আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকাল বেলা ঘুম থেকে উঠি ১১ টার দিকে। মাঝখানে একবার ঘুম ভেঙে গেছিল তো বাহিরে তাকিয়ে দেখি কোথাও রোদ নেই বাহিরে প্রচন্ড কুয়াশা। তাই আবারও বিছানায় শুয়ে পড়ি। তারপর বিছানা থেকে উঠি ১১ টার কিছুক্ষণ পরে। থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। হালকা কিছু নাস্তা করি। নাস্তা করে কিছুক্ষণ পরে ঘরের মধ্যে আর ভালো লাগতেছিল না।
তার জন্য বাহিরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে রাস্তায় এদিক-ওদিক হাঁটাহাঁটি করি বেশ অনেকটা সময়। তারপর কল দিয়ে আমার কিছু বন্ধুদের বাহিরে আসতে বলি রাস্তার দিকে। কিছুক্ষণ রাস্তার পাশে এক জায়গায় তাদের জন্য অপেক্ষা করি। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসে। তারপর এদিক ওদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা।
আমাদের এলাকার সামনের দোকানে ওই জায়গায় চলে যায়। তারপর এখানে গিয়ে বাহিরের ময়লা আবর্জনা দিয়ে আগুন জ্বালিয়ে নেই। প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিল আমাদের শরীর। তারপর আগুন জ্বালিয়ে বেশ অনেকটা সময় আমরা সেখানে দাঁড়িয়ে থাকি। আগুনের তাপ গায়ে লাগার সাথে সাথে শরীর অনেকটা সতেজ হয়ে গেছিল। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় আমাদের।
বেশ অনেকটা সময় পরে সেখান থেকে আমরা যে যার বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে আমি হাত পা ও মুখ সুন্দরভাবে ধুয়ে রুমের মধ্যে ঢুকে যাই। তারপর বেশ অনেকটা সময় কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থাকি। বেশ অনেকটা সময় এভাবে কেটে যায়। তারপর আম্মু খাওয়া-দাওয়া করতে ডাক দেয়। আমি খাওয়া-দাওয়া করতে রুম থেকে বেরিয়ে আসি।
তারপর খাওয়া দাওয়া করে আবারো বিছানার মধ্যে এসে শুয়ে পড়ি। বেশ অনেকটা সময় করে বিছানা থেকে উঠে কবুতরগুলো কাছে চলে আসি । আমাকে দেখে কবুতরগুলো আমার সামনে চলে এসেছিল। তারপর আমি তাড়াতাড়ি করে কবুতরগুলোকে খাবার দেয়। খুব সুন্দরভাবে খাবার খাচ্ছিল কবুতরগুলো। অল্প কিছুক্ষণ ওদের কাছে দাঁড়িয়ে থাকার পরে আমি সেখান থেকে নিচে চলে আসি।
তারপর গরম কাপড় চোপড় করে বাইরের দিকে বের হয়। তো কিছুক্ষণ রাস্তায় হাঁটার পরেই আমার কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে যায়। তো প্রথমে আমার দুইজন বন্ধুর সাথে দেখা হয় আমরা তিনজন মিলে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি রাস্তায় দাঁড়িয়ে। অল্প কিছুক্ষণ পরে আমার আরো কিছু বন্ধুবান্ধব চলে আসে। তো সবাইকে নিয়ে খুব সুন্দর ভাবে বিকালটা আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম।
তারপর সন্ধ্যার অল্প কিছুক্ষণ পরে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি তারপর আম্মু আমাকে নাস্তা দেয় সে নাস্তা করি। অল্প কিছুক্ষণ পরে আমি গিয়ে এক কাপ কফি তৈরি করে রুমে নিয়ে আসি। এসে রুমে খাটের উপর বসে বসে ফোন দেখি ও কফি খাই। বেশ অনেকটা সময় এভাবেই খুব সুন্দরভাবে কেটে যায়।তারপর ব্যাড নিয়ে ব্যাডমিন্টন মাঠের দিকে চলে যায়।
ব্যাডমিন্টন মাঠে গিয়ে দেখতে পাই মাঠে মাত্র দুজন মানুষ আছে। আর কেউই আসেনি মাঠে এখনো। তো আমরা একজন একজন করে বেশ অনেকটা সময় ব্যাডমিন্টন খেললাম। বেশ অনেকটা সময় পরে কেউ আসেনি দেখে আমরা ব্যাডমিন্টন মাঠে বাল্ব অফ করে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। তারপর ঘরের সবার সাথে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই।