আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে ১১ টার দিকে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ছাদে গিয়ে বসি। বাইরে বসেও আজকে কোন লাভ হলো না কারণ আজকে বাহিরে রৌদ্র নেই বলতে গেলেই চলে। তারপর কবুতরগুলো কে হালকা খাবার দিলাম সকালে একবার আব্বু খাবার দিয়েছিল তারপরও আমি দিলাম। তারপর কিছুক্ষণ সেখানে বসে থাকি।
তারপর নিচে নেমে এক কাপ কফি তৈরি করে ঘরের পিছনে গিয়ে বসে। সেখানে বসে বসে কফি খাই ও ফোন দেখতে থাকি। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় । কফি খাওয়ার পরও বেশ অনেকটা সময়। সেখানে বসে বসে ফোন দেখতে থাকি। তারপর আমার খালাতো ভাই ও এলাকার কিছু বন্ধুরা কল দেয়।
তারপর বাহিরে বের হই বাইরে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে সবার কাছে গিয়ে পৌঁছায়। তারপর সেখানে অল্প কিছুক্ষণ তাদের সাথে আড্ডা দেই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর শুনতে পাই আমাদের এলাকার একটু সামনে মাছ ধরতেছে বড় পুকুরে । তাই সেখানে মাছ ধরা দেখতে যাব তার জন্য সেখান থেকে সবাই মিলে রহনা দেই।
অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে কি দেখতে পাই বেশ অনেকদিন মানুষ পুকুরের মাঝখানে নেমে গেছে। দেশ অনেক মাছ ধরেছে তারা দেখতে বেশ ভালই লাগে মাছ ধরা। বেশ অনেক মাছ পেয়েছে সেই পুকুরে। বেশ অনেকটা সময় সেখানেই কেটে যায় মাছ ধরা দেখতে দেখতে। তারপর সেখান থেকে বাড়ির দিকে চলে আসি।
বাড়িতে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। তারপর গোসল করতে বাড়ি থেকে বের হয়। দুপুরবেলা বেশ অনেকটা রোদ উঠেছে দেখা যাচ্ছে। রোদে ভালোই তাপ অনুভব হয় তখন। তো আমরা গোসল করে রাস্তার পাশে খাম্বা রাখা সেখানে বসে থাকি বেশ অনেকটা সময়। তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে খুব সুন্দর একটা ঘুম দেই।
বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে আর অনেক সুন্দর একটা ঘুম হয় আমার। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল যখন ঘুম থেকে উঠলাম আমি। ঘুম থেকে উঠে দেখি বাহিরে আব্বু ছোট বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলতেছে। দেখে বেশ ভালই লাগলো তারপর আমিও কিছুক্ষণ আব্বুর সাথে ব্যাডমিন্টন খেল।
তো বেশ অনেকটা সময়কালের পরে সন্ধ্যা হয়ে যায় খেলা শেষ করে ঘরের মধ্যে চলে আসি। ঘরে এসে এক কাপ কফি তৈরি করি আর আম্মু কিছু পাঠা দেয় আর একটা কেক নেই খাওয়ার জন্য। খুব সুন্দরভাবে খাওয়া-দাওয়া করি এগুলো দিয়ে। তারপর কিছুক্ষণ ঘরে মধ্যে বসে থাকি। অল্প কিছুক্ষণ পরে ব্যাডমিন্টন খেলার জন্য বাইরে বের হই।
আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা লাগতেছিল। ব্যাডমিন্টন মাঠে এসে দেখি কেউই মাঠ সাজাইনি। সবাই ক্রাম বোর্ড খেলতেছে তো তাদের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি ক্রাম বোর্ড খেলা দেখি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর আমি একা গিয়ে মাঠ সাজিয়ে ফেলি ব্যাডমিন্টন খেলার জন্য।
সুন্দরভাবে মাঠে বাল জ্বালিয়ে নেট টা নিয়ে নেই। আমার সাথে একটা ছোট ভাই ও ছিল মাঠ সাজানোর সময়। তারপর আমি আর সেই ছোট ভাই মিলে বেশ অনেকটা সময় ব্যাডমিন্টন খেলি। অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে মানুষ চলে আসে। তারপর খেলা শুরু হয়ে যায় ব্যাডমিন্টন এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। ব্যাডমিন্টন খেলতে খেলতে কখন যে সময় পেরিয়ে যায় সেটা বোঝাই যায়নি। সুন্দর একটা মুহূর্ত কেটে যায় এভাবেই।