বৃষ্টি ভেজা সকাল

in blurt-192372 •  last month 

আমরা প্রত্যেকেই জানি আষাঢ়- শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষাকাল। আমাদের জীবনে চলার পথে যেমন অনেক কিছুই পরিবর্তন হয়েছে ।তেমনি দিন দিন সব ঋতুর পরিবর্তন হয়েছে। এখন চলছে শরৎকাল। অর্থাৎ ভাদ্র মাস। এখন বলতে গেলে সারা বছরই কমবেশি বৃষ্টি হয়ে থাকে। আমাদের কৃষ্ণনগরে গত তিন দিন ধরে বৃষ্টি চলছে। তবে বৃষ্টির একটু প্রয়োজন ছিল। মাঝে এত রোদের তাপ পড়েছিল। যে মানুষকে অতিষ্ট করে তুলেছিল। কিন্তু আবার একভাবে বৃষ্টিও ভালো লাগেনা ।প্রথম দিন বৃষ্টি হয়ে থেমে গিয়েছিল ।কিন্তু গতকাল বেলা ১১ঃ৩০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি এখনো কোনো থামার নাম নেই।

IMG_20240914_103228.jpg

বৃষ্টি আমার খুবই ভালো লাগে। কিন্তু সেটা বাড়িতে বসে। বৃষ্টির সময় রাস্তায় বেরোতে আমি একদম পছন্দ করি না। আমার মত তো আর প্রত্যেকের জীবনে এইভাবে কাটে না ।প্রত্যেককে বাইরে বেরোতে হয়। রোদ, বৃষ্টিকে উপেক্ষা করে। গতকাল বৃষ্টির সাথে সাথে জোরে জোরে বাজ পড়ছিল। তবে আমাদের এখানে নয়। কিছুটা দূরে হয়তো হবে। তবে বাজ পড়লে আমার ভীষণ ভয় করে। কাল রাতে বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া ও দিচ্ছিল। গতকাল থেকেই আকাশে কালো মেঘ করে আছে। মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে ।সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর একটু বৃষ্টিটা থেমেছিল ।ভাবলাম আর হয়তো হবে না ।কিন্তু আবার খানিকক্ষণ পর বৃষ্টি শুরু হল। বৃষ্টির কারণে শশুর মশাই বাজারেও যেতে পারিনি। বৃষ্টিতে ভিজে ভিজে পাড়ায় পাড়ায় টলি করে সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছে।

images.jpeg

images (1).jpeg

IMG20240914113325.jpg

IMG_20240914_105453.jpg

বৃষ্টির কারণে ওদের ঘরে বসে থাকলে তো হবে না। ব্যবসা করে খেতে হবে। আকাশে পাখিগুলো ভিজে ভিজে বেড়াচ্ছে ।কোথাও আশ্রয় পেলেই সেইখানে আশ্রয় নিচ্ছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য। আমার বাড়ির সামনে একটা বাড়ি রয়েছে। সেই ছাদের নিচে কতগুলো পাখি আশ্রয় নিয়েছে। বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। পাখি গুলোর নাম আমার জানা নেই। এছাড়াও বাইরে পশুগুলো ভিজে ভিজে বেড়াচ্ছে। যারা সকালবেলায় উঠে গরুগুলো ছেড়ে দিয়েছে ।সেই গরুগুলো রাস্তায় ভিজে ভিজে বেড়াচ্ছে। মানুষ তো বৃষ্টি হলে ছাতা, রেনকোট এইসব ব্যবহার করে। কিন্তু পশু, পাখিদের খুবই কষ্ট হয়। তাদের কোথাও দাঁড়াবার জায়গা নেই ।তাই রাস্তায় রাস্তায় ভিজে ভিজেই বেড়াতে হচ্ছে।

IMG_20240914_105523.jpg

বৃষ্টির জন্য শহরের রাস্তাঘাট খুবই নোংরা হয়। রাস্তা দিয়ে হাঁটতে একদমই ইচ্ছে করে না। বাগানের গাছগুলো দেখে মনে হচ্ছে বৃষ্টির জল পেয়ে তারাও খানিকটা স্বস্তি পেয়েছে। কারণ আমি গাছে সেভাবে জল দেওয়ার সময় পায় না। গাছের কিছু ফুল ফুটে রয়েছে। আবার কিছু ফুল বৃষ্টির জলের ভারে পড়ে গেছে। কাল গতকাল বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে পাড়ার কিছু ছেলে মেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছিল। তাদের দেখে আমারও একটু ইচ্ছে করেছিল বৃষ্টিতে ভিজতে। কিন্তু একা একা বৃষ্টিতে ভিজে কোন মজা পাওয়া যায় না। তাদের দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ছিল।

IMG20240913120441.jpg

যাইহোক বৃষ্টি এখনো পড়ে চলেছে ।আর বৃষ্টির সাথে সাথে গাছগুলো মাথা দোলাচ্ছে। আকাশে দলে দলে পাখি উড়ে বেড়াচ্ছে। বৃষ্টি পড়লেই আমার খিচুড়ি খেতে ইচ্ছে করে। আজকে ভেবেছিলাম সকাল বেলাতেই খিচুড়ি খাব। কিন্তু শাশুড়ি মা সকাল থেকেই টিভি দেখাতে ব্যস্ত হয়ে পড়েন ।তাই আর খিচুড়ি করা হয়নি। বৃষ্টির মধ্যে ঈশা ও কাজ খুঁজে পাচ্ছেনা ।তাই ছাদে একটু উঠেছিল। আর আমিও ছাদ থেকে দুজন দুজনের সাথে একটু কথা বললাম। আবার দুজন দুজনের একটু ছবিও তুলে নিলাম। আসলে বৃষ্টির দিনে কাজ না থাকলে যা হয়। এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় সারাদিন ঘুমোতে ইচ্ছে করে। তবে আমি একটা খুব সুন্দর বৃষ্টি ভেজা সকাল উপভোগ করছি। নিম্নচাপ শুরু হয়েছে শোনা যাচ্ছে।আগামীকাল পর্যন্ত বৃষ্টি হবে। আমার মত বৃষ্টি আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন।

IMG20240914110827.jpg

আজ এইখানেই শেষ করছি। আশা করছি সকলেরই ভালো লাগবে। পরবর্তী কোন গল্প নিয়ে হাজির হব আবার আপনাদের মাঝে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!