ব্যস্তময় একটা দিন 17 January 2025

in blurt-188398 •  13 days ago 

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20250317_133022_712.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

IMG_20250317_113440_749.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে দশটার দিকে। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে বসি। তারপর আর কিছু নাস্তা করেই বাড়ি থেকে বের হই। চলে যাই কলেজের দিকে। বাড়ি থেকে বেরিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি কলেজে গিয়ে পৌঁছায়। তারপর বন্ধুদেরকে কল দিয়ে জিজ্ঞেস করি তারা কোথায়। তারপর তাদের কাছে চলে যাই।

IMG_20250317_113348_684.jpg

তো আমরা চার বন্ধু মিলে আজ বেশ অনেকটা সময় কলেজের মধ্যে ঘোরাঘুরি করেছি। বেশ ভালই আড্ডা জমিয়ে ছিলাম আজকে কলেজের মধ্যে। আমরা চারজন ছাড়া কলেজে আর কোন বন্ধু আসেনি। তারপরও আমাদের চারজনার আড্ডাটা বেশ ভালই জমলো। বেশ কথাবার্তা বলতে বলতে খুব সুন্দর একটা সময় কেটে যায়। কলেজ থেকে বের হই যে যার মত বাড়ির দিকে চলে যাওয়ার জন্য।

IMG_20250317_133022_712.jpg

একজন কলেজ থেকে বেরিয়ে সোজা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো আমরা তিনজনে কিছুক্ষন একসাথে থাকি তারপর। তরমুজ খাওয়ার জন্য চরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেই। তারপর বন্ধুর গাড়িতে তেল ভরে চলে গেলাম নদীর চরে। তরমুজ চাষ করার জমিতে। সেখানে গিয়ে আমরা তরমুজ কিনতে চাইছিলাম। কিন্তু আমাদের কাছে বিক্রি করে নাই ফ্রিতে একটা তরমুজ দিয়ে দিয়েছে।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

IMG_20250317_135138_350.jpg

তো আমরা সে তরমুজ পেয়ে তো বেশ খুশি হয়ে যায়। তারপর সেখান থেকে রোদের জন্য আর সেখানে দাঁড়াই না। চলে আসি কলেজের মধ্যেও দিতে হবে। সেখানে এসে আমরা সেই তরমুজ কেটে খুব মজা করে সেখানে বসে তরমুজ খাই আমরা। বেশ ভালই লাগে তরমুজ খেতে আর তরমুজটা খুব মিষ্টি ছিল। এভাবে গাছ থেকে একদম তাজা গাছপাকা তরমুজ খেলাম আজকে আমরা।

IMG_20250317_172850_439.jpg

তারপর কিছুক্ষণ আমরা সেখানে বসে থাকি আড্ডা দেই। তারপর যে যার বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে আমি গোসল করতে চলে যাই । গোসল করে বেশ অনেকটা সময় ঘরের মধ্যে বসে বসে ফোন দেখতে থাকি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর কিছু খাওয়া-দাওয়া করে। খাওয়া দাওয়া করে ঘর থেকে একটু বাইরে বের হয়ে রাস্তার দিকে। একা একা বেশ অনেকটা সময় এদিক ওদিক হাঁটাহাঁটি করি।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

তো সুন্দর কিছুক্ষণ আগে আগে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে সবার সাথে ইফতার করতে বসি। সবার সাথে ইফতারি করে বেশ ভালই লাগে। ইফতারি করে মসজিদে নামাজ আদায় করতে চলে যাই। নামাজ শেষ করে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে মোবাইল দেখতে থাকি। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায়।

IMG_20250317_184636_639.jpg

এশার আযানের কিছুক্ষণ আগে ঘর থেকে বাইরে বের হই। চলে আসি দোকানের দিকে দোকানে এসে কিছুক্ষণ বসে থাকি। বেশ অনেক মানুষ ছিল দোকানে। সবার সাথে বেশ অনেকটা সময় কথাবার্তা বলতে বলতে সময় কেটে যায়। তারপর বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করে নেই। খাওয়া-দাওয়া করে বিছানা গুছিয়ে শুয়ে পরি ঘুমানোর জন্য।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!