiencing heavy rains since December last year. The continuous rains of this month have caused flooding in some areas and the roads have also sunk. Such rains are rare in the country.

Many say, as a result of such rainfall, plants have grown in the vast deserts of the western part of Arabia. But for several years, the Saudi government has been taking various initiatives to green the desert. Saudi Arabia has undertaken this huge plan to plant trees to combat climate change.

According to sources, according to the decision taken early last year, one thousand crore trees will be planted across the country to reduce carbon emissions and keep soil erosion at a tolerable level. Riyadh wants to meet this target by 2030. Besides, another 4 thousand crore trees will be planted in other countries of the Arab world under the Middle East Green Initiative.

Even attempts are being made to artificially increase the fertility of sandy soils, with various methods of planting in many places.

Other countries in Arabia, including Saudi Arabia, have very little water supply due to the predominance of deserts. Saudi Arabia, like other Arab countries, is operating a number of plants to desalinate seawater to make it potable to meet water demand due to scarce sources.

A large portion of fuel oil and gas consumption in Saudi Arabia is in the power sector and water desalination projects.

IMG_20240726_074947_611.jpg

সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দায় দেখা মিলছে বিরল দৃশ্যের। মরুভূমির বিশাল অঞ্চল ছেয়ে গেছে গাছপালায়। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, বিস্তীর্ণ পাহাড়-পর্বতজুড়ে সবুজের সমারোহ।

গত বছরের ডিসেম্বর থেকে প্রবল বৃষ্টিপাত হয়েছে সৌদি আরবে। যা চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল। আর এ বৃষ্টির কারণে দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির ধূসর পাহাড়গুলো সবুজ হয়ে গেছে। সবুজ গাছ, ঘাস ও লতাপাতায় ছেয়ে গেছে মরুর পাহাড়। আর এই দৃশ্য স্পষ্ট দেখা গেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট থেকেও।

২০২১ সালের শেষ দিকেও বৃষ্টিপাত হয়েছিল। কিন্ত ২০২২ সালের শেষ দিকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা অন্য বছরের তুলনায় বেশি ছিল বলে জানিয়েছে আবহাওয়াভিত্তিক সংবাদমাধ্যম আরাবিয়াওয়েদার।

আরাবিয়াওয়েদার আরও জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চল অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় একটু উষ্ণ। এই উষ্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাতের কারণে পাহাড় ছেদ করে বেরিয়ে এসেছে সবুজ গাছপালা।

মরু অঞ্চলের এমন পরিবর্তনকে ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা। স্থানীয়রাও বেশ উপভোগ করছেন সবুজ মরভূমি। খবর রিসার্চ গেট ও ওয়েদার ডটকমের।

মরুভূমির ধুসর রঙ বদলে গেছে সবুজে। সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দার বেশকিছু অঞ্চল ছেয়ে গেছে গাছপালায়। ধূ-ধূ বালুর রাজ্যের এই অভূতপূর্ব পরিবর্তন টের পাওয়া যাচ্ছে মহাশূন্য থেকেও।

কীভাবে ধূসর মরুভূমি আর পাহাড়-পর্বত ঢেকে গেছে সবুজের সমারোহে, সেই ছবি ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে। অল্প সময়ের ব্যবধানে পরিবর্তনের সেই পার্থক্যটাও বেশ স্পষ্ট।

সৌদি আরবের শুষ্ক মরুভূমির সবুজ রঙ বদলে যাওয়া বেশ আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমে। বিরল এই দৃশ্য বিস্ময়ের জন্ম দিয়েছে অনেকের মাঝে। স্থানীয়রাও উপভোগ করছেন প্রকৃতির এই পরিবর্তন। বিস্তীর্ণ জায়গাজুড়ে গাছাপালা জন্মানোর ঘটনাকে ঐতিহাসিক ও বিরল বলছেন বিশ্লেষকরা। জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রভাবেই মরু অঞ্চলের এমন পরিবর্তন।

গেল বছরের ডিসেম্বর থেকেই দফায় দফায় ভারি বৃষ্টিপাত হচ্ছে সৌদিতে। চলতি মাসের টানা বৃষ্টিতে কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে বন্যার, তলিয়ে গেছে সড়কও। দেশটিতে এমন বৃষ্টির ঘটনা বিরল।

