সমালোচনা শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। আমাদের আশেপাশের কিছু মানুষ রয়েছে যাদের কাজই হলো মানুষের সমালোচনা করা। আমি দুই চোক্ষে সহ্য করতে পারি না এই মানুষগুলোকে। আমি মনে করি, এই মানুষগুলো সমাজের ভাইরাস।
ছেলেটা কালো, মেয়েটা না খুব খাটো কি হবে ওর? আচ্ছা মেয়েটা খাটো বা ছেলেটা কালো যাই হোক না কেন সেটা তারা বুঝবে তুমি কে হে এসব নিয়ে মাথা ঘামাচ্ছো। তোমার নিজেরও পরিবার আছে তাদের নিয়ে চিন্তা করলে হয়ত পরিবার আরও সুখের হবে কিন্তু সেটা না করে অন্যকে নিয়ে এত অংক কশার কি দরকার!
IMG_20240821_022412_186.jpg
গ্রামের কেউ যদি একটু দেরিতে বিয়ে করে তাহলে তাদের বিশ্লেষণ শুরু হয়ে যায় -
কেন ছেলেটার বিয়ে হচ্ছে না কারন টা কি? নিশ্চয়ই কোনো কারন আছে তা না হলে তো এতদিন ঠিকই বিয়ে হতো! হয়ত ছেলেটার চরিত্রে সমস্যা রয়েছে ইত্যাদি হাজারও দোষ গুনের কথা উঠে আসবে। যে কথা গুলো হয়ত ছেলেটা কখনও কল্পনাও করেনি!
তিলকে তাল বানানো হলো এই মানুষগুলোর কাজ। প্রকৃতপক্ষে এই স্বভাবের লোকগুলো অন্য মানুষকে হেয় করে দেখে। গ্রামের কোথায় কি হচ্ছে, কে কি করছে সেটা তাদের নখদর্পনে থাকে।
মানুষকে অপমান করার থেকেও সম্মান করা অনেক কঠিন। অপমান তো কাউকে যে কোনো উপায়ে করা যায়। অপমান করতে কোনো শিক্ষার প্রয়োজন হয় না তবে মানুষকে সম্মান করতে হলে প্রকৃত শিক্ষার প্রয়োজন হয়। মানুষকে অসম্মান করার গুন তো সবার আছে তবে সম্মান করার শিক্ষা কয়জনেরই বা আছে।
IMG_20240821_022410_521.jpg
পৃথিবীতে যে কত রঙ্গের মানুষ রয়েছে সেটা বোঝা মুশকিল। কিছু কিছু মানুষ রয়েছে যারা এক জনের কথা অন্য জনের কাছে বলে তাদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। এটাই কি মানুষ হিসাবে আমাদের শিক্ষা।
অন্যকে নিয়ে না ভেবে বরং সেই সময়টা নিজের পিছনে দেওয়া উচিত। তাহলে সেটা আত্ম উন্নয়নে সাহায্য করবে। অন্যের দোষ গুন বিচার না করে নিজের ত্রুটিগুলো খুজে বের করে সেগুলো ঠিক করলেই হয়ত নিজের ভালো হবে। নিজের কোনো ত্রুটি রয়েছে এটা হয়ত অনেক মানুষ মনেই করেন না!
ইতিহাস সাক্ষী রয়েছে নিজেকে পরিপূর্ণ মনে করে অহংকার করা ব্যক্তিগুলোর পতন সর্বাগ্রে হয়ে থাকে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে সমালোচনা করা ব্যক্তিদের কঠোর শাস্তি দিতাম। আমাদের বাড়ির আশেপাশে অনেকেই রয়েছে যাদের কাজই সমালোচনা করা তবে সম্মানের খাতিরে তাদের কিছুই বলতে পারি না।
IMG_20240821_022414_462.jpg
তবে খারাপ লাগার বিষয় হলো তার নিজের পরিবারের দিকে খেয়াল নেই। একটা কথা আছে না, উচিত কথা বললে, জেলে খালে থাকবে না। বিষয়টা তেমনই নিজের বাড়ি নিয়ে সমালোচনার শেষ নেই সে আবার অন্য মানুষের বিচার করে। দেখে খারাপ লাগে, রাগ হয় নেহাত রাগ নিয়ন্ত্রণ করতে পারি!
আমি জানি শুধু আমার না আমাদের সকলেরই চারপাশে এমন প্রকৃতির মানুষের অভাব নেই। জীবনে একবার হলেও এমন মানুষের চক্রান্তে পড়েছি সকলেই। যতটা পারি এখন এই স্বভাবের মানুষের থেকে দুরে থাকার চেষ্টা করি।