আপনি কি কসমেটিক ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে চান ? তাহলে এ আর্টিকেলটা আপনার জন্য।
অনেকে লেখা-পড়া শিখার পরেও আপনি চাকরি খুঁজে পাচ্ছেন না, বারবার চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে আপনার চকারি মিলছে না।
মন খারাপও কিছু নেই। আপনার মতো এমন সমস্যা বর্তমান সময়ে হাজারো যুবকের। সুতরাং, হীনমন্যতায় না ভুগে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন।
সমাজের চিত্র পরিলক্ষণ করে তার থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করুন। বর্তমান সময়ে আপনার মতো হাজারো যুবক মিথ্যা চাকরির আশা না করে বিভিন্ন ব্যবসার মাধ্যমে নিজের জীবন কে প্রতিষ্ঠিত করেছে।
Do you want to know about cosmetic business ideas? Then this article is for you.
Even after learning how to read and write, many of you are unable to find a job, repeatedly interviewing for a job.
No worries. Thousands of young people are facing the same problem as you. So, try to stand up without suffering from inferiority complex.
Observe the image of the society and learn from it and implement it in your life. Nowadays, thousands of youths like you have established their lives through various businesses without expecting a false job.
আর এজন্য আপনি কসমেটিকস ব্যবসা কে বেছে নিতে পারেন। কারণ, বর্তমান বাজারে কসমেটিকস ব্যবসার চাহিদা অনেক বেশি।
মানুষ সৌন্দর্যের পাগল। বর্তমান সময়ে মানুষের মাঝে সৌন্দর্যের প্রতিযোগিতা লিপ্ত হয়েছে।
নিজের সৌন্দর্য কিভাবে অন্যের থেকে বাড়ানো যায়, সব সময় মানুষ এই চিন্তা ভাবনা করে। বিশেষ করে আমাদের সমাজের মহিলারা এই বিষয়ে খুব বেশি সিরিয়াস।
তারা পরষ্পরে সৌন্দর্যের কারণে গর্ব ও করে থাকে। আর বর্তমান মানুষের সৌন্দর্যের পিছনে একটা বড় ভূমিকা রাখে কসমেটিকস সংযুক্ত জিনিসপত্র।
বর্তমান মেয়েরা প্রতিনিয়ত নিত্য নতুন কসমেটিকস জিনিসপত্র ক্রয় করে থাকে। সুতরাং আপনি কসমেটিকস ব্যবসা শুরু করে আপনার জীবনের সফলতার সিঁড়িতে দ্রুত উঠতে পারেন। কারণ, কসমেটিকস ব্যবসার চাহিদা বাজারে খুব বেশি।
তাই আজ আমি আপনাদের সুবিধার্থে কসমেটিক ব্যবসার আইডিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।
পাশাপাশি ব্যবসা করার জন্য কি কি সুক্ষ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সে বিষয়গুলো আলোচনা করব।
অতএব কসমেটিকস ব্যবসায় সফলতা অর্জনের জন্য এই আর্টিকেলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আপনাকে পড়তে হবে।
যেহেতু কসমেটিক পণ্যের বাজারে চাহিদা বেশি এজন্য কসমেটিক ব্যবসা একটি লাভজনক ব্যবসা হতে পারে। তবে, সব ব্যবসায় লাভবান হওয়ার জন্য কিছু মূলনীতি অনুসরণ করতে হয়।
And that's why you can choose cosmetics business. Because, in the current market, the demand for cosmetics business is very high.
People are crazy about beauty. Nowadays, there is a beauty competition among people.
How to increase one's beauty from others, people always think this thought. Especially women in our society are very serious about this.
They are proud of each other's beauty. And cosmetics related accessories play a big role behind the beauty of today's people.
Today's girls are constantly buying new cosmetics. So you can quickly climb the ladder of success in your life by starting a cosmetics business. Because, the demand of cosmetics business is very high in the market.
So today I will discuss in detail about cosmetic business ideas for your convenience.
I will also discuss the things that should be paid attention to in order to do business.
So to achieve success in cosmetics business you need to read this article carefully till the end.
Since the demand for cosmetic products is high in the market, cosmetic business can be a profitable business. However, in order to be profitable in all businesses, certain principles must be followed.
