কেননা আমি একা একা ঘুমাই এক রুমে যারা একা একা ঘুমায় তারা বোঝে ভুতের ভয় কাকে বলে। যাইহোক চিতার আগুন দাউ দাউ করে জ্বলছিল আর উপর থেকে কাঠ নিচে পড়ে যাচ্ছিল গোপাল বুঝতে পারছিল না যে কেন উপর থেকে কাঠগুলো নিচে পড়ে যাচ্ছে। গোপাল যতবার চিতার কাঠ উপরে তুলছে আর ততই পড়ে যাচ্ছে।
এক পর্যায়ে গোপালের সাথে আর একজন ছিল সে বলে উঠল যে দাদা এই কাঠ উঠানো দরকার নাই কিছু পেট্রোল আরো নিচে দিয়ে দাও তাহলে বাকি কাঠগুলো পুড়ে যাবে একবার জলা শুরু করলে ওই কাঠ আর পড়বে না তার কথামতো গোপাল আরো কিছু পেট্রোল দিল কাঠের উপরে । তারপর কাঠ পুড়তে শুরু করলো। মানুষের দেহের হাড় মাংস পুড়ে গেলেও শিরা-উপশিরাগুলো সহজে পোড়ে না কিছু অংশ অক্ষত অবস্থায় থেকে যায় সেগুলো শেষে মাটিতে পুঁতে ফেলতে হয়।
candles-1868640_1280.jpgsource
যখন ওই মারা দেহ পড়াচ্ছিল গোপাল তখন দেখতে পাই কালো কিছু ধোয়া উপরে উঠে জ্বলজ্বল করে জ্বলছে । গোপাল এই পর্যন্ত অনেক মানুষ পুড়িয়েছে কিন্তু এমন কখনো হয় নাই মানুষ পোড়ানো শেষ হয়ে গেলে তার গা হাত পা অনেকটা ভারী হয়ে গিয়েছে। এমন সময় দুইজন ছেলে আসলো গোপালের কাছে। এসে বলছে যে আমরা মাটির কলসি নিতে এসেছি আমাদেরকে এই কলস টা দেওয়া যাবে তারপর গোপাল বলল যে সমস্যা নাই নিয়ে যাও তবে আমি এখন ওখানে যেতে পারব না তোমরা একা একাই গিয়ে নিয়ে আসো। তারা দুই ভাই সেই কলসটা নিয়ে এসেছে তারপর গোপাল বাড়ির পথে রওনা দিল ।গোপালের শরীর এমন খারাপ লাগছে। যেহেঁটে বাড়ি আসতে পারছিনা গোপাল বলছে আমার কাঁধের উপরে তিন মোন ভারী বোঝা চাপিয়ে দিয়েছে এমনটাই মনে হচ্ছে।
ai-generated-8579696_1280.jpgsource
যাইহোক অনেক কষ্ট করে বাড়ি আসছিল বাড়ি ফেরার পথে দেখতে পাই বুড়ির জন্য যে খাট বানিয়েছিল সেই খাঁটি ব্যবহার করি নাই অনেক রাত হয়ে গিয়েছিল বলে গোপাল ভাবলো যে যেহেতু এই খাটটি ব্যবহার করি নাই তাই আমি বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গেলে আমি ব্যবহার করতে পারব।
খাঁটটি অনেক ভারী হওয়াতে একা একা বাড়িতে নিয়ে আসা সম্ভব হবে না তাই আশেপাশে কোন ভ্যান খুঁজছিল তবে অনেক রাত হয় হয়ে যাওয়াতেই সেখানে কোন ভ্যান গাড়ি পাই নাই। আশেপাশে কোন মানুষও ছিল না তারপর দেখতে পেল যে , সেই দুই ভাই কলস নিয়ে আসছে তারা হাটতে হাঁটতে গোপালের দিকে আসছে। তারপর তারা দুই ভাই বললো যে দাদা সমস্যা কি তখন গোপাল বলল যে এই খাঁটি বাড়িতে নিয়ে যাব তবে আশেপাশে কোন লোক পাচ্ছি না তারপর তারা দুই ভাই বললো যে সমস্যা নাই দাদা আমরা সাহায্য করছি। তারপর গোপাল বলল তোমরা ছোট মানুষ তোমরা পারবে না এই খাটটি অনেক ভারী। কিন্তু তারা দুই ভাই বলছে পারব দাদা তোমাকে হাত লাগাতে হবে না আমরা নিয়ে যাব।
ai-generated-8321180_1280.jpgsource
এই বলে তারা দুই ভাই দুই সাইট ধরে নিয়ে যেতে শুরু করলো তবে গোপাল দেখছে যে তার খাট উড়ে উড়ে বাড়িতে যাচ্ছে গোপালের মনে আরো ভয় ঢুকে গেল। গোপাল বাড়িতে যাওয়ার পরপরই মাটিতে দম করে পড়ে গেল। গোপালের বউ ঘরে থেকে বেরিয়ে এসে চোখে মুখে পানি ছিটিয়ে দেয় তারপর গোপালকে ঘরে নিয়ে যায়।