BlurtSpace Community's Best Post Of The Day 30-09-24

in blurt-188398 •  3 months ago 

Purple Creative Livestream YouTube Thumbnail_20240928_123338_0000.png

We are always trying to make our community run better. And we are constantly trying to take new initiatives to manage our community well. We admin moderators of the community have decided to select the best post in our community every day from now on. And will try to give extra support to those posts. Since we have been able to join the blurt team, I think this task will be much easier for us. We will determine not only our community but also some posts from outside the community which will be selected as the best posts of each day. If we can do these things regularly then all members of our community will be more interested in sharing beautiful posts. At the same time they will also get the opportunity to earn some extra money.

To be the best post in the community there are some rules to follow.

  1. Must subscribe to the community.
  2. Share your own post.
  3. If any type of writing is copyrighted then the post will not be selected as best post.
  4. If images taken from any source are used, the post will not be selected as the best post.
  5. Only the best posts will be selected if they are beautiful and innovative among the posts.
  6. To be the best post, the post should contain at least five images and more than 1000 words.
  7. No blacklisted user's post will be selected as best post.
  8. Posts by powered down users will not be selected as best posts in any way.

How posts from users outside the community will be selected as best posts.

  1. Share your own post.
  2. If any type of writing is copyrighted then the post will not be selected as best post.
  3. If images taken from any source are used, the post will not be selected as the best post.
  4. Only the best posts will be selected if they are beautiful and innovative among the posts.
  5. To be the best post, the post should contain at least five images and more than 1000 words.
  6. No blacklisted user's post will be selected as best post.
  7. Posts by powered down users will not be selected as best posts in any way.

আমরা সবসময়ই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের কমিউনিটিকে আরো সুন্দরভাবে পরিচালিত করতে। আর আমাদের এই কমিউনিটিকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কমিউনিটির এডমিন মডারেটরগণ সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের কমিউনিটিতে প্রত্যেকদিন সেরা পোস্ট নির্বাচিত করব। এবং সেই পোস্টগুলোকে বাড়তি সাপোর্ট দেবার চেষ্টা করব। যেহেতু আমরা blurt টিম এর সাথে যুক্ত হতে পেরেছি তাই এই কাজটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। আমরা শুধুমাত্র আমাদের কমিউনিটি নয় কমিউনিটির বাইরের কিছু পোস্ট নির্ধারণ করব যেগুলো প্রত্যেকদিনের সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে। যদি আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের কমিউনিটির সকল সদস্যদের সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করার আগ্রহ বৃদ্ধি পেয়ে যাবে। একই সাথে তারা বাড়তি কিছু অর্থ উপার্জন করার সুযোগও পেয়ে যাবে।

# কমিউনিটির সেরা পোস্ট হতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে।

১. অবশ্যই কমিউনিটিকে সাবস্ক্রাইব করতে হবে।
২. নিজস্ব পোস্ট শেয়ার করতে হবে।
৩. কোন ধরনের লেখা কপিরাইট হলে সেই পোস্ট সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে না।
৪. কোন ধরনের সোর্স থেকে নেওয়া ছবি ব্যবহার করা হলে সেই পোস্ট সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে না।
৫. সুন্দর এবং পোষ্টের মধ্যে নতুনত্ব প্রকাশ পেলেই শুধুমাত্র সেগুলো সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে।
৬. সেরা পোস্ট হতে হলে পোষ্টের মধ্যে কমপক্ষে পাঁচটি ছবি এবং ১০০০ ওয়ার্ডের বেশি লিখতে হবে।
৭. কোন ব্ল্যাকলিস্টেড ইউজার এর পোস্ট সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে না।
৮. পাওয়ার ডাউন দেয়া ইউজারের পোস্ট কোনোভাবেই সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে না।

কমিউনিটির বাইরের ইউজারদের পোস্ট যেভাবে সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে।

১. নিজস্ব পোস্ট শেয়ার করতে হবে।
২. কোন ধরনের লেখা কপিরাইট হলে সেই পোস্ট সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে না।
৩. কোন ধরনের সোর্স থেকে নেওয়া ছবি ব্যবহার করা হলে সেই পোস্ট সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে না।
৪. সুন্দর এবং পোষ্টের মধ্যে নতুনত্ব প্রকাশ পেলেই শুধুমাত্র সেগুলো সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে।
৫. সেরা পোস্ট হতে হলে পোষ্টের মধ্যে কমপক্ষে পাঁচটি ছবি এবং ১০০০ ওয়ার্ডের বেশি লিখতে হবে।
৬. কোন ব্ল্যাকলিস্টেড ইউজার এর পোস্ট সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে না।
৭. পাওয়ার ডাউন দেয়া ইউজারের পোস্ট কোনোভাবেই সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হবে না।

Community users' best post

8aa406314ae886aabc381946f4d837d01f22efa8.jpg

Download from princekeys blog

Reason for being the best post

I personally like this very much. Because I also noticed that most of the users who work on this platform post copyright and plagiarism. Thus, if they continue to spoil this platform by posting such posts, then the reputation of this platform will slowly start to decline. And that's why I and all the admin moderators of my community have decided to stand up with this matter in mind. I know that even though our community will face a lot of problems to deal with this issue, we will try to control it as best we can. Thank you so much @princekeys for sharing such a beautiful post with us.

