আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকাল বেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘরের মধ্যে বসি। তারপর কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হই। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে বের হই কলেজে যাওয়ার জন্য। কিছুক্ষণ রাস্তায় হাঁটার পরই একটা গাড়ি পেয়ে যায় সেই গাড়িতে করে কলেজের সামনে গিয়ে নামিয়ে। গাড়িওয়ালা কে তার ভালো টাকা পরিশোধ করে কলেজের মধ্যে ঢুকে যাই।
ঢুকে দেখতে পাই কয়েকজন বন্ধুরা এসেছে। তারপর তাদের সাথে কিছুক্ষণ বসে কথাবার্তা বলি। অল্প কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু বন্ধুরে চলে আসে। বেশ অনেকটা সময় আমরা কলেজের মধ্যে বসে বসে আড্ডা দিতে থাকি। খুব সুন্দরভাবেই কেটে যায় সময়টা। আমরা সবাই মিলে বেশ অনেক মজা করি ও হাসি তামাশা করি। বেশ ভালো লাগলো সময়টা খুব সুন্দরভাবে কেটে গেল।
কলেজ থেকে বেরিয়ে চলে যাই বাজারের দিকে। বাজারে গিয়ে প্রথমে একটা সেলুনে চলে যাই। সেখানে গিয়ে চুল কাটাতে বসি বেশ অনেকটা সময় লেগে যায় আমার চুল কাটতে। দোকানে কোন ভিড় ছিল না তাই যাওয়ার সাথে সাথেই চুল কাটতে বসতে পারি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময় তারপরে চুল কাটা শেষ হয়। তার টাকা পরিশোধ করে চলে যাই বাজারের মধ্যে।
বাজারের মধ্যে গিয়ে কাকার দোকানে গিয়ে বসি। বেশ অনেকটা সময় সেখানে বসে থাকি ছোট বোনকে বাড়িতে নিয়ে যেতে হবে তার জন্য। আমার ছোট বোনের মাদ্রাসা ছুটি হয় দুইটার দিকে। ছুটি হওয়ার পরে দোকানে আসবে তারপর ওকে নিয়ে আমার যেতে হবে। বেশ অনেকটা সময় বসে থাকার পরে আমার ছোট বোন আসে। তারপর তাকে নিয়ে আমি বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে গোসল করে নিয়েই গোসল করে বেশ অনেকটা সময় বসে থাকি ফোন নিয়ে। তারপর হালকা কিছু খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে থাকার পরে বন্ধুরা কল দেয়। বলে ইফতার পার্টি করবে তার জন্য কলেজের দিকে আসতে। তারপর বাড়ি থেকে বেরিয়ে চলে যাই কলেজের দিকে। সেখানে গিয়ে দেখতে পাই মাঠে অনেক মানুষ খেলাধুলা করতেছে। তো আমরা উঠিয়ে একজনকে বাজার করতে পাঠায়।
বেশ অনেকটা সময় কেটে যায় কলেজের মধ্যে বসে থাকতে থাকতে। তারপর সে বাজার পারতে নিয়ে আসে আমরা সবাই তাড়াতাড়ি করে চলে যাই আমাদের গন্তব্য স্থানে। যেখানে বসে আমরা ইফতার পার্টি করব। আমরা একটা নৌকা নিয়ে নদীর মাঝখানে গিয়ে নৌকা ছেড়ে দেই। নৌকা যেদিক ইচ্ছা সেদিক স্রোতে ভেসে যাক। আমরা বসে আছি সবাই মিলে ইফতার করতেছি বেশ আনন্দ করে।
সেখানেই বসে বসে খেতে যায় বেশ অনেকটা সময় আড্ডা দিতে দিতে। সবাই মিলে বেশ অনেকটা সময় সেখানে বসে মজা করি ও খাওয়া দাওয়া করি। নয়টার দিকে আমরা নৌকা নিয়ে কিনারায় আসি। তারপর যে যার মত বাড়ির দিকে রওনা দেই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে চলে আসতে পারি। কারণ একটা গাড়ি পেয়ে যাই সেই গাড়িতে করে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। বাড়িতে এসে ঘরের মধ্যে কিছুক্ষণ বসে থাকি ভাই বোনদের সাথে কথাবার্তা বলি। তারপর খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে নেই।