আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি আপনার দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে পুকুর বুঝিয়ে বসতভিটা তৈরি করার কিছু কথা প্রতিবাদে শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করা যাক আমি মেহেরপুর জেলায় একটি ছোট্ট গ্রামে বসবাস করি আমার গ্রামের নাম জুগিরগোফা আর এই গ্রামে প্রচুর পরিমাণে পুকুর রয়েছে কিন্তু আমাদের যে পরিমাণ জমি রয়েছে সবগুলো জমিতে পুকুর কাটা রয়েছে যার কারণে এখন আমাদের বাড়িতে হালকা ঝগড়ার কারণে আমরা এখন বাড়ি তৈরি করার জন্য এই পুকুরটি বুজিয়ে বাঁশের বেড়া দিয়ে ছোট ছোট করে লাগিয়ে দিয়েছি তারপরে আমরা মাঠে নিয়ে গিয়ে আমরা সেই জায়গাটি ভরাট করেছি আর সেই জায়গাতে আমরা এখন বসতভিটা তৈরি করেছি আমরা খুবই কষ্ট করে এখানে বহু টাকা ফুরিয়ে গেছে আমাদের এই মাটি দিয়ে এই পুকুরটি ভরাট করতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ি কিন্তু পুকুর রয়েছে আর আমরা এর প্রতিবাদ করে থাকি আমাদের গ্রাম গঞ্জে নদ-নদী খাল-বিল সবথেকে বেশি থাকে এখানে সব ধরনের জিনিস তৈরি করা যায় আমাদের এই ঝগড়ার কারণে আমাদের এই বসতভিটা লাগলো আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে এই বইটাতে থাকতে পারি এবং আপনাদের দোয়ায় সাথে সবসময় আমাদের সাথে থাকে।
Translation:
Assalamu alaikum how are you all I hope you are all well I am very good in your prayers I am going to share with you today some of the protests to build a home by explaining the pond Let's start...
I live in a small village in Meherpur district My village name is Jugirgofa There are lots of ponds in the village but all the land we have has ponds cut due to which there is a slight quarrel in our house. We have built a house in that place and now we have spent a lot of money here to fill this pond with this soil. You can see that we have a house but a pond and we are protesting against this in our village. There are so many types it's hard to say. I can stay in and always be with us with your prayers.
** Your post has been upvoted (0.91 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote