পুরো গ্রুপ দেখি সরব!!
কেউ রিয়াদের অবসর চাইতেছে, কেউ তামিমের ও(সংখ্যায় কম)!!
কেউ আবার অতি আবেগে মুশির ও অবসর চায়!
এদিকে মাশরাফি তো একটা ভালো শেষ করতে পারলোনা, যেটা তার প্রাপ্য ছিলো। আর একটা ম্যাচ/ সিরিজ সে খেললে কোনো ক্ষতি হতো না হয়তো, কিন্তু বিসিবি নিজেদের সমালোচনা এড়াতেই তাকে নিলো না। হ্যা, মানছি তার ফিটনেস নাই। তারপরও একটা সিরিজ তার বিদায়ের জন্য নিতেই পারতো।
আমার তো মাঝে মাঝে মনে হয়, সবার কপালে এমনটাই হবে হয়তো! তাহলে জানবেন আমরা নামে মাত্র ক্রিকেটপ্রেমী।
কেনো? কারন একসময় ছিলো যখন আমরা ফুটবলপ্রিয় জনতা ছিলাম তা থেকে আমাদের এই ক্রিকেটপ্রিয় হয়ে ওঠার গল্পে এদের সবার অবদান রয়েছে।
আরে ভাই, রিপ্লেসমেন্ট না খুজেই যদি চালার নিচ থেকে খুঁটি সরিয়ে নেন তাহলে ঘরের কি দষা হবে ভেবেছেন কি?
সমালোচনা হবেই। তার মানে কি শুধু ই অবসর?
এদের অবসরে কাকে আনবেন? লিখে রাখেন তাদের সাথেও আপনাদের এই একই বুলি থাকবে... মান সম্মানের সাথে অবসরে যান!!
এর চেয়ে বেশি বয়ষিরাও খেলে চলছে। আপনি বলবেন যে তাদের ফিটনেস দেখেন। তাহলে আমি বলবো আপনি বাংলাদেশের প্রাক্ষাপট দেখেন। কজন আছে পাইপলাইনে যাদের উপর এদের চেয়ে বেশি ভরসা করা যায়?
এখন তো দেখি যারাই আসে, দুই ম্যাচ ভালো খেলে আগে বিয়েটা পাকাপোক্ত করে নেয়!
হ্যা তরুনরা আসবে পুরনোদের জয় করবে। তাদের জয়ে আমরা পুরনোদের ভুলবো। কিন্তু এই অযাচিত উপায়ে ভলে যাওয়া কাম্য নয়।
যখন খেলোয়াড় পাড়ায় রিপ্লেসমেন্ট ছিলোনা তখন মাশরাফির সঙ্গী ছিলো সার্জারি! হ্যা যখন রিপ্লেসমেন্ট ছিলোনা তখন মুশি ই ছিলো উইকেটের পিছনের হাঁক ডাক ওয়ালা! যখন রিপ্লেসমেন্ট ছিলো না তখন ফিনিসার ছিলো মাহমুদউল্লাহ!
এখন ম্যাশ এর জায়গায় অনেক ম্যাশ, মুশির জায়গায় তিন, চার মুশি, রিয়াদের জায়গায় তো কম এলো গেলো না!! আর সাকিবকে আপনাদের অবসরে পাঠানো লাগবেনা সে নিজেই চলে যেতে চায়। তারউপর যখন এরাই বলে আমি আর খেলবোনা তখন এরা আবেগী! আপনারা তো বড় আবেগবিহীন বিবেচনা করে অবসর চান!
দিনশেষে আমাদের দলে কেউ ধারাবাহিক নয়, যদি কেউ থেকে থাকে তাহলে এরাই, কিছু আধা পুরনো ইয়াংস্টার ও আছে!
একটা ভালো শেষ তাদের প্রাপ্য, দয়া করে হলেও তাদের তা দিন। তারা এখনো অন্যদের তুলনায় ভালো খেলে। তাদের একটা ভালো শেষ প্রয়োজন, বড্ড প্রয়োজন। প্রমানস্বরুপ যে আমরা অকৃতজ্ঞ নই!
#পঞ্চপান্ডব