আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে তামাক চাষের পদ্ধতি শেয়ার করব চলুন শুরু করা যাক...
অর্থনীতির দিক থেকেও তামাক একটি অদ্ভুত এবং ক্ষতিকর পণ্য। তামাক ব্যবহারের কারণে প্রতি বছর ১ লাখ ২৬ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করে। অকালে মৃত্যুবরণ একটি পরিবারে আর্থিক, সামাজিকভাবে দুর্দশা বয়ে আনে। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ চিকিৎসা ব্যয় ও উৎপাদনশীলতা ক্ষতি ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। এদিকে তামাক কোম্পানিগুলো বছরে তামাকপণ্য বিক্রি করে কোটি কোটি টাকা আয় ও মুনাফা করতে পারে। তারা সরকারকে ২২ হাজার ৮১০ কোটি টাকা রাজস্ব দেয়। এই পরিমাণ রাজস্ব আর অন্য কোনো খাত থেকে জাতীয় রাজস্ব বোর্ড এককভাবে পায় না, ফলে তারা মনে করাতে চায় তামাক কোম্পানি সরকারের অনেক উপকার করছে। কিন্তু সহজ হিসাবেই দেখা যাচ্ছে সরকারের আয় ও ব্যয়ের মধ্যে ৭ হাজার ৭৫০ কোটি টাকা ঘাটতি আছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণের জন্য কাজ করে, কারণ তার ওপর খরচের চাপ পড়ছে, অন্যদিকে অর্থ মন্ত্রণালয় শুধু রাজস্ব বোর্ডের দিকে চেয়ে থাকে—কত টাকা উঠল। এ দোটানার মধ্যে এখনো রাজস্ব বোর্ড এগিয়ে আছে এবং তামাক কোম্পানি বিড়ি-সিগারেটের এমনকি জর্দার দামও যেন না বাড়ায়, তার জন্য ক্রমাগতভাবে তাদের কাছে তদবির করতে থাকে। তামাক কোম্পানি শুধু রাজস্ব দিয়ে সন্তুষ্ট করে না, তারা অন্যান্য পন্থাও অবলম্বন করে, যেমন কর্মকর্তাদের সরাসরি সুযোগ-সুবিধা প্রদান। উদ্দেশ্য, নীতিনির্ধারণে হস্তক্ষেপ করা। এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ঘটছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের একটি ধারা ৫.৩-এ আছে, যেখানে স্বাক্ষরকারী দেশগুলো যেন কোনোভাবেই তামাক কোম্পানির হস্তক্ষেপের খপ্পরে না পড়ে, তার বিরুদ্ধে প্রতিরোধের উপায় দেয়া আছে।
তামাক নিয়ন্ত্রণের কথা আলোচনা হলেই একটি কথা সবাই বলেন, সেটা হচ্ছে তামাক ব্যবহার নিয়ন্ত্রণ করলেই হবে না, তামাক চাষ নিয়ন্ত্রণ করতে হবে। তামাক পাতার চাষ বাংলাদেশে হচ্ছে দীর্ঘ ৪০-৫০ বছর ধরে। এরই মধ্যে এর ক্ষতির দিক নিয়ে অনেক গবেষণা হয়েছে। তামাক পাতা এবং এ গাছের বিভিন্ন অংশ দিয়ে তামাকপণ্য তৈরি হয়। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি এবং ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল এখন পর্যন্ত বড় দুটি কোম্পানি, সঙ্গে কিছু দেশী কোম্পানি বাংলাদেশে তামাক চাষ নিয়ন্ত্রণ করছে।
Translation:
Assalamu alaikum how are you all I hope everyone is well I am also very good in your prayers I will share the method of tobacco cultivation among you today let's start ...
Tobacco is also a strange and harmful product economically. Every year 1 lakh 26 thousand people die prematurely due to tobacco use. Premature death brings financial and social misery to a family. The amount of economic loss is medical expenses and productivity loss is 30 thousand 560 crore rupees. Tobacco companies, meanwhile, can make billions of dollars a year by selling tobacco products. They give revenue of Tk 22,610 crore to the government. This amount of revenue is not received by the National Board of Revenue alone from any other sector, so they want to remind that tobacco companies are doing a lot of good to the government. But it is easy to see that there is a deficit of Tk 8,650 crore between the revenue and expenditure of the government. The government's health ministry works to control tobacco because it is under pressure to spend, while the finance ministry only looks to the revenue board to see how much money has been raised. The Board of Revenue is still in the forefront of this dilemma and the tobacco companies are constantly lobbying them not to increase the price of bidi-cigarettes or even jordan. Tobacco companies are not only satisfied with the revenue, they also resort to other means, such as providing direct benefits to the officials. Purpose, to interfere in policy making. This is happening not only in Bangladesh but all over the world. That is why Article 5.3 of the World Health Organization's Framework Convention on Tobacco Control contains provisions to prevent signatory countries from interfering with tobacco companies in any way.
When it comes to tobacco control, one thing everyone says is that tobacco use needs to be controlled, not just tobacco cultivation. Tobacco cultivation has been going on in Bangladesh for 40-50 years. In the meantime, a lot of research has been done on the damage. Tobacco products are made from tobacco leaves and various parts of this tree. The British American Tobacco Company and Philip Morris International are two big companies so far, with some local companies controlling tobacco cultivation in Bangladesh.
** Your post has been upvoted (1.58 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote