আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠি নয় টার দিকে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। অল্প কিছুক্ষণ ঘরের সামনে এসে বসে থাকি। তারপর সেখান থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে এসে দেখি আমার ছোট খালাতো ভাই আমাদের ঘরে এসেছে। তো বেশ অনেকটা সময় তার সাথে দুষ্টামি করি। অল্প অল্প হাঁটতে পারে আমার ছোট ভাই। তাই তার সাথে আমিও এদিক-ওদিক হাটাহাটি করি বেশ অনেকটা সময়।
তারপর তাকে আম্মুর কাছে দিয়ে আমি বাড়ি থেকে বের হই। চলে যাই দোকানের দিকে সেখানে গিয়ে দেখতে পাই। সব মুরুব্বিরা মিলে দোকানে বসে আছে। মুরুব্বীদের পশুপাখি দেখানো হলে তারা সবাই সেখানে বসে থাকে। তাদের কাছে সেগুলো দেখতে বেশ আর ভালো লাগে। তাই আমিও তাদের সেখানে বসে বসে বেশ অনেকটা সময় তাদের সাথে টিভি দেখতে থাকি। টিভিতে সবাইকে পশু পাখি দেখানো হচ্ছিল। বেশ অনেকটা সময় পরে সেখান থেকে চলে আসি আমি।
বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকার পরে লুঙ্গি গামছা নিয়ে গোসল করতে বের হয়। রাস্তায় গিয়ে দেখতে পাই আমার কিছু এলাকার ভাইরা মাছ ধরতে যাচ্ছে। তাদের সাথে আমিও চলে যাই মাছ ধরা দেখতে। বেশ অনেকটা সময় তাদের সাথে মাছ ধরা দেখতে থাকি। তারা খুব আনন্দ সহকারে মাছ ধরতে ছিল। আমিও তাদের সাথে বসে বসে বেশ অনেকটা সময় তাদের মাছ ধরা দেখি। তারপর সেখান থেকে উঠে চলে আসি এসে গোসল করে নেই।
গোসল করে বাড়িতে এসে খুব সুন্দরভাবে মসজিদে চলে যাই জোহরের সালাত আদায় করতে। সবার সাথে মিলে মসজিদে জোহরের সালাত আদায় করি। বেশ ভালই লাগে সবার সাথে সালাত আদায় করতে। সালাত আদায় করে বাড়িতে চলে আসি বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় বিছানায় শুয়ে শুয়ে।বিছানা থেকে উঠে ঘরের সামনে এসে বসি। বাড়ির উঠানে কিছু মরিচ চারা ও বিভিন্ন কিছু গাছ ছিল। সেগুলোতে পানি দিয়ে দেই আমি। পানি দেওয়া শেষ করে কিছুক্ষণ বসে থাকি তারপর আসরের সালাত আদায় করি।
সুন্দর কিছুক্ষণ আগে আগে আম্মুর সাথে আমি সবার ইফতারি পরিবেশন করে দেই। শরবত বানিয়ে দেই ও খাবারগুলো পরিবেশন করে দেই। তারপর সবার সাথে ইফতারি করি বেশ ভালই লাগে এভাবে সবার সাথে ইফতারি করতে। আরো ভালো লাগলো সবকিছু পরিবেশন করে দিতে। তারপর চলে যাই মসজিদে মাগরিবের সালাত আদায় করতে। মাগরিবের সালাত আদায় করে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে কাটিয়ে দেই। তারপর এশার আযান শুনে বাড়ি থেকে বের হয় মসজিদের উদ্দেশ্যে। তারপর মসজিদে গিয়ে খুব সুন্দরভাবে সবার সাথে সালাত আদায় করি। সালাত আদায় করে বন্ধুরা মিলে কিছুক্ষণ বাইরে বসে থাকি। তারপর বাড়িতে চলে আসি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে শুয়ে পড়ি।