আমি নিচে কসমেটিক ব্যবসায় দ্রুত লাভবান হওয়ার কিছু মূলনীতি উল্লেখ করছি।
*পূর্ব পরিকল্পনা
*মূলধন
*কসমেটিকস ব্যবসার বিভিন্ন প্রকার
*কসমেটিকস মালামালের তালিকা
*জায়গা নির্ধারণ করা
*কাস্টমার নির্বাচন করা
*কাস্টমারদের সাথে সদাচরণ করা
*এতক্ষণ সংক্ষিপ্ত আলোচনা করলাম । এখন *কসমেটিক ব্যবসার আইডিয়া বিস্তারিত আলোচনা করব ।
পূর্ব পরিকল্পনা
যে কোন ব্যবসা শুরু করতে হলে আপনাকে ঐ ব্যবসার পূর্ব পরিকল্পনা অরা জরুরি । অনেকে দেখা যায় হঠাৎ করে কোন পূর্ব পরিকল্পনা ছাড়াই ব্যবসা শুরু করেন।
কিছু দিন ভালো চললেও দেখা যায় পরবর্তীতে তারা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়। কেননা, ব্যবসায় সফল হতে হলে পূর্ব পরিকল্পনা আবশ্যক।
যেমন ধরুন, আপনি কসমেটিকস ব্যবসা শুরু করবেন। তাহলে আপনাকে কসমেটিকস জিনিসপত্র সম্পর্কে পূর্ব ধারণা রাখতে হবে।
কোন সময়ে কোন কসমেটিকস জিনিসের চাহিদা বেশি হয়। অথবা কসমেটিকসটি কিভাবে ব্যবহার করলে বেশি উপকৃত হওয়া যায়।
এই সব ধারণা আপনার পূর্বে থাকলে তখন আপনি কাস্টমার কে কসমেটিকস পণ্য সম্পর্কে বুঝাতে পারবেন।
আর তখন আপনার কাস্টমার ও ক্রয় বেশি হবে। সুতরাং আপনাকে কসমেটিকস ব্যবসা শুরু করার আগে পূর্ব পরিকল্পনা করতে হবে।
২, মূলধন
আপনার ব্যবসার লাভ নির্ভর করে আপনার ব্যবসার মুলধনের উপর। কারণ, বেশি বিক্রি হলে বেশি লাভ হবে।
আর বেশি বিক্রির জন্য দরকার বেশি পণ্য। আপনার দোকানে পণ্য বেশি থাকলে কাস্টমার বেশি হবে।
সুতরাং সব মিলিয়ে আপনার ব্যবসা লাভবান হতে হলে মুলধনের প্রতি একটু বেশি খেয়াল রাখতে হবে।
এক্ষেত্রে আপনার যদি নগদ টাকা বেশি না থাকে তাহলে আপনি বিভিন্ন ব্যাংক থেকে বিজনেস লোন উঠাতে পারেন।
৩, কসমেটিকস ব্যবসার বিভিন্ন প্রকার
বর্তমান বাজারে কয়েক ধরনের কসমেটিকস ব্যবসা চলছে। আপনি কসমেটিকস ব্যবসার সেই ধরণগুলো নিচে তুলে সে সম্পর্কে আইডিয়া ও দিয়ে দিবো। সুতরাং আপনাকে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে।
*ডিলারশিপ
*খুচরা মালামাল বিক্রি
- ডিলারশিপ: ডিলারশিপের ব্যবসা করতে হলে আপনার একটু বেশি পরিমাণে মূলধনের প্রয়োজন।তবে, এই ডিলারশিপের ব্যবসা করতে পারলে আপনি লাভটা ও পরিমাণে বেশিই পাবেন। ডিলারশিপ ব্যবসা করার নিয়ম হলো, আপনি বড় কোন একটি কসমেটিকস উৎপাদন কারখানার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
এবং তাদের থেকে মালামাল নিয়ে বিভিন্ন কসমেটিকস খুচরা ব্যবসায়ীদের দোকানে কসমেটিকস পণ্যগুলো পৌঁছাতে হবে। এই ব্যবসা করতে পারলে আপনি দ্রুত লাভবান হবেন।
- খুচরা মালামাল বিক্রি: আপনার যদি মূলধন কম হয়, তাহলে আপনি কসমেটিকস মালামাল খুচরা বিক্রি করতে পারেন।
বর্তমান বাজারে কসমেটিকস খুচরা মালামালের চাহিদা অনেক বেশি। আপনি এই কসমেটিকস খুচরা মালামাল বিক্রি করার একটা দোকান ভাড়া নিয়ে শুরু করতে পারেন।
আবার যদি আপনি দোকান ভাড়া না নিয়ে কসমেটিকস ব্যবসার পাশাপাশি অন্যান্য কাজ ও করতে চান, তাহলে আপনি তাও করতে পারবেন।
যেমন আপনি স্বাভাবিক ভাবে অন্য কাজ করেন, তখন আপনি পার্ট টাইম হিসেবে কসমেটিকস ব্যবসা করতে পারবেন।
সেক্ষেত্রে আপনি প্রতি শুক্রবার মসজিদের সামনে কসমেটিকস মালামাল নিয়ে বসতে পারেন।
অথবা বিভিন্ন ধর্মীয় অথবা বিধর্মীয় অনুষ্ঠানে যেমন – মাহফিল বা সভা অথবা বিভিন্ন পূজার অনুষ্ঠানে,ইত্যাদি অনুষ্ঠানে আপনি কসমেটিকস মালামাল নিয়ে বসতে পারেন।
উপরোক্ত দুইভাবে আপনি কসমেটিকস খুচরা ব্যবসা করতে পারেন। আর এই সব ক্ষেত্রে চাহিদা অনেক বেশি।
Below I mention some principles of quick profit in cosmetics business.
*preplanned
*Capital
*Different types of cosmetics business
*List of cosmetics goods
*determine the location
*Select customer
*Behaving well with customers
*I discussed briefly so far. Now I will discuss cosmetic business ideas in detail.
