স্বাধীনতার মাসে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের ৮ এর গল্প আজ ৮ তারিখে হয়ে যাক.....
👉সাকিব তার খেলা ৮ নম্বর ওয়ানডেতে ব্যাট করে নাই।
👉৮ নম্বর ওয়ানডে ইনিংসে করেন ২৮ বলে ৩৬ রান।
👉ওয়ানডেতে সাকিব ৩ বার ৮ রানে আউট হয়েছেন।
👉আগস্ট মাস অর্থাৎ বছরের ৮ নম্বর মাসে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।
👉৮ নম্বর ওয়ানডেতে সাকিব ১০ ওভার বল করে ৩১ রানে ২ উইকেট নেন, ঐ ম্যাচে মাসাকাদজাকে আউট করে সে তার ক্যারিয়ারের ৮ম উইকেট শিকার করে।
👉সাকিবের ৮ ম টেস্টে সাকিব ৪৯ রান করেন, ৮ম টেস্ট ইনিংসে করেন ৩০ রান।
👉টেস্টে সাকিব ৪ বার ৮ রানে আউট হন।
👉৮ম টেস্টে সাকিব মোট ১ টি উইকেট শিকার করেন। টেস্টে তার ৮ম শিকার জ্যাকব ওরাম।
👉৮ম টি-টোয়েন্টিতে সাকিব ৩ বলে ৪ রান করে রান আউট হন।
👉টি-টোয়েন্টিতে সাকিব ৩ বার ৮ রান করেছেন আর ৪ বার ৮ বল খেলেছেন। কাকতালীয় ভাবে সে তার ৮৮ নম্বর টি-টোয়েন্টি ম্যাচে ৮ বলে ৮ রান করে আউট হন।কাকতালীয় ভাবে ম্যাচটিও ছিলো ৮ তারিখে।
👉সাকিব শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে ৮ টি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।
👉টি-টোয়েন্টিতে সাকিবের ৮ম শিকার পাকিস্তানের ইউনিস খান। তার ৮ম টি-টোয়েন্টিতে সে ৩ ওভার বল করে ২১ রান দিয়ে ২ উইকেট নেন।
সাকিব আল হাসানের মতো আজকের ৮ তারিখে আপনার দিন গুলো সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্স এর মতো রঙ্গিন হয়ে থাকুক।