আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠি নয়টার দিকে। আজকে আমার ডিউটি অফ ছিল তাই একটু বেশিক্ষণ ঘুমাতে পারি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় নাই। তারপর রুমে চলে যাই রুমে গিয়ে কিছুক্ষণ বসে থাকি। তারপর বাহিরে বের হই নাস্তা করার জন্য। একটা হোটেলে গিয়ে দুটো পরোটা আর এক ডাল নেই। সেগুলো দিয়ে খুব সুন্দর ভাবে সকালের নাস্তা করি।
নাস্তা শেষ করে দোকানের বিল পরিশোধ করে সেখান থেকে বের হবেই। তারপর চলে যাই একটু কোম্পানির দিকে। আজকে আমাকে কার্ড দেওয়ার কথা ছিল। তো সেখানে গিয়ে স্টাফ রুমে চলে যাই। তারপর কিছুক্ষণ অপেক্ষা করি তাদের সাথে কথা বলার জন্য। অল্প কিছুক্ষণ পর তাদের সাথে কথা বলতে পারি। তারপর তারা বলে বিকালে আসতে।
এখান থেকে চলে আসি রুমের দিকে। রাস্তায় এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। চেহারা আমি একটা দোকানে বসে একটু চা পান করি। দুজনে মিলে দোকানে বসে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি ও চা পান করি। ভালোই লাগলো তার সাথে কথাবার্তা বলে। তারপর সেই দোকানের বিল পরিশোধ করে আমি রুমে চলে আসি।
রুমে এসে কিছু বসে থাকি তারপর গোসল করতে রুম থেকে বের হই। বাইরে এসে গোসল করে তাড়াতাড়ি রুমের মধ্যে চলে যাই। সেখানে গিয়ে গায়ে কম্বল জড়িয়ে নিয়েই আজ প্রচন্ড ঠান্ডা লাগতেছিল। একটা সময় সেখানেই শুয়ে থাকি। তারপর দুইটার দিকে খাওয়া-দাওয়া করতে চলে যায়। খুব সুন্দর ভাবে সবার সাথে বসে খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসি।
রুমে এসে ফোন নিয়ে শুয়ে থাকি। অনলাইনে বাড়ির সবার সাথে কথাবার্তা বলি অল্প কিছুক্ষণ। তারপর একটা গান ছেড়ে শুয়ে পড়ি বিছানায় ঘুমানোর জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাই আমি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময় ঘুমিয়ে ঘুমিয়ে। ঘুম থেকে উঠি সন্ধ্যার কিছুক্ষণ আগে।
তারপর সাথে সাথেই বাইরে বের হই হাতমুখ ধুয়ে আমি ও আমার এক বড় ভাই চলে যাই কোম্পানিতে। তাড়াতাড়ি সেখানে গিয়ে স্যারদের সাথে কথাবার্তা বলি। তখনো গিয়ে তাদের কাছে শুনতে পাই এখনো আমার কার্ড তৈরি করা হয়নি। আমাকে কালকে বিকেল পাঁচটায় আসতে বলে। হতাশা মুখ নিয়ে সেখান থেকে চলে আসি।
রুমে এসে দেখতে পাই আমার সহপাঠীরা খেলা দেখতেছে। মোবাইল থেকে সবাই মিলে শুয়ে বসে দাঁড়িয়ে খেলা দেখতেছে। আমিও তাদের পাশে বসে যাই খেলা দেখার জন্য। আমি সচরাচর মোবাইল থেকে খেলা দেখি না কিন্তু সবার সাথে দেখতে একটু ভালই লাগে। একটা সময় এভাবেই কেটে যায় খেলা দেখতে দেখতে। তারপর সবাই মিলে চলে যায় খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে রুমে এসে যে যার মত শুয়ে পড়ি।