যা বলার আপনিই বলুন

in blurt •  3 years ago 

মানুষ কে আর কত বোকা বানাবে বিসিবি?
PSL এর কয়েক বছর আগে যাত্রা শুরু করেও BPL এর আজ এই করুণ অবস্থা কেনো?! টাকা পয়সা/ফান্ড এর তো কমতি ছিলো না একসময়। তাহলে কি পরিকল্পনা ও সদিচ্ছার অভাবেই এই অধঃপতন?? নাকি BCB তে রাজনীতির অনুপ্রবেশ, দূর্নীতি ও অর্থ পাচার, নেতৃত্বের অদক্ষতা, জবাবদিহিতার অভাব, মেধাবীদের অবমূল্যায়ন, সর্বোপরি একনায়কতন্ত্রের কবলে পড়ে বিপিএল তথা বাংলাদেশ ক্রিকেট আজ ধ্বংসের পথে যেমনটা কেনিয়া ও জিম্বাবুয়ের ভাগ্যে ঘটেছিলো নিকট অতীতে। অথচ বিসিবি সভাপতি পাপুন্দা হরহামেশাই বলে বেড়ান বিপিএল নাকি ক্রিকেট বিশ্বের ২য় সেরা লীগ!!! আসলে সবই ধোঁকাবাজী/চাপাবাজী, কারন বাস্তবতা কিন্তুু ভিন্ন। ক্রিকেট জ্ঞান শুন্য রাজনৈতিক কর্মী গুলো যখন সর্বোচ্চ পজিশনে চাকুরিরত থেকে দায়িত্বজ্ঞ্যানহীন ও বিভ্রান্তিকর মিথ্যা বিবৃতি দিয়ে ক্রিকেট পাগল জনতার সাথে তামাশা করেন তখন সেটা এক ধরনের ধোঁকা/প্রতারণার শামিল। খেলাধুলা সহ সর্বক্ষেত্রে ফ্যাসিবাদী মাফিয়া রাজনীতির নোংরা হস্তক্ষেপ এই জাতির জন্য এক অভিশাপ, ক্রিকেট পাগল জনতা আজ অসহায়, জিম্মি।