অনেকেই বলছেন, এমন বর্ষণের ফলেই আরবের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে জন্ম নিয়েছে গাছপালা। তবে বেশকয়েক বছর ধরেই, মরুভূমিতে সবুজায়নের নানা উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছ লাগানোর বিশাল এই পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব।

সূত্র মতে, গত বছরের শুরুর দিকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নিঃসরণ কমানো, ভূমির ক্ষয় সহনীয় পর্যায়ে রাখতে দেশজুড়ে লাগানো হবে এক হাজার কোটি গাছ। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় রিয়াদ। পাশাপাশি ‘মিডলইস্ট গ্রিন ইনিশিয়েটিভ’ বা মধ্যপ্রাচ্য সবুজায়ন প্রকল্পের আওতায় আরব বিশ্বের অন্য দেশগুলোতে আরও ৪ হাজার কোটি গাছ লাগানো হবে।

এমনকি কৃত্রিম পদ্ধতিতে বালুকণা-যুক্ত মাটির উর্বরতা বাড়ানোর চেষ্টা চলছে, অনেক জায়গায় বিভিন্ন পদ্ধতিতে গাছপালাও লাগানো হচ্ছে।

সৌদি আরবসহ আরবের অন্য দেশগুলোতে মরুভূমির প্রাধান্য থাকায় পানির জোগান খুবই কম। উৎস কম থাকায় পানির চাহিদা মেটাতে আরবের অন্য দেশগুলোর মতো সৌদি আরবও সমুদ্রের পানিকে লবণমুক্ত করে পানযোগ্য করতে বেশ কয়েকটি প্ল্যান্ট পরিচালনা করছে

সৌদি আরবে জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহারের বড় অংশই হয় বিদ্যুৎ খাত এবং পানি লবণমুক্ত করার প্রকল্পে।

IMG_20240724_170157_748.jpg

  • The Arabian Desert, also known as the "Green Desert", is a desert region located in the Arabian Peninsula. This area is known as the Sahara desert and its subsurface is extremely unattractive and has been given the name Kushirma meaning Brijbhoomi. The altitude of this area is quite high and it is somewhat difficult to provide human services due to high winds and low rainfall.

  • The former way of life in this natural habitat was too simple and unfeeling for a former expatriate to live in it. However, the Sahara desert has managed to grow through an extensive monogamous and abbreviated mating cycle, resulting in this natural green.

  • The Sahara desert is a beautiful and unique natural environment, and it has a lot of natural biodiversity. This area needs to be preserved and protected, as it is an invaluable resource of the earth.

  • আরব মরুভূমি, যা অর্থাৎ "গ্রীন ডেজার্ট" হলো একটি বৃজভূমি অঞ্চল, যা আরব প্রদেশে অবস্থিত। এই এলাকাটি সাহারা মরু নামে পরিচিত এবং তার উপভূখনতে অত্যন্ত অরুচিকর এবং কুশির্ম মানে বৃজভূমির বৃজ দেওয়া হয়েছে। এই এলাকাটির উচ্চতা বেশ বেশি এবং বাতাসের বৃদ্ধি এবং কমপরিমাণে বৃজনে কারণে এখানে মানবীয় বাসনা প্রদান করা কিছুটা কঠিন।

  • এই প্রাকৃতিক আবস্য এলাকাটির সাবেক জীবনধারাই ছিল খুবই সাধারণ এবং অনুভবহীন, তাতে একটি সাবেক প্রবাসী আবাস করতে সমর্থ ছিল না। তবে, সাহারা মরুভূমি একটি পরিয়াপ্ত সম্রাট এবং সংক্ষেপ স্বামীত্বে প্রাণীবোধন সঞ্চালন করে যে বৃদ্ধি করতে ব্যবস্থা করেছে, যে ফলে এখন এই প্রাকৃতিক সবুজ উদ্ভুত হয়েছে।

  • সাহারা মরু একটি সুন্দর এবং অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ, এবং এখানে প্রচুর প্রাকৃতিক জীববৈচিত্র্য আছে। এই এলাকাটি আবশ্যিক সংরক্ষিত এবং সুরক্ষিত থাকতে দরকার, কারণ এটি পৃথিবীর একটি অমূল্য সম্পদ।

