আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা দশটার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় নাই। ফ্রেশ হয়ে কিছুকে সামনে এসে বসি। সামনে এসে বসেই দেখতে পাই ভেজা কাপড়গুলো রাখা। কথাগুলো নিয়ে রোদে শুকাতে দিয়ে দেয়। তারপর ঘরে চলে আসি ঘরে এসে কিছুক্ষণ বসে থাকি আবারও। কিছুক্ষণ পর হালকে কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হই। রাস্তার দিকে হাটাহাটি করি কিছুক্ষণ।
তারপর হাঁটতে হাঁটতে চলে যায় দোকানের দিকে। দোকানে গিয়ে বেশ অনেকটা সময় তাদের সাথে বসে বসে টিভি দেখতে থাকি। আর বিভিন্ন কথাবার্তা বলি সেখানে বসে মানুষদের সাথে। খুব সুন্দর ভাবে কেটে যায় সময়টা কথাবার্তা বলতে বেশ ভালই লাগে তাদের সাথে। তারপর সেখান থেকে উঠে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে ফোন নিয়ে শুয়ে থাকি বেশ অনেকটা সময়।
বেশ অনেকটা সময় পরে বাহিরে কথাবার্তা শুনতে পাই। তারপর বাইরে গিয়ে তাকিয়ে দেখি আম্মু এক লোকের কাছ থেকে হাঁসের বাচ্চা কিনছে। গ্রামাঞ্চলে দেখা যায় ভ্যানের মধ্যে খাঁচায় করে হাঁস-মুরগির বাচ্চা নিয়ে আসে। সেগুলো দ্বারা গ্রামের মানুষদের কাছে বিক্রি করে। তো আমার আম্মু সেখান থেকে দশটা হাসির বাচ্চা কিনলো। তারপর আম্মুর সাথে সেগুলো রাখার জায়গায় সুন্দরভাবে সাজিয়ে দেই।
তারপর আমি গোসল করতে চলে যাই গোসল করে খাওয়া-দাওয়া করি। তারপর বিছানায় শুয়ে বেশ অনেকটা সময় ফোন দেখতে থাকি। এভাবে কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হই। রাস্তায় কিছুক্ষণ একা একা সাইকেল চালাই। এদিক ওদিক ঘোরাঘুরি করি সাইকেলে করে। বেশ ভালই লাগতেছিল এভাবে একা একা ঘুরাঘুরি করতে।
তারপর দোকানের দিকে গিয়ে দেখতে পাই আমার বন্ধুরা এসেছে। তারপর তাদেরকে নিয়ে ক্রাম বোর্ড খেলি, বেশ অনেকটা সময়। খুব সুন্দর একটা সময় কেটে যায় আমাদের হাসি-ঠাট্টার মধ্যে। আমরা বেশ কথাবার্তা বলতে বলতে বেশ অনেকটা সময় কাটিয়ে দেই ক্রাম বোর্ড খেলে। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে আগে আমি সেখান থেকে বাড়িতে চলে আসি।
তো বাড়ি আসার সময় আমার সাথে দেখা হয়। তারপর বাড়িতে না এসে চলে যাই নানা বাড়িতে। সেখানে গিয়ে সবার সাথে বসে ইফতারি করি। বেশ ভালই লাগে সবার সাথে কথাবার্তা বলতে বলতে ইফতারি করতে। বেশ অনেকদিন পরে এভাবে নানা বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি। বেশ ভালই লাগলো ইফতারি করতে। তারপর সেখান থেকে মসজিদের দিকে চলে যাই। মাগরিবের সালাত আদায় করে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে অনেকটা সময় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। তারপর এশার আজান শুনে চলে যাই মসজিদে। সবার সাথে সালাত আদায় করি। তো বেশ অনেকটা সময় কেটে যায় এভাবেই। তারপর খেলা শেষ করে বন্ধুরা বসে কিছুক্ষণ কথাবার্তা বলি। অল্প কিছুক্ষণ কথাবার্তা বলার পরে যে যার বাড়ির দিকে চলে যাই। আমি বাড়িতে এসে কিছুক্ষণ শুয়ে থাকি। তারপর খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে শুয়ে পড়ি।