অপরদিকে পাকিস্তানের অর্জন আজ ঈর্ষনীয়। রাজনৈতিক ও আর্থিক অস্থিরতা কাটিয়ে দেশটি যেভাবে ক্রিকেট বিশ্বে রাজত্ব কায়েম করেছে তা থেকে আমাদের শেখা উচিত। ICC Ranking এর সেরা তিনজন খেলোয়াড় বাবর আজম, রিজওয়ান ও শাহিন আফ্রিদি পাকিস্তানের PSL এর প্রোডাক্ট। তাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট রমিজ রাজা একজন ক্রিকেটের লোক। বিপিএল যেখানে কোনো স্পন্সর পায় না সেখানে পিএসএল এ বিশ্বখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো হুমড়ি খেয়ে পড়েছে (Pepsi, HBL, Oppo Mobile, Ariel, TikTok, Red Bull, Head & Shoulder, Blitz International etc..)। পিএসএল এর প্রতিটি দলের নিজস্ব মাঠ ও স্টেডিয়াম আছে নিজ নিজ প্রদেশে/শহরে। আমাদের বিসিবি তো দায়সারাভাবে বারো মাসই এক মিরপুরের ধানক্ষেতে ম্যাচ খেলিয়ে খেলিয়ে জাতীয় দলকে ধ্বজভঙ্গ বানিয়ে বিশ্বকাপে পাঠিয়ে শোচনীয় পরাজয়ের বেইজ্জতি বরণ করে এনেছে। এই গুনধর BCB তো নিয়মিত প্রতি বছর BPL আয়োজন পর্যন্ত করতে পারেনি এমনকি এবার তো কোভিড-১৯ এর দোহাই দিয়ে DRS প্রযুক্তি, LED Stamp, মাঠের চারিদিকে Digital Advertising Side Screen, ভালো ক্যামেরা, ফাস্ট বোলারের গতি পরিমাপের মেশিন, ছক্কা'র দৈর্ঘ্য/দুরত্ব রেকর্ডিং মেশিন, উদ্বোধনী অনুষ্ঠান কিছুই দিতে পারেনি অথচ PSL পৃথিবীর সর্বাধুনিক ৩০টি HD Camera বসিয়েছে। আরো আছে Buggy Cam, Drone Camera, Spider Cam, LED Stamp, Digital Advertising Side Screen, ফাস্ট বোলারের গতি পরিমাপের মেশিন, ছক্কা'র দৈর্ঘ্য/দুরত্ব রেকর্ডিং মেশিন, ইত্যাদি। খেলা কে উত্তেজনাকর করতে রয়েছে প্রতি ছক্কায় ২০ হাজার রুপি পুরস্কার!!! পিএসএল এর গ্রাফিক্সেও আছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। জীবন্ত কিংবদন্তী "Atif Aslam" কে দিয়ে PSL Anthem Song গাওয়ানোর পর উদ্বোধনী অনুষ্ঠানেও তাকে দিয়ে স্টেজ পারফর্ম করিয়েছে, যেই উদ্বোধনী অনুষ্ঠানের স্পনসর Red Bull এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড। আমাদের বিপিএল যেখানে স্বদেশি ২ টি টিভি চ্যানেল ছাড়া পৃথিবীর আর কোনো দেশেই দেখানো হয়না সেখানে পিএসএল এর সম্প্রচার সত্ব ক্রয় করেছে পাকিস্তানের ২ টি স্যাটেলাইট চ্যানেল ছাড়াও Sky Sports, Fox Sports, Ten Sports, Super Sports, Sony Six, Willow Sports সহ বিদেশি ১৪ টা চ্যানেল। Daraz এবার PSL এর Official Live Streaming Partner. আর Tapmad হচ্ছে Official Live Streaming Partner for Australia, Mainland & Europe. এমনকি ICC এবার PSL এর Live Streaming সত্ব কিনে প্রথমবারের মতো কোনো লীগ এর সম্প্রচার করছে!!! তাই এখন PSL এর প্রতিটি বল দেখা যাবে বিশ্বের যেকোনো প্রান্তে বসে ICC TV তে Live & On Demand with payment. বিপিএল কোনো বিদেশি আম্পায়ার আনতে না পারলেও পিএসএল এ এসেছে অনেক স্বনামধন্য বিদেশি আম্পায়ার। ধারাভাষ্যকার দের লিস্ট দেখলেও চোখ কপালে উঠবেঃ ইংল্যান্ডের Nick Knight, David Gower, অস্ট্রেলিয়ার Mike Haysman, নিউজিল্যান্ডের Danny Morrison, জিম্বাবুয়ের Pommie Mbangwa সহ পাকিস্তানি কিংবদন্তী Waqar Younis, Sana Mir, Urooj Mumtaz, Marina Iqbal প্রমুখ। উপস্থাপনায় আছে অস্ট্রেলিয়ান সাবেক মিস ওয়ার্ল্ড Erin Holland ও পাকিস্তানি লাস্যময়ী Zainab Abbas যাদের আছে সোশাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ফলোয়ারস। পিসিবি তাদের পিএসএল ইভেন্ট এর প্রফিটের ৮০% সব কয়টি ফ্র্যাঞ্চাইজি কে দিয়ে বাকি মাত্র ২০% নিজেদের কোষাগারে রাখার এক যুগান্তকারী বিজনেস মডেল তৈরি করেছে যেটা PSL এর ফ্র্যাঞ্চাইজি গুলো কে আর্থিকভাবে লাভবান করে আরো বেশি বিনিয়োগে সক্ষম করবে। PSL কে আরো শক্তিশালী করার জন্য এটা বিশাল এক মাস্টারপ্ল্যান। আমাদের BPL এ তো ফ্র্যাঞ্চাইজি গুলো কে ঠকিয়ে বিসিবি তথা পাপুন্দা গ্যাং এর পকেট ভরা হয় যাতে তারা সিংগাপুরে ক্যাসিনো জুয়া খেলতে যেতে পারে প্রতি সপ্তাহে 😠😡

