আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা দশটার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় নাই। হালকা কিছু খাওয়া-দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে ঘর থেকে বাহিরে বের হয়ে একটু ঘাটলায় গিয়ে বসি। সেখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমার এক বন্ধুর সাথে দেখা হয়। সে রাস্তা দিয়ে হেঁটে যা ছিল তো ডাক দিয়ে আমাকে তার কাছে ডাকে। তারপর দুজনে মিলে চলে যাই বাজারের দিকে। তো তার কিছু কাজ থাকে বাজারে সেগুলো সম্পন্ন করে।
তারপর একটা পরিচিত গাড়িতে উঠেই আমরা। বাড়ির দিকে না আসে আমরা যাই রাস্তায় ঘুরতে। বেশ অনেকটা সময় এদিক ওদিক ঘুরাঘুরি করি সেই গাড়িতে করে আমরা। বেশ ভালই লাগে নির্জন রাস্তায় বাতাসে ঘোরাঘুরি করতে। আজকে খুব সুন্দর বাতাস বই ছিল চারপাশে। তাই আরো ঘোরাঘুরির করার আনন্দটা বাড়িয়ে দিল। বেশ অনেকটা সময় এভাবে ঘোরাঘুরি করার পরে আমরা বাড়ি চলে আসি।
তারপর বাড়িতে এসে কিছুক্ষণ পরেই গোসল করতে চলে যাই। আজকে শুক্রবার জুম্মার নামাজ আছে। তাই তাড়াতাড়ি গোসল করে মসজিদের উদ্দেশ্যে রওনা হই। অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদে গিয়ে পৌঁছায়। দেখি অনেকটা সময় সবার সাথে মসজিদে বসে ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনতে থাকি। বেশ ভালই লাগে ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনতে। তারপর সবার সাথে সালাত আদায় করে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকি তারপর খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি। বেশ অনেকটা সময় বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। তারপর চারটার দিকে বাহিরে বের হই চলে যায় দোকানের দিকে। এখানে গিয়ে ক্রাম বোর্ড নামাই বাহিরে।তারপর সবার সাথে ক্রাম বোর্ড খেলতে শুরু করে দেই। বেশ অনেকটা সময় কেটে যায় ক্রাম বোর্ড খেলতে খেলতে। বেশ অনেকটা সময় পরে সেখান থেকে মসজিদের দিকে চলে যাই। আসরের সালাত আদায় করি তারপর বাড়িতে চলে আসি।
বাড়িতে গিয়ে সবার সাথে একসাথে বসে ইফতারি করি। আজকে আমার দাদী আপু বাড়ি এসেছে। কালকে আমরা মসজিদে ইফতারি দিব। তাই আমার দাদি আপু কাকার বাসা থেকে চলে এসেছে। তো সবার সাথে মিলে বেশ আনন্দ করে ইফতারি করি। ইফতার শেষ করে মসজিদে গিয়ে মাগরিবের সালাত আদায় করি। সালাত আদায় করে বাড়িতে গিয়ে শুয়ে পড়ি আমি।
বেশ অনেকটা সময় সবার সাথে কথা বলতে বলতে কেটে যায়। তারপর এশার আযান দেয় ঘর থেকে বেরিয়ে মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে সবার সাথে এশার সালাত আদায় করি। সালাত আদায় করে বেশ অনেকটা সময় পরে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে নেই। তারপর রুম থেকে বেরিয়ে টিভির সামনে গিয়ে বসে। সবার সাথে বেশ অনেকটা সময় টিভি দেখতে থাকি ও কথাবার্তা বলি।