Photography on a boat trip with friends.

in blurt-188398 •  3 months ago 

Bismillahir Rahmanihir Rahim. Assalamu Alaikum wa Rahmatullah. Friends, how are you all? I hope you are well, and I am also well, Alhamdulillah. Today, I will share with you the photography that I took while boating with friends in a rural environment. The photography that is taken in a happy moment with friends is a very joyful moment. My friends and I went to Comilla together and there we drove a boat in a pond with a dinghy. Driving a boat with a dinghy is very enjoyable, which I experienced with my friends. We call the boating stick a dinghy, and it may have different names in your village, city or district, you will understand it by looking at the photo.

image

image

I went to Comilla a few days ago, my friend was working in a madrasa there, that is, he was teaching in a madrasa, so I went to my friend and stayed there for a few days because he wanted to need more teachers, so I went there to give an interview, since I have a friend there, I spent a few days there, because when I come to Dhaka, I will have to sit and spend my days, so I wanted to stay there, and since I have a friend, I can stay there without any money. I stayed there for a few days because my friend was about to leave his job there, so he wanted to let me in there.

image

But I said that since you will not be here, I will not be here either, although this is not acceptable, but if I had a friend, I would have stayed there too, it should not be done, but I said what I thought was good. We went for boating at some point in the day, since there were three of us, I was driving the boat myself. Driving a small boat is a lot of fun, which I enjoyed. Anyway, friends, I am saying goodbye here as I am today. May everyone be well and healthy. I am ending my brief speech here, may Allah preserve it.

image

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে গ্রামীণ পরিবেশে বন্ধুদের সাথে নৌকা চালানোর সময় যে ফটোগ্রাফি উঠেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুদের সাথে আনন্দের মুহূর্তে যে ফটোগ্রাফি গুলো উঠানো হয় সেগুলো খুবই আনন্দদায়ক মুহূর্ত। আমি এবং আমার বন্ধুরা মিলে কুমিল্লাতে গিয়েছিলাম সেখানে গিয়ে পুকুরের মধ্যে আমরা বৌইটা দিয়ে নৌকা চালিয়েছে। বৌইটা দিয়ে নৌকা চালানো অনেক আনন্দদায়ক যা আমি বন্ধুদের সাথে অনুভব করেছি। নৌকা চালানোর লাঠিকে আমরা বৌইটা বলে থাকি, আর আপনাদের গ্রামে শহরে বা জেলায় বিভিন্ন নাম হতে পারে আপনি সেটা ফটো দেখে বুঝে নেবেন।

কুমিল্লা গিয়েছিলাম গত কয়েকদিন আগে তখন আমার বন্ধু সেখানে একটি মাদ্রাসায় খেদমত করত অর্থাৎ মাদ্রাসায় শিক্ষকতা করত সেই সুবাদে আমি আমার বন্ধুর কাছে যাই এবং সেখানে কয়েকদিন অবস্থান করি কেননা সে মন্ত্রটা চাই আরো শিক্ষক লাগবে তাই আমি সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলাম যেহেতু সেখানে আমার বন্ধু রয়েছে তাই আমি কয়েকদিন সেখানে সময় ব্যয় করি কেননা ঢাকায় আসলে তো আবার বসে বসে দিন কাটাতে হবে তাই ইচ্ছা করে সেখানে থাকার নিয়ত করি আর এদিকে তো বন্ধু আছেই কোন প্যারা ছাড়া সেখানে থাকতে পারতেছি। আমি সেখানে কয়েকদিন অবস্থান করেছিলাম যেহেতু আমার বন্ধু সেখান থেকে চাকরি ছেড়ে দেবে তাই আমাকে সেখানে ঢুকিয়ে দিতে চেয়েছিল।

কিন্তু আমি বলেছিলাম যেহেতু তুমি এখানে থাকবে না শুধু আমিও এখানে থাকবো না যদিও এই কথাটা গ্রহণযোগ্য নয় কিন্তু যদি বন্ধু থাকতো তাহলে আমিও থাকতাম এমনটা করা উচিত নয় কিন্তু আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই বলেছি। আমরা দিনের কোন একটা সময় নৌকা চালানোর জন্য গিয়েছিলাম যেহেতু আমরা তিনজন ছিলাম তাই আমি নিজেই নৌকা চালাচ্ছিলাম। ছোট নৌকা চালাতে অনেক আনন্দ যা আমি উপভোগ করেছি। যাইহোক বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!