আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠি দশটার দিকে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি তারপর সকালের নাস্তা করি। নাস্তা করে কিছুক্ষণ ঘরের মধ্যেই বসে থাকি ফোন হাতে নিয়ে। তারপর কিছু কাগজ ফটোকপি করার জন্য সেই কাগজ গুলো একত্রিত করি। সেই কাগজগুলো হল আমার সার্টিফিকেট আমার জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড। এইসব ফটোকপি করতে হবে তার জন্য সেগুলো একত্রিত করে নেই।
তারপর বাড়ি থেকে বের হই রাস্তার দিকে। রাস্তায় এসে কিছুক্ষণ হাঁটার পরে একটা গাড়ি পেয়ে যাই। তারপর সেই গাড়িতে করে সোজা বাজারের দিকে চলে আসি। এসে একটা কম্পিউটারের দোকানে গিয়ে কাগজগুলো ফটোকপি করাতে দেই। অল্প কিছুক্ষণের মধ্যেই সেগুলো খুব সুন্দর ভাবে ফটোকপি করা হয়ে যায়। তারপর সেগুলো নিয়ে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে বিছানায় শুয়ে থাকি বেশ অনেকটা সময় ফোন নিয়ে।
বেশ অনেকটা সময় পরে গোসল করতে বাড়ি থেকে বের হই। গোসল করতে গিয়ে আমার খালাতো ভাইকে ডেকে নেই। তারপর দুজনে মিলে গোসল করতে চলে যাই। রাস্তায় আমাদের এলাকার একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয় সেও আমাদের সাথে গোসল করতে চলে যায়। তোর তিনজনে মিলে খুব সুন্দর ভাবে কথাবার্তা বলতে বলতে গোসল করে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নেই সাথে সাথে। প্রচন্ড ক্ষুধা লেগেছিল তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে রোদ্রে গিয়ে বসি। আমার বাড়ির পাশের ঘরের ছাদে আমার এক কাকা বসা ছিল। তাই তার পাশে গিয়ে বসে পড়ি বেশ অনেকটা সময় দুজনে মিলে কথাবার্তা বলি ও রোদ গায়ে লাগায়। বেশ অনেকটা সময় এভাবেই খুব সুন্দরভাবে কেটে যায়।
তারপর সেখান থেকে উঠে একটু বিছানায় শুয়ে পড়ি বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে কাটিয়ে দেয়। হালকা হালকা ঘুম চলে আসে তবুও ইচ্ছাকৃত ভাবে আজ ঘুমাই না। প্রতিদিন বিকেলবেলা বিছানায় সবার সাথে সাথেই ঘুম চলে আসে আজো ঠিক তেমন টাই হলো। তবুও আজ আমি ঘুমিয়ে যাই না। বিকেলবেলা ঘুমালে রাতে ঘুমাতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। তাই আজকে আর না ঘুমিয়ে ফোন দেখে সময়টা পার করে দিলাম।
সন্ধ্যার সময় আম্মু নাস্তা খাওয়ার জন্য ডাক দেয়। প্রথমে এক কাপ কফি তৈরি করে খাই আমি। তারপর আম্মুর দেওয়া ব্যতিক্রম এক ধরনের খাবার খায়। চাল ভাজা পেঁয়াজ মরিচ লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে দিয়েছে। সেগুলো খেতে বেশ ভালোই লাগে তবে এটা বৃষ্টির দিনে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর সেগুলো খুব সুন্দর হবে খাই আমি।
তারপর ব্যাডমিন্টন খেলার জন্য বাহিরে বের হই ব্যাড নিয়ে। অনেক তাড়াতাড়ি ব্যাডমিন্টন মাঠে এসে পড়ি। তারপর এসে দেখি কেউই এখনো ব্যাডমিন্টন খেলতে আসেনি। তো পাশে ক্রাম বোর্ড খেলা দেখে আমিও ক্রাম বোর্ড খেলতে নেমে পড়ি। বেশ অনেকটা সময় ক্রাম বোর্ড খেলে সময় কাটিয়ে দেই।
তারপর ব্যাডমিন্টন খেলার জন্য কয়েকজন মানুষ আসে। তারপর শুনি ব্যাডমিন্টন মাঠে ফেদার নেই। তো আমি একটা ফেদার আনতে চলে যাই একটু সামনে একটা দোকানে। সেখানে গিয়ে একটা ফেদার কিনে আনি আমি। কেনে ব্যাডমিন্টন মাঠে ব্যাডমিন্টন খেলতে শুরু করে দেয়। বেশ অনেকটা সময় খুব সুন্দর ভাবে সবার সাথে ব্যাডমিন্টন খেলি আমি। বেশ ভালো লাগে সবার সাথে নতুন ফেদার দিয়ে ব্যাডমিন্টন খেলতে।