অনলাইন বেটিং সম্পর্কে আমরা সকলে কম বেশি অবগত রয়েছি। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে অনলাইন বেটিং বা জুয়ার প্রতি আসক্তির প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে।
অনলাইন বেটিং করার প্রধান লক্ষ্য থাকে রাতারাতি কোটি টাকার মালিক হওয়া অন্তত আমার তো তাই মনে হয়। তবে কোটি টাকার মালিক হওয়া তো দুরের কথা সর্বস্ব হারিয়ে পথের ফকির হয়ে যাচ্ছে!
অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন তো সবার থাকে তবে সেটা সঠিক পথে অর্জন করাটাই শ্রেয়। টাকা তো অনেক ভাবে রোজগার করা যায় তবে কষ্ট করে অর্জন করলেই সেই জিনিসের মূল্য বোঝা যায়।
বিনা কষ্টের বিনিময়ে হয়ত কিছু উপায়ে টাকা রোজগার করা যায় ভাগ্যের উপর ভিত্তি করে তবে সেই অর্থের মূল্য প্রকৃতপক্ষে আমরা বুঝতে পারি না আর তাই যত দ্রুত আমরা সেই অর্থ অর্জন করি, ঠিক ততদ্রুত সেটা আমাদের হাত ছাড়া হয়ে যায়!
pexels-pavel-danilyuk-7594268.jpgSource
আমি লক্ষ্য করছি বিগত বছরখানিক যাবত আমাদের গ্রামের অধিকাংশ মানুষ যারা স্মার্টফোন ব্যবহার করে তারা অনলাইন বেটিং এ আসক্ত হয়ে গেছে। শুধুমাত্র যে কম বয়সী ছেলেরা এতে আসক্ত হয়েছে তেমন নয় বরং যাদের বয়স বেশি তারাও বেটিং এর প্রতি ঝুঁকে গেছে।
আদৌও কি এতে তাদের কোনো লাভ হচ্ছে?
এর মাধ্যমে কারো লাভ হয়েছে এমন কাউকে মনে করতে পারছি না। হয়ত সাময়িক সময়ের জন্য কিছু টাকা লাভ করলেও পরবর্তীতে সেটাও চলে যায়। আমি যতজনকে দেখেছি তারা সকলে প্রতিনিয়ত এসব সাইটে টাকা ঢুকিয়ে যাচ্ছে।
আমাদের গ্রামে এমন অনেকে রয়েছে যারা এসব সাইটে ইনভেস্ট করতে করতে নিজের সকল অর্থ হারিয়েছে এবং অন্যের কাছে অনেক টাকা ধার নিয়েছে কিন্তু এখন শোধ দিতে পারছে না। এমনকি নিজের জায়গা জমি বিক্রি করে দিয়েও সেই অর্থ এসব সাইটের পেছনে ব্যয় করছে। তবে সত্য তো এটাই যে এর থেকে কারো ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না আর হবে না!
pexels-elian-emanuel-coutinho-roehrs-204760327-18341173.jpgSource
এসব শুনে আমার - আপনার কাছে হয়ত অবিশ্বাস্য ও অকল্পনীয় মনে হতে পারে তবে এমন ঘটনা অহরহ ঘটছে। আমার প্রশ্ন হলো - তাহলে কেন সবাই বেটিং এর পিছনে এত এত টাকা নষ্ট করছে?
যারা এগুলোর পিছনে সময় দিচ্ছে বা অর্থ ব্যয় করছে তারা হয়ত নিজের ভাগ্যের পরিক্ষা নিচ্ছে এবং আশা করে বসে আছে হয়ত কোনো একদিন তারা অনেক টাকা জিতবে তবে সেই কোনোদিন আদৌও কখনও আসবে কিনা সেটা নিয়ে যথেষ্ট্য সন্দেহ আছে।
এসব অনলাইন বেটিং সাইটগুলো ফাঁদ তৈরি করেছে আমাদের জন্য। এই একবার পা দিলে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল।
বলতে পারেন এটা একটা সতর্ক মূলক পোস্ট। এই অনলাইন বেটিং বর্তমান সমাজের একটা অন্ধকার দিক। আমি জানি না আপনারা কেউ বেটিং করেন কিনা তবে এসব থেকে নিজেকে দুরে রাখার চেষ্টা করা উচিত বলে আমার মনে হয় কারন এভাবে ভাগ্যের পরিক্ষা দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখার পক্ষে আমি নই!