আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকাল আটটার দিকে আমার ঘুম ভেঙ্গে যায় একটা কল পেয়ে। কলটা রিসিভ করি শুনতে পারি যে আমার পরিচিত কেউ একজন অসুস্থ তার গুরুত্বপূর্ণ ভাবে রক্তের প্রয়োজন। কথাটা শুনে তাড়াতাড়ি গ্রুপে কল দিয়ে দেই। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হই। চলে যাই রাস্তার দিকে সেখানে গিয়ে আমিও আমার মামায় মিলে মানুষ খুজতেছি। দুজনে মিলে বেশ অনেক জায়গায় কল দিয়ে যোগাযোগ।
প্রায় ৩০ মিনিট পরে একজন লোক খুঁজে পাই। তাড়াতাড়ি করে তাকে পাঠিয়ে দেই হসপিটালের উদ্দেশ্যে। যাইহোক অবশেষে রক্ত দেওয়ার মানুষ পাওয়া গেল এটাই অনেক বড় কিছু। তারপর সেখান থেকে বাড়িতে চলে আসি বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করি। তারপর কল দেয় আমার এক বড় ভাই বলে চল এক জায়গায় যাই। তারপর তার সাথে দেখা করি দুজনে হাটতে যাই। তারপর রাস্তার পাশে আগ্রা শাক দেখে বলে এগুলো তুলতে হবে। তারপর বেশ কিছু শাক তুলি দুজনে মিলে।
তারপর সেগুলো একত্রিত করে তার বাড়ির দিকে চলে আসে। সেখান থেকে আমি বাড়িতে চলে আসি বাড়িতে এসে গোসল করে মোর নামাজে যাওয়ার জন্য তৈরি হয়। আমরা আজকে মির্জাগঞ্জ মাজারে নামাজ পড়তে যাব। আজকে আবার জুম্মার দিন তাই একটু তাড়াতাড়ি গোসল করে রওনা হয়ে বাড়ি থেকে। দুজনে মিলে চলে যাই মির্জাগঞ্জ মাজারের নামাজ পড়তে। সুন্দরভাবে অনেক মানুষের মধ্যে নামাজ আদায় করি আমরা।
তারপর নামাজ শেষ করে বাইরে বের হয়ে গাড়িতে করে এদিক ওদিক ঘোরাঘুরি করি বেশ অনেকটা সময়। সুন্দর ভাবে কেটে যায় সময়টা ঘোরাঘুরির মাঝে। তারপর বাড়িতে চলে আসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেনি আমি। তারপর বিছানায় শুয়ে থাকি বেশ অনেকটা সময়। আসরের আযানের কিছুক্ষণ আগে বাড়ি থেকে বের হই চলে যাই বন্ধুদের কাছে। আমি কি দেখতে পাই তারা ভিডিও তৈরি করতেছে। তাদের সাথে ভীষণ একটা সময় বসে। তারপর আসরের আযান দেয় সবার সাথে সালাত আদায় করি। এদিক ওদিক ঘোরা ফেরা করি।
আজকে আমার এক বন্ধুর বাড়ি ইফতারের দাওয়াত আছে। তাড়াতাড়ি করে তৈরি হয়ে চলে যাই দাওয়াত গ্রহন করতে। সেখানে কি হাতে হাতে কাজ করে দেই কিছু। যেমন খাবার মসজিদে নিয়ে আসা ও সবার সামনে পরিবেশন করে দেওয়া। তারপর সবার সাথে ইফতারি করি ইফতারি শেষ করে মাগরিবের সালাত আদায় করি। সালাত শেষ করে বাইরে বেরিয়ে একটু দাড়াই। তারপর বন্ধুর সাথে দেখা করে কথাবার্তা বলে বাড়ির দিকে চলে আসি।
অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসি আমি। চলে যাই আমার আরেক বন্ধুর বাড়িতে। এখানে গিয়ে আমি আমার বিগত কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করি। বেশ অনেকটা সময় লেগে যায় সে কাজগুলো করতে। অবশেষে কাজ করা সম্পূর্ণ হয় তারপর বাড়িতে চলে আসে। খাওয়া-দাওয়া করে বিছানা গুছিয়ে। বিছানার উপরে শুয়ে পড়ি ।