ব্যক্তিগতভাবে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। কেননা আমিও লক্ষ্য করে দেখেছি এই প্লাটফর্মে যে সকল ইউজার কাজ করে তাদের বেশিরভাগই কপিরাইট এবং প্লাগারিজম পোস্ট করে থাকে। এভাবে যদি তারা প্রতিনিয়ত এমন পোস্ট করে এই প্ল্যাটফর্মটাকে নষ্ট করতে থাকে তাহলে এই প্লাটফর্মের সুনাম আস্তে আস্তে কমতে শুরু করবে। আর এজন্য আমি এবং আমার কমিউনিটির সকল এডমিন মডারেটরগণ সিদ্ধান্ত গ্রহণ করেছি এই বিষয়টাকে ভালোভাবে মাথায় নিয়ে রুখে দাঁড়াবো। আমি জানি যদিও এই বিষয়টাকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের কমিউনিটিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তারপরও আমরা চেষ্টা করব যতটা ভালোভাবে সম্ভব এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে। Princekeys আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Post Link

Screenshot_2024-09-30-10-07-12-03_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Download from apineda blog

Reason for being the best post

We should all take a good look at our work. Only if we take our work seriously then we can achieve success in that work. If we do not pay attention to our own work and are careless about it, then we will not be able to achieve success from that work at any time. Thank you @apineda for sharing such a beautiful post with us.

আমাদের সকলেরই উচিত নিজেদের কাজের দিকে ভালোভাবে নজর দেওয়া। আমরা যদি নিজেদের কাজের দিকে গুরুত্ব সহকারে নজর দিয়ে থাকে তাহলেই শুধুমাত্র আমরা সেই কাজে সফলতা অর্জন করতে পারব। আমরা যদি আমাদের নিজেদের কাজগুলোতে ভালোভাবে নজর না দেই এবং সেদিকে উদাসীন হয়ে থাকি তাহলে সেই কাজ থেকে আমরা কোন সময়ে সফলতা অর্জন করতে পারবোনা। ধন্যবাদ apineda আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Post Link

33267accad22703f70feff46551fd270d5904c53.jpg

818c50af97738bf182404f07055e066660fd38d2.jpg

Download from rjraju001 blog

Reason for being the best post

I totally agree with this post by the post giver as I have also noticed that expats work hard but they don't get paid properly. They move far away from home to take care of their own families. And even there they live very peacefully but there is no chance to see them in temperature of 40 degree Celsius or 60 degree Celsius. No matter how high the temperature is, they have to work in the harsh heat just to keep the family members well. @rjraju001 Thank you so much for sharing such a nice post with us.

পোস্ট দাতার এই পোস্টের সাথে আমি পুরোপুরি একমত কেননা আমিও লক্ষ্য করে দেখেছি যে প্রবাসীরা অনেক পরিশ্রম করে কিন্তু তারা সঠিকভাবে মজুরি পায় না। তারা তাদের নিজেদের পরিবারকে ভালো রাখার জন্য বাড়ি থেকে অনেক দূরে পাড়ি জমাই। আর সেখানেও যে তারা খুবই শান্তিতে থাকে তা কিন্তু নয় তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস কিংবা ৬০ ডিগ্রি সেলসিয়াস তাদের দেখার কোন সুযোগ থাকে না। তাপমাত্রা যতটাই বেশি হোক না কেন তাদেরকে সেই কঠিন গরমের মধ্যেই কাজ করতে হয় শুধুমাত্র পরিবারের সদস্যদেরকে ভালো রাখার জন্য। rjraju001 আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Post Link

cfa6cda9096e12b608c35e45da2ee1776257e85c.jpeg

b0edcfe2b4ade5bb4dd66fda3a3c381a2b5233e1.jpeg

Download from arroise blog

Reason for being the best post

We always welcome newcomers to this platform. The more new members are added to this platform, the more this platform will reach new people. @arroise brother, I wish that the future path of this platform will be more beautiful.

এই প্লাটফর্মে নতুনদের আগমনকে আমরা সবসময় স্বাগত জানাতে চাই। এই প্লাটফর্মে নতুন সদস্য যত বেশি পরিমাণে যুক্ত হবে এই প্লাটফর্ম টা ততটাই নতুন নতুন মানুষের কাছে পৌঁছে যাবে। arroise ভাইয়ার এই প্লাটফর্মের ভবিষ্যৎ পথচলা টা আরো সুন্দর হোক সেই কামনাই করি।

Post Link

Post created: @fizz.vai

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!