আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
কাল রাতে ঘুমিয়েছি রাত চারটার দিকে তাই সকাল বেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি ১১ঃ৪০ এর সময়। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরের মধ্যে কিছুক্ষণ বসি। তারপর কিছু খাওয়া-দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় ঘরের মধ্যে বসে বসে ফোন দেখতে দেখতে কাটিয়ে দেই। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে গেছে আর আজকে শুক্রবার তাই এর বাইরে বের হলাম না।
শুক্রবার তাই তাড়াতাড়ি আজান দিয়ে দিল তারপর ঘর থেকে বের হলাম গোসল করার জন্য। আমি আমার খালাতো ভাই দুজনে মিলে গোসল করতে গেলাম। দুজনে মিলে বেশ অনেকটা সময় ধরে কথাবার্তা বলে গোসল করে আসলাম বাড়িতে। বাড়িতে এসে সুন্দর ভাবে পরিপাটি হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা।
আজকে শুক্রবার দ্বিতীয়ত রমজান মাস তাই নামাজ শুরু হবে দেরিতে। এরপর আর কোন জুম্মা পাবনা ঈদের আগে। তাই মসজিদে অনেক কথাবার্তা হবে তার জন্য নামাজ দেরিতে দিয়েছে। তো যেই কথা সেই কাজ বেশ অনেকটা সময় লাগলো মসজিদের সব কিছু নিয়ে কথাবার্তা বলতে বলতে। তারপর সবার সাথে সালাত আদায় করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি।
বেশ অনেকটা সময় পরে বাড়ি থেকে বের হয় রাস্তার দিকে। তো আমার বাজারে কিছু কাজ ছিল তার জন্য সেখান থেকে বাজারের দিকে চলে যাই। বাজারে গিয়ে বেশ অনেকটা সময় কেটে যায় আমার সেই কাজটা সম্পন্ন করতে। বাড়িতে আসার সময় আমি বিশাল বড় এক জামে আটকে যাই। সেখানে সময় লেগে যায় বেশ অনেকটা সময়। অনেকটা সময় পরে সেই জ্যাম ক্লিয়ার হয়।
বাড়ি যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যায় তাই আর বাড়ি না গিয়ে কিছুক্ষণ দোকানের সামনে বসে থাকি। সবার সাথে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি বেশ ভালোই লাগে। সেখানেও আমার মত কয়েকজন মানুষ পেয়ে যাই তাদের সাথে বেশ ভালোই কথাবার্তা জমে আমার। বেশ অনেকটা সময় পরে সেখান থেকে বাড়ির দিকে চলে যাই। বাড়িতে ইফতারির জন্য যে খাবার ছিল সে খাবারগুলো খাই। তারপর ঘরের মধ্যে কিছুক্ষণ বসে থাকি।
তারপর একটা সময় ঘরের মধ্যে শুয়ে শুয়ে সবার সাথে কথাবার্তা বলতে থাকে অনলাইনে। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর রুম থেকে বেরিয়ে আম্মু ও ছোট ভাই বোনদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলি। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার মত রুমে চলে যাই। আমি রুমে গিয়ে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। তারপর বিছানায় বসিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ি।