সাধারণ একটি কথা সবার মুখে পরিচালিত আছে সেটা হল তুমি মানুষকে সম্মান দিতে শেখো মানুষ তোমাকে সম্মান দেবে। কিছুদিন আগে আমি একটি কথা বলেছিলাম সেটি হল সম্মান বাজারে বিক্রি হয় না হলে সবাই সম্মানিত হতো। সম্মান অর্জন করতে হয় যেটা সবার পক্ষে সম্ভব হয় না। অর্থের চেয়ে সম্মানের মূল্য বেশি। কিন্তু এটা সবার বিশ্বাস করতে চায় না।
money-2033591_640.pngsource
সাধারণ পরিবারের ছেলে অথবা মেয়েরাও সম্মানিত মানুষ হিসেবে জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই পৃথিবীর বুকে অনেক দৃষ্টান্ত ব্যক্তিরা রয়েছে যারা মধ্যবিত্ত গরিব ফ্যামিলি থেকে বেড়ে উঠেছে তবে একটা সময় দেখা গিয়েছে সময়ের পরিবর্তে তারাই এই সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি হিসেবে মর্যাদা লাভ করেছে।
আমি মনে করি সম্মানিত ব্যক্তি হতে হলে মানুষের বিনয়ী ব্যবহার সত্যবাদী ও প্রখর জ্ঞান থাকলেই সে একদিন সম্মানিত ব্যক্তি হিসেবেই প্রকাশ পাবে। কিন্তু এখন এই সমাজের ইয়ং জেনারেশন সম্পূর্ণ বিপরীত টাই ভেবে থাকে সেটি হল সম্মানিত ব্যক্তি হতে হলে আপনাকে প্রচুর টাকা পয়সা অপার্জন করতে হবে যার যত সম্পদ সে ততোই জ্ঞানী।
ai-generated-9068540_640.jpgsource
এখন অধিকাংশ মানুষ অল্প পড়াশোনা করেই সে নিজেকে অনেক জ্ঞানীভাবে কেননা অল্প পড়াশোনা করেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে তার কাছে মনে হয় এই টাকায় তাকে একদিন সম্মানিত করবে । সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের দেখা মেলে যারা মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু নৈতিক জ্ঞান তাদের ভিতর আছে বলে আমার মনে হয় না।
শেষ জামানের একটি হাদিস অনেক ছোটবেলা থেকে শুনে আসছি আমি যখন সপ্তম শ্রেণীতে পড়তাম তখন আমাদের হুজুর বলেছিলেন যে শেষ জামানায়, জ্ঞানী মানুষের সংখ্যা কমতে থাকবে, ধনীরা গরীব হবে এবং গরিবরা ধীরে ধীরে ধনী হয়ে উঠবে। ঠিক এভাবেই বলা ছিল যে যাদের পায়ের জুতা কেনার টাকা ছিল না তারা বড় বড় অট্টলিকা তৈরি করবে আবার যারা অট্টলিকায় থাকতো তারা কুঁড়েঘরে থাকবে।
IMG_20240929_155029.jpg
তখন এই কথাগুলো আমার মাথায় খুব বেশি ঢুকতো না । তবে এখন কিছুটা বুঝতে পারছি যে কারা এই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। অনেকেই মনে করতে পারেন যে হয়তো বা যারা গরিব থেকে ধনী হচ্ছে এবং প্রতিষ্ঠিত হচ্ছে তাদেরকে আমি হিংসা করছি বিষয়টা এমন নয় আমি বোঝাতে চেয়েছি যে যোগ্য মানুষ যদি যোগ্য জায়গায় না থাকে তাহলে সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হয়।