অনিশ্চিত জীবন

in blurt-192372 •  23 days ago 

মৃত্যু হল চিরন্তর সত্য। জন্ম হয়েছে ।তাই মৃত্যু হবেই ।জন্ম হওয়া যতটা স্বাভাবিক ।মৃত্যু ততটাই স্বাভাবিক। সকল মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমাদের কিছুই ছিল না ।অথচ প্রতিদিনই আমরা কিছু না কিছু হারাই ।আবার নতুন কিছু হারানোর ভয়ে থাকি ।আমাদের জন্ম হয়েছে খালি হাতে ।মৃত্যু হবে খালি হাতে ।অথচ চলে যাওয়ার সময় অনেক না পাওয়ার আক্ষেপ নিয়ে যায়। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমরা জানি একদিন আমরাও মরে যাব। এই জন্যই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই। তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না। মানুষ যখন তার সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় ।আর তখনই তার প্রিয় মানুষটা হারিয়ে যায়।

images (3).jpegsource

images (4).jpegsource

hands-1838658_1280.jpg

লিংক

মানুষের কিসের এত অহংকার ।যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে ।আর শেষ হয় মৃত্তিকায় ।ভালোভাবে কাটানো দিনগুলো যেমন সুখের ঘুম নিয়ে আসে। তেমনি জীবনকে ভালোভাবে ব্যবহার করলে সুখী মৃত্যু হয়। কোন মানুষ যদি খুব ভালো একটা জীবন পেতে চাই ।কখনো তাকে ভুললে হবে না যে একদিন সে মৃত্যুবরণ করবে। মৃত্যু কি সহজ ।কি নিঃশব্দে আসে ।অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যাই। মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের সমস্ত আক্ষেপ জীবিতদের জন্য ।আমাদের মধ্যে যা বেঁচে আছে থাকবে তা হলো ভালোবাসা। মানুষ মরে গেলে পচে যায় ।বেঁচে থাকলে বদলাই কারণে অকারনে ।মৃত্যু হচ্ছে একটা শাশ্বত ব্যাপার। একে অস্বীকার করার কোন উপায় নেই আমরা যে বেঁচে আছি, এটা একটা মিরাকল।

leaf-4170406_1280.jpg

লিংক

সব মৃত্যুই কষ্টের। সুখের মৃত্যু তো কিছু নেই ।যে মানুষ মারা যাচ্ছে তার ওপর কোনো রাগ ,কোনো ঘেন্না, থাকা উচিত নয়। মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই। শেষ বিদায় নেওয়ার সময় অন্তত কোন এক মানুষকে বলে যাওয়া দরকার। নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যায় না। যাওয়া উচিত নয়। এটা হৃদয়হীন ব্যাপার। নিকৃষ্টত সেই মৃত ব্যক্তির পরিবারের মানুষগুলো যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে অথচ তা রেখে যাওয়ার ঋণ পরিশোধ করে না।

গতকাল আমার একজন প্রিয় মানুষের মৃত্যু দিয়ে শুরু হয়েছিল। ঘড়ির কাটায় তখন বাজে বেলা দুটো। দুপুরবেলায় বাড়িতে ফোন আসলো মৃত্যুর সংবাদ। উনি আমার মেজ মামির মা ।সম্পর্কে আমার দিদা হয়। গত সপ্তাহে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ মামীর সাথে ফোনে কথাও বলেছিল ।এমনকি ভিডিও কলে বোনকে দেখেছিল। মামী ও বুঝতে পারিনি এটাই তার মায়ের সাথে শেষ কথা বলা। আমি নিজেও কালকের ঘটনাতে ভীষণ শোকাহত। জীবন মৃত্যু সব কিছুই আমাদের নাগালের বাইরে। তাই ক্ষনিকের এই জীবন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!