তারকা খেলোয়ার এর লিস্টেও PSL আমাদের BPL থেকে অনেক এগিয়ে। পিএসএল এ আছে Jason Roy, Alex Hales, Rashid Khan, Nabi, Livingston, David Willey, Benton , Rile Rossouw, Rutherford, Samit Patel, Heytmer, James Foulkner, Tim David, Chris Jordan, Imran Tahir, Munro, Ben Dunk, Ben Ducket, Carlos Brathwaite, Ben Cutting, Colin Ingram, Luke Wright, David Willey, Quinton de Kock, David Miller, Tabraiz Shamsi, Rassie Van Der Dussen সহ আরো বড় বড় নাম। দুঃখের বিষয় আমাদের বিপিএল এ যেসব আন্তর্জাতিক খেলোয়ার এসেছে তারা মুলত পিএসএল এর ড্রাফটিং থেকে বাদ পড়া অর্থাৎ পিএসএল এর কোনো দল তাদের ক্রয় করেনি এবং তাদের ক্যারিয়ার ও প্রায় শেষের দিকে। PSL এ খেলছে ২২ জন ব্রিটিশ খেলোয়াড় আর আমাদের BPL এ আসে জিম্বাবুয়ে থেকে কিছু কামলা, ওয়েষ্টইন্ডিজের কিছু কৃষক আর আফগানিস্তানের কিছু দিন-মজুর লেভেলের প্লেয়ার। গেইলের দাপট এখন শেষ, বোপারা এখন বুড়ো। আর এমনটা হবার কারনও আছেঃ পিএসএল এর ট্রফি জয়ী দলের প্রাইজ মানি যেখানে ৯ কোটি রুপি সেখানে বড়লোক (??) বিপিএল এর মাত্র ১ কোটি টাকা 😐😠

বিপিএল নিয়ে এদেশের মানুষের আগ্রহ এখন আর নেই বললেই চলে। পিএসএল এর ফেসবুক ফলোয়ারস যেখানে প্রায় ৫০ লাখ সেখানে বিপিএল এর ২০ হাজারও হয়নি!!! 😔 তাছাড়া পিএসএল এর ইন্সটাগ্রাম ফলোয়ারস সম্প্রতি ১ মিলিয়ন ছাড়িয়েছে যেখানে বিপিএল এর মাত্র ১৭ হাজার ☹️😔

লোকাল ও ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের প্রোফাইল, ক্যামেরা প্রযুক্তি, মিডিয়া ব্রডকাস্টিং, স্পন্সরশীপ, গ্ল্যামার, বিদেশি ধারাভাষ্যকার, আম্পায়ার ও উপস্থাপকদের প্রোফাইল, মার্কেটিং লেভেল, ট্রফি মুল্য ও প্রাইজ মানি সব দিক থেকেই বিপিএল কে অনেক পেছনে ফেলে আইপিএল কে ছুঁতে চলেছে পিএসএল।

অথচ এমনটা হওয়ার কথা ছিলো না। আমরা চাই বিসিবি তে দেশপ্রেমিক ও যোগ্য লোকদের দায়িত্বশীল পদে সুযোগ দেওয়া হোক যারা PSL এর মতো BPL কে ও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বানানোর সামর্থ্য রাখে। পাপুন্দা মাপুন্দা নান্নু নুন্নু এসব ক্যাসিনো জুয়াড়িদের সরিয়ে আগে ঘরটা ময়লা আবর্জনামুক্ত ও পরিস্কার করতে হবে। তারা যেই ৯০০ কোটি টাকার বড়লোকি ফুটানি দেখাইতো সেই টাকার হিসাব চাইতে হবে যে ঐ টাকা এখন কই?? নাকি ইভ্যালি'র মতো বিসিবি'র একাউন্টও একটা ফাটা কলসি?? তাছাড়া যেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বিদেশে পাচার হয়ে যায় সেই দেশের ক্রিকেট বোর্ডের ফান্ডের টাকা যে কানাডার বেগমগঞ্জে পাচার হয়নি তার নিশ্চয়তা কি?? জবাবদিহিতা, বিচার ও সুশাসনের সংস্কৃতি তৈরি করতে হবে। দফায় দফায় বিপিএল এর দলগুলোর নাম পরিবর্তন এমনকি পুরো টুর্নামেন্টের নাম পরিবর্তন/রাজনীতিকরনের মতো চুতিয়ামি ও ছোটলোকি অভ্যাস পরিহার করে বিপিএল এর মঙ্গলের জন্য এর কাঠামোগত সংস্কার করতে হবে। পাপুন্দা তো খেলাই বুঝে না (দল হারলে বলে "খেলোয়ারদের দোষ", আর দল জিতলে বলে "হাসু আপার দোয়া")!!! অযোগ্য পাপুন্দা ও তাকে মদদদাতা ও লালনকারী ফ্যাসিবাদী মাফিয়া রাজনৈতিক গ্যাং কে উচ্ছেদ করতে হবে। তা নাহলে এই ক্রিকেট নিয়েই বার বার লজ্জা পেতে হবে আমাদের।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!