IMG_20240726_074937_950.jpg

  • The mountains of the city of Makkah in the desert country of Saudi Arabia are green. The scene has gone viral in a video that has recently gone viral on social media. It shows that the mountainous areas surrounding the holy land of Mecca have turned green beyond the usual dryness. Filled with grass and plants. This rare sight of the mountain also caught the attention of the official Twitter account of the city of Makkah. This picture and video of green nature has made noise not only in Saudi, but in the entire Muslim world. The New Arab. The Saudis have also expressed the hope of preserving this new nature in the territory. A Twitter user thinks this new nature is a blessing from the creator. Ahmed Al-Asad, another Twitter user, thanked the great creator for the arrival of greenery in the uncultivable land. According to the Saudi Press Agency, residents of the region are enjoying the wonderful weather with their families by holding barbecues and other activities in the city's parks and forests. The western and central parts of the Bay Area have been at increased risk of inundation due to recent heavy rains and flooding. Cristiano Ronaldo was due to join the Al-Nassr FC team earlier this week but was delayed after heavy rain caused a fault in the stadium's electrical connection.
  • মরুভূমির দেশ সৌদি আরবের মক্কা নগরীর পাহাড়গুলো সবুজ রং ধারণ করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সে দৃশ্য ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়-পবিত্র ভূমি মক্কাকে ঘিরে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে তা স্বাভাবিক শুষ্কতা ছাড়িয়ে সবুজ হয়ে উঠেছে। ঘাস-গাছপালায় ভরে গেছে। পাহাড়ের এই বিরল দৃশ্য মক্কা নগরীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেরও নজর কেড়েছে। সবুজ প্রকৃতির এ ছবি আর ভিডিও শুধু সৌদিতে নয়, শোরগোল তুলেছে সমগ্র মুসলিম বিশ্বেই। দ্য নিউ আরব। ভূখণ্ডে নতুন এই প্রকৃতি সংরক্ষণের আশাবাদও ব্যক্ত করেছেন সৌদিরা। নতুন এই প্রকৃতি সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে মনে করেন এক টুইটার ব্যবহারকারী। চাষের অযোগ্য ভূমিতে সবুজের আগমন হওয়ায় মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান অন্য এক টুইটার ব্যবহারকারী আহমেদ আল-আসাদ। সৌদি প্রেস এজেন্সির মতে, এই অঞ্চলের বাসিন্দারা তাদের পরিবারসহ নগরীর বিভিন্ন পার্ক ও বনাঞ্চলে বারবিকিউর আয়োজনসহ অন্যান্য বিভিন্ন কর্মযজ্ঞ পালনের মাধ্যমে চমৎকার এই আবহাওয়া উপভোগ করছেন। উপসাগরীয় রাজ্যের পশ্চিম ও মধ্যভাগ সম্প্রতি ভারি বৃষ্টিপাত ও বন্যার দরুন তলিয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এই সপ্তাহের শুরুতে আল-নাসার এফসি টিমে যোগদানের কথা থাকলেও প্রবল বৃষ্টিপাত স্টেডিয়ামের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি সৃষ্টি করায় তা বিলম্বিত হয়েছে।

IMG_20240726_074956_359.jpg

  • There has been heavy rain in Saudi Arabia since December last year. Which lasted till the first week of January this year. And because of this rain, the gray mountains of the desert in the eastern part of the country have turned green. Desert hills are covered with green trees, grass and foliage. And this scene has been clearly seen from the NASA satellite of the United States space research agency. But for several years, the Saudi government has been taking various initiatives to green the desert. Saudi Arabia has undertaken this huge plan to plant trees to combat climate change.
    গত বছরের ডিসেম্বর থেকে প্রবল বৃষ্টিপাত হয়েছে সৌদি আরবে। যা চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল। আর এ বৃষ্টির কারণে দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির ধূসর পাহাড়গুলো সবুজ হয়ে গেছে। সবুজ গাছ, ঘাস ও লতাপাতায় ছেয়ে গেছে মরুর পাহাড়। আর এই দৃশ্য স্পষ্ট দেখা গেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট থেকেও।অনেকেই বলছেন, এমন বর্ষণের ফলেই আরবের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে জন্ম নিয়েছে গাছপালা। তবে বেশকয়েক বছর ধরেই, মরুভূমিতে সবুজায়নের নানা উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছ লাগানোর বিশাল এই পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!