আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠি নয়টার দিকে। ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেস হয় নাই। তারপর হল কিছু খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বের হয়েই রাস্তার দিকে। রাস্তার দিকে বেরিয়ে এদিক ওদিক হাঁটা হাঁটি করি কিছুক্ষণ। বেশ অনেকটা সময় পরে সেখান থেকে চলে যায় কলেজের দিকে। কলেজের দিকে গিয়ে সব বন্ধুদের সাথে দেখা করি। মূলত তাদের কল পেয়ে ই আমি কলেজের দিকে আসি।
তারপর কলেজে আজকে ফরম ফিলাপ চলতেছে। তাই বেশ অনেক মানুষ এসেছে কলেজে। তো আমরা সবাই মিলে এক জায়গায় গিয়ে বসি। আমরা সেখানে বসে বেশ অনেকটা সময় গেম খেলি ও কথাবার্তা বলি। বেশ ভালোই সময়টা কেটে যায়। দুপুরের দিকে সেখান থেকে সবাইকে বিদায় জানিয়ে আমি বাড়ির দিকে চলে আসি। কলেজ থেকে বেরিয়ে একটা গাড়ি পেয়ে যাই সেই গাড়িতে করে সোজা বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে বেশ অনেকটা সময় ঘরের মধ্যে বসে থাকি। তারপর যোহরের আযান শুনে গোসল করতে চলে যাই। ওকে একা একাই গোসল করে আসি আমি। গোসল শেষ করে ঘরে এসে আবারো বসে পড়ি। বেশ অনেকটা সময় পরে খাওয়া-দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আসরের আজান শুনি।
আসরের আযান শুনে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয় নাই। তারপর মসজিদে গিয়ে আসরের সালাত আদায় করি। আসলে সালাত আদায় করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেই। তারপর তারা ভিডিও তৈরি করে তাদের সাথে ভিডিও তৈরি করা দেখতে থাকি। বেশ অনেকটা সময় হাসি ঠাট্টা এর মধ্যে কেটে যায়। তারপর ঘরে চলে আসি ঘরে এসে কিছুক্ষণ বসে বসে ফোন দেখি।
ঘরের সবার সাথে একসাথে ইফতারি করি। বেশ ভালো লাগে সবার সাথে বসে ইফতারি করতে। আজকে সবকিছু আমার ছোট বোন পরিবেশন করে দেয়। আমরা সবাই বসে থাকি। তারপর ইফতারি শেষ করে মাগরিবের সালাত আদায় করতে মসজিদে চলে যাই। সালাত আদায় করে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দেই। ঘরে এসে মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারপর ঘর থেকে বের হই।
তো আমরা চারজন মিলে মাহফিলের উদ্দেশ্যে রওনা হই। বেশ ভালোই লাগে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে যাই মাহফিলে। বেশ অনেকটা সময় এভাবে কেটে যায় মাহফিলের মধ্যে ঘুরাঘুরি করতে করতে। তারপর আমরা একটা স্থানে গিয়ে কিছুক্ষণ বসি। সেখানে বসে পোস্ট লিখতে থাকি আমি। আমাদের এখানে বেশ বড় একটা মাহফিল হয় প্রতি বছর। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। মির্জাগঞ্জ দরবার শরীফ দুই দিনব্যাপী মাহফিল এর আয়োজন।