আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ আবারও গিয়ে রুমের মধ্যে শুয়ে থাকি। কারণ বাহিরে আবহাওয়া আজ প্রচন্ড খারাপ মেঘলা মেঘলা। অনেক ঠান্ডা লাগতেছিল ঘরের মধ্যেও। তারপর বেশ অনেকটা সময় পরে উঠে কিছু নাস্তা করি। নাস্তা করে বাড়ি থেকে বের হই রাস্তার দিকে কারণ কতক্ষণ ঘরের মধ্যে থাকা যায়।
তারপর বাইরে বেরিয়ে এদিক ওদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তারপর দোকানের দিকে চলে যায়। দোকানের দিকে গিয়ে দেখি আমার এক বন্ধু আছে দোকানে বসা। তারপর দোকানে গিয়ে হালকা কিছু খাবার খাই। তারপর প্রচন্ড ঠান্ডার জন্য আমরা দোকানের অপর প্রান্তে আগুন জ্বালাই। তখন আগুন জ্বালিয়ে বেশ ভালো লাগলো শরীরটাও একটু গরম হয়ে গেল। বেশ অনেকটা সময় সেখানে বসে থাকি।
তারপর সেখান থেকে বাড়ির দিকে চলে আসি বাড়িতে এসে বেশ অনেকটা সময় রুমের মধ্যে শুয়ে থাকি। তারপর আম্মু গরম পানি করে দেয় আমি গোসল করে নেই। আজকে শুক্রবার তাই অনেক তাড়াতাড়ি আজান দিয়ে দিল আমিও তাই তাড়াতাড়ি গোসল করে নিলাম। গোসল করে অল্প কিছুক্ষণ কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থাকি।
তারপর নামাজ পড়ার জন্য প্রস্তুত হই। খুব সুন্দর ভাবে প্রস্তুত হয়ে মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনতে থাকি বেশ অনেকটা সময়। তারপর সবার সাথে খুব সুন্দর ভাবে নামাজ আদায় করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি। বিছানায় শুয়ে বেশ অনেকটা সময় পরে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই। খুব সুন্দর একটা ঘুম হয় আমার বিকাল বেলা।
সন্ধ্যার কিছুক্ষণ আগে আমার কয়েকজন বন্ধু কল দেয় বলে আমাদের এক জায়গায় যেতে হবে। বড় এক ভাইয়ের আজকের জন্মদিন তার জন্মদিনের অনুষ্ঠানে আমাদের একটু যেতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো আমাকে যাওয়ার আগে ফোন দিস। তারপর সন্ধ্যার বেশ অনেকটা সময় পরে তারা আমাকে ফোন দেয়। তারপর আমি প্রস্তুত হয়ে তাদের সাথে চলে আসি অনুষ্ঠানে।
সেখানে এসে বেশ অনেকটা সময় তাদের সাথে বসে থাকি তারপর অনুষ্ঠান শেষ করে আমরা সেখান থেকে চলে আসি। এসে সাথে সাথে ব্যাডমিন্টন মাঠে দাঁড়ায়। আমি বাড়ি থেকে আসার সময় ব্যাডমিন্টন ব্যাড নিয়ে এসেছিলাম। তারপর সেই ব্যাড আমি একটা দোকানে রেখে যাই। তো আমার ব্যাড দিয়ে ওরা খেলা শুরু করে দিয়েছে। অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমিও তাদের সাথে ব্যাডমিন্টন খেলতে শুরু করে দেই। বেশ অনেকটা সময় খুব সুন্দর ভাবে ব্যাডমিন্টন খেলে কেটে যায়।