বেশিরভাগ মানুষই দেখা যায় তাদের প্রতিদিনের নিয়ম মাফিক জীবনে অনেকটা বিরক্ত। এই বিরক্তি কিছুটা কমাতে আমাদের মানসিক ভাবে চাংগা হতে হয়। এর এর যোগান আমরা এক একজন এক এক জিনিস থেকে পেয়ে থাকি। কেউ পোষা পাখি বা প্রানীর সাথে সময় পার করে নিজেকে রিফ্রেশ করে, কেউ বা মুভি দেখে বা মার্কেট করে। তবে আমার ক্ষেত্রে আমার মানসিক শক্তির যোগান আসে আমার বেলকনির ছোট্ট বাগান থেকে। যারা আমার পোস্ট পড়েন তারা এটা জানেন।
আমার বেলকনীতে আমি কিছু ক্যাকটাস রেখেছি। এই ক্যাকটাস গুলোর মধ্যে একটা প্রজাতি আছে যার নাম stapelia gigantean
যারা ক্যাক্টাস সম্পর্কে ধারণা রাখেন তাদের কাছে এই নামটা পরিচিত হতে পারেন, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কম সংখ্যক মানুষ এই গাছের সাথে পরিচিত। আমি গত ২ বছর আগে অনলাইনে একজন সেলারের কাছে থেকে বেশ কিছু সাকুলেন্ট ও ক্যাকটাসের কাটিং ও চারা কিনেছিলাম, তখন উনি একদম ছোট্ট একটা stapelia gigantean ডাল দিয়েছিলেন । আমি সেটাকে অনেক যত্ন করে ধীরে ধীরে বড় করেছি। ইন্টারনেট ঘেটে এই গাছের যত্ন কিভাবে নিতে হয় শিখেছি, কিন্তু হতাশ ছিলাম এই গাছে কোন ফুল না আসায়।
অবশেষে গত সপ্তাহে আমাকে অবাক করে দিয়ে রাতের বেলা এই গাছে ফুল ফুটলো। বারান্দায় একটা উটকো গন্ধ পেয়ে সেই গন্ধের সূত্রপাত খুজতে গিয়ে এই ফুল আবিস্কার করলাম। ফুল ফোটার প্রথম ৩০ মিনিট এই ফুল থেকে তীব্র গন্ধ বের হয়, যেটা অনেকটা পচা মাংসের মত।
20240904_204029.jpg
অনেকটা তারার মত দেখতে এই ফুলের পাপড়ি গুলোতে অসংখ্য রেশমি চুলে আবৃত। প্রথম দেখায় মনে হতে পারে এটা অক্টোপাস। আমি ঘন্টাখানেক পর এই ফুলের টব সহ আমার রুমে নিয়ে আসি। এর পর শুরু হয় এই ফুলের ফতোগ্রাফ করা। চলুন কিছু ফটোগ্রাফি দেখাই।
20240904_203757.jpg
20240904_205909.jpg
20240904_204142.jpg
20240904_203821.jpg
এর আগে অসংখ্যবার এই গাছে কলি এসেছিল কিন্তু কোন এক অজানা কারণে তা আর প্রস্ফুটিত হতো না, অবশেষে এই ফুলের দেখা পেলাম, আর সাথে সাথে সকল মানসিক অবসাদ যেন দূর হয়ে গেল। এখন আমার বেলকনীতে বেশ কিছু প্রজাতির ক্যাকতাস আছে যেগুলোতে ফুল আসে নি, মাঝে একবার ভেবেছিলাম এগুলো ফেলে দিয়ে নতুন ক্যাকটাস লাগাবো কিন্তু এখন নতুন করে আশা দেখছি, হয়তো সেগুলিতেও ফুল আসবে, প্রয়োজন অপেক্ষার।
আসলে আমাদের বাস্তব জীবনেও কোন কিছুর ফল পেতে হলে একটু ধৈর্য্য ধরতে হয়। গাছ লাগালাম আর ফুল এলো ব্যাপারটা এমন নয়, এর পেছনে প্রয়োজন পরিশ্রমের, মাঝে মাঝে আমরা হতাশ হই, তখন হয়তো প্রকৃতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, যেমন এই ফুল আমাকে অনেক কিছু নতুন করে ভাবাতে শিখিয়েছে। আশা করিবসে শিক্ষা বাস্তব জীবনে কজে আসবে।
আজকে আর বেশি কিছু লিখছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।