#Prior planning
If you want to start any business, you need to plan the business in advance. Many people start business suddenly without any prior planning.
Some days go well but later they face loss in business. Because, to be successful in business, prior planning is necessary.
For example, you start a cosmetics business. Then you need to have preconceived notions about cosmetics.
At some point in time the demand for cosmetics is high. Or how to use cosmetics to get more benefits.
If you have all these concepts before you, then you can explain the cosmetics product to the customer.
And then your customers and purchases will be more. So you need to plan ahead before starting a cosmetics business.
Capital
Profitability of your business depends on your business capital. Because, if you sell more, you will get more profit.
And more products are needed for more sales. The more products you have in your store, the more customers you will have.
So all in all, if you want your business to be profitable, you need to pay more attention to capital.
In this case, if you do not have much cash then you can take business loan from different banks.
Different types of cosmetics business
There are several types of cosmetics business in the current market. I am going to list down those types of cosmetics business and give you ideas about them. So you should read the article till the end.
*dealership
*Retail sale of goods
- Dealership: To run a dealership business you need a little more capital.However, if you do business with this dealership, you will get more profit and volume. The rule of doing dealership business is that you have to contract with a major cosmetics manufacturing plant.
And the cosmetics products have to reach the stores of various cosmetics retailers by taking the goods from them. If you can do this business you will get profit fast.
- Retailing: If you have less capital, you can retail cosmetics.
Cosmetics retail goods are in high demand in the current market. You can start by renting a shop selling these cosmetics retail items.
Also if you want to do other things besides cosmetics business without renting a shop, then you can do that too.
As you normally do other jobs, you can run a cosmetics business part time.
In that case, you can sit in front of the mosque every Friday with cosmetics.
Or in different religious or non-religious events like – Mahfil or Sabha or different puja events, etc. you can sit with cosmetics goods.
You can do cosmetics retail business in above two ways. And in all these fields the demand is very high.
আপনার ব্যবসা সফলতা অর্জন করতে সবচেয়ে বেশি উপকারী হবে আপনার ব্যবসার জায়গা নির্ধারণ করা।
কারণ, ব্যবসার উন্নতির জন্য কাস্টমার বেশি দরকার। আর কাস্টমার বেশি পেতে হলে আপনাকে জায়গাটা ভালোভাবে দেখেশুনে নির্বাচন করতে হবে।
অর্থাৎ, যেখানে মানুষের আনাগোনা বেশি হয়, মানুষ যেখানে প্রায় সময় ঘুরতে যায়। এই বিষয়টি মাথায় রূখে আপনাকে ব্যবসার জন্য জায়গা নির্ধারণ করতে হবে।
সেক্ষেত্রে আপনি মসজিদ, বাজার, স্কুল, কলেজের সামনে অথবা বিভিন্ন পার্কের সামনে কসমেটিকস খুচরা মালামালের ব্যবসা করতে পারেন।
সুতরাং ব্যবসায় লাভবান হতে চাইলে জায়গা নির্ধারণের ব্যপারে খুব সচেতন হওয়া । প্রয়োজনে অভিজ্ঞদের সাথে পরামর্শ করতে পারেন।
কথায় বলে , কাস্টমার হলো ব্যবসার লক্ষী। সুতরাং, তাদের সাথে সব সময় ভালোবাসা সুলভ আচরণ করা।
কেনাকাটার সময় দরদাম নিয়ে একটু কথা কাটাকাটি হতেই পারে। তবে, সেক্ষেত্রে আপনাকে নমনীয়তা অবলম্বন করতে হবে।
এবং কাস্টমার কে বারবার জিনিস সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। কেননা, ব্যবহারে বংশের পরিচয়।
সুতরাং, আপনার আচরণই আপনার কাস্টমার বাড়াবে। আর যদি আপনি কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করেন। তাহলে আপনার কাস্টমার দিন দিন কমে যাবে।
আর কাস্টমার বেশি হলে আপনার ব্যবসা দ্রুত সফলতার দিকে এগিয়ে যাবে। সুতরাং, সব সময় কাস্টমারদের সাথে হাঁসি মুখে কথা বলবেন।
Determining your business location will be most beneficial to your business success.
Because, customers are needed more for business development. And to get more customers, you have to choose the place carefully.
That is, where there is a lot of traffic, where people often go for a walk. With this in mind, you need to determine the location for the business.
In that case you can do cosmetics retail business in front of mosque, market, school, college or in front of different parks.
So if you want to be profitable in business, be very aware of the location. If necessary, you can consult with experts.
Targeting customers is a great technique to profit from in business. You need to notice which type of customer traffic is more in your store. Accordingly you have to pick up the cosmetics goods in the shop.In other words, the customer is the target of the business. So, treat them lovingly at all times.
There may be a little haggling over the price while shopping. However, you have to be flexible in that case.
And the customer has to explain things well again and again. Because, the identity of the clan in use.
So, your behavior will increase your customers. And if you misbehave with customers. Then your customers will decrease day by day.
And if the customer is more, your business will move towards success faster. So, always talk to customers with a smile.