আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
আজকে সকালে ঘুম থেকে উঠি দশটার দিকে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। হালকা কিছু নাস্তা করে কলেজে যাওয়ার জন্য তৈরি হই। অল্প কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে একটা গাড়িতে করে সোজা কলেজের দিকে চলে যায়। গাড়িতে যাওয়ার সময় আমার এক বন্ধু কল দেয় আমি বলি তাকে স্ট্যানে দাঁড়াতে। তারপর আমি সেখানে চলে যাই বন্ধুর সাথে দেখা হয়।
তারপর দুই বন্ধু মিলে সেখান থেকে কলেজের দিকে যাই। তারপর কলেজে যাওয়ার সময় রাস্তায় একটা ফার্মেসি থেকে বন্ধু কিছু ওষুধ কিনি নাই। তারপর দুজনে মিলে কলেজের মধ্যে চলে যাই। তখন কলেজে গিয়ে দেখি আমার বন্ধুরাও কলেজে চলে এসেছে। বেশ অনেকটা সময় এভাবে বন্ধুদের সাথে আড্ডা দেই কলেজের মধ্যে বসে। দেশ অনেকটা সময় পরে কলেজ থেকে বেরিয়ে বাইরে বাইরে আসি।
বাইরে এসে আমি একটু পকেটে হাত দিয়ে দেখি এক টাকাও নেই আমার। হঠাৎ করেই আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। আজকে আমি স্কুল থেকে সার্টিফিকেট আনবো তার জন্য স্যারকে বেশ অনেকবার কল দেই। তারপর আমাকে স্যারে স্কুলে আসতে বলে তাই আমি কলেজ থেকে বেরিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হব। তখন দেখি আমার পকেটের টাকাও নেই। হঠাৎ কি করবো কিছুই বুঝতে পারতেছিলাম না।
কিছুক্ষণ পরে আমি ভাবলাম আমার এক বড় ভাই কে কল দেই। তার কাছে সাহায্য চাইলে আমি কখনোই হতাশ হয়নি। আর এমন একটা বিপদের সময় তার কথাই আমার সর্বপ্রথম মাথায় আসলো। তো আমি তাড়াতাড়ি তাকে কল দিয়ে দেই। দিয়ে সার্টিফিকেট সারানোর জন্য অল্প কিছু টাকার দরকার ছিল। তারপর তার কাছে সেই টাকা কয় টাকা চাই আমি। বলার সাথে সাথেই সে আমাকে টাকা পাঠিয়ে দেয়। এমন একটা বিপদের সময় তার কাছে বললাম আর সাথে সাথেই পেয়ে গেলাম।
আমি তার কাছে অনেক কৃতজ্ঞ কারণ আজকে যদি আমি স্কুলে না যেতাম তাহলে স্যারের কাছে অনেক ছোট হয়ে যেতাম। তারপর চলে যাই স্কুলে স্কুলে গিয়ে খুব সুন্দর ভাবে স্যারের সাথে কথাবার্তা বলে টাকা জমা দিয়ে সার্টিফিকেট নিয়ে বাড়িতে চলে আসি। আর মনে মনে ভাবি অনেক কপাল নিয়ে একটা ভাই পেয়েছি।
বাড়িতে এসে তাড়াতাড়ি করে গোসল করতে চলে যাই। কারণ আজকে আমাদের পাশের এলাকায় একটা দাওয়াত আছে। সেখানে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে গোসল করে তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমার আসতে আসতে বেশ আজ অনেকটা দেরি হয়ে যায়। তাই তাড়াতাড়ি গোসল করে বাড়ি থেকে বেরিয়ে তাদের কাছে চলে যাই। সবাই মিলে রওনা হয় সেই বাড়ির উদ্দেশ্যে।
অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাই। আমরা আসতে দেরি করে ফেলি তাই আর বাড়ির মধ্যে যায় না। যে জায়গায় মানুষকে বসতে দিয়েছে সে জায়গায় চলে আসি এসে সাথে সাথে বসে পড়ি। অল্প কিছুক্ষণ বসে থাকার পরেই আমাদের খাবার দিয়ে দেয়। খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হই।
অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসি। বাড়িতে এসে রুমের মধ্যে চলে যাই বেশ অনেকটা সময় বিছানায় শুয়ে থাকি। শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি বেশ অনেকটা সময়। তারপর বাইরের দিকে বের হই বাইরের দিকে বেরিয়ে দোকানে গিয়ে বসি। দোকানে গিয়ে বসে এক কাপ রং চা খাই। হালকা হালকা ঘুম পাচ্ছিল তার জন্য এক কাপ রং চা পান করি। অল্প কিছুক্ষণ সেই দোকানে বসে থাকি। তারপরে বাড়ির দিকে চলে আসি।
বাড়িতে গিয়ে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পরে হালকা কিছু নাস্তা করি। তারপর দাদী ও ছোট বোনের সাথে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায়। তারপর অনেক তাড়াতাড়ি ব্যাডমিন্টন মাঠে চলে আসি। ব্যাডমিন্টন মাঠে এসে দেখি আজকে কেউই ব্যাডমিন্টন খেলার জন্য আগ্রহী নয়। সবাই ক্রাম বোর্ড খেলতেছে। তো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাম বোর্ড খেলা দেখি।
তারপর ছোট ভাইদের সাথে ব্যাডমিন্টন মাঠে গিয়ে বেশ অনেকটা সময় ব্যাডমিন্টন খেলতে থাকি। বেশ অনেকটা সময় পড়েন আমার বন্ধুরা ও এলাকার মানুষরা চলে আসে ব্যাডমিন্টন খেলতে। তারপর তাদের সাথে ব্যাডমিন্টন খেলতে শুরু করে দেই। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় ব্যাডমিন্টন খেলতে খেলতে। বেশ অনেকটা সময় পরে ব্যাডমিন্টন খেলা শেষ করে বাড়ির দিকে চলে যাই।