Bengali drama reviewing I Am Under Arrest

in blurt-188398 •  2 months ago 

Hello!!
My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Wednesday day , October 30/2024


Assalamu Alaikum. I hope everyone is fine. Today I will review a Bengali drama among you. The name of the Bengali drama I am reviewing is "I Am Under Arrest".

আসসালামু আলাইকুম। করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো "আই এম আন্ডার এরেস্ট "।


🎥"আই এম আন্ডার এরেস্ট "🎥


Screenshot_20211127-165726.png

স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ


Name of the playI am under arrest.
DirectorGood luck Mursalin.
ActingMosharraf Karim, Nusrat Imroz Tisha, Shahidullah Sabuj, Sheikh Mahbubur Rahman.
Length49 minutes.
LanguageBengali.
Release date30.01.2020 Eng.

|নাটকের নাম| আই এম আন্ডার এরেস্ট। |
|---|---|
পরিচালক| মুরসালিন শুভ। |
অভিনয় |মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, শহীদুল্লাহ সবুজ, শেখ মাহবুবুর রহমান। |
দৈর্ঘ্য | ৪৯ মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |৩০.০১.২০২০ইং।|


নাটকের সারসংক্ষেপঃ


Screenshot_20211127-164853.pngScreenshot_20211127-164845.png

In this drama, Titumir's name is Musharraf Karim. At the beginning of the play it is seen that Musharraf Karim and some of his gang come to a vegetable shop and come there and threaten the shopkeeper and say I will vandalize your shop and you call the police about this and call the police and tell the police officer. You ask to come to save.In this drama, Titumir's name is Musharraf Karim. At the beginning of the play it is seen that Musharraf Karim and some of his gang come to a vegetable shop and come there and threaten the shopkeeper and say I will vandalize your shop and you call the police about this and call the police and tell the police officer. You ask to come to save.


এই নাটকে মোশাররফ করিম নাম থাকে তিতুমীর। নাটকের শুরুতে দেখা যায় মোশারফ করিম এবং তার কিছু দলবল আসে একটি সবজির দোকান এবং সেখানে এসে দোকান দারকে হুমকি দিতে থাকে এবং বলতে থাকে আমি তোর দোকান ভাঙচুর করব এবং এই বিষয়ে তুই পুলিশকে ফোন দিবি এবং পুলিশকে ফোন দিয়ে বলবি সাথী ম্যাডাম বলে যে পুলিশ অফিসার আছে তাকে তুই বাঁচানোর জন্য আসতে বলবি।এই নাটকে মোশাররফ করিম নাম থাকে তিতুমীর। নাটকের শুরুতে দেখা যায় মোশারফ করিম এবং তার কিছু দলবল আসে একটি সবজির দোকান এবং সেখানে এসে দোকান দারকে হুমকি দিতে থাকে এবং বলতে থাকে আমি তোর দোকান ভাঙচুর করব এবং এই বিষয়ে তুই পুলিশকে ফোন দিবি এবং পুলিশকে ফোন দিয়ে বলবি সাথী ম্যাডাম বলে যে পুলিশ অফিসার আছে তাকে তুই বাঁচানোর জন্য আসতে বলবি।


Screenshot_20211127-164946.pngScreenshot_20211127-164959.png

It is then seen that the shopkeeper calls the police as per Musharraf and pleads with him to save him. Just then the police mate came there with a car. Seeing the police, Musharraf Karim and his team started destroying the vegetables. Seeing this scene madam asks them to stop. And go there and say why are you doing this. Then you arrest me because Musharraf Karim has advanced. When I asked to do these things, Madam Musharraf wanted to arrest her team except Karim. Seeing this scene, his team ran away. Then Musharraf Karim surrendered himself and sat in the police van. Then said to the police lady, I will not arrest you. Why did you get in the car? Musharraf Karim does not want to get out of the car. A constable then forced him down. Then the police left.It is then seen that the shopkeeper calls the police as per Musharraf and pleads with him to save him. Just then the police mate came there with a car. Seeing the police, Musharraf Karim and his team started destroying the vegetables. Seeing this scene madam asks them to stop. And go there and say why are you doing this. Then you arrest me because Musharraf Karim has advanced. When I asked to do these things, Madam Musharraf wanted to arrest her team except Karim. Seeing this scene, his team ran away. Then Musharraf Karim surrendered himself and sat in the police van. Then said to the police lady, I will not arrest you. Why did you get in the car? Musharraf Karim does not want to get out of the car. A constable then forced him down. Then the police left.

এরপর দেখা যায় মোশারফের কথামতো দোকানদার পুলিশকে ফোন করে এবং তার কাছে আকুতি মিনতি করে যেন তাকে বাচায়। ঠিক তখনই পুলিশের সাথী ম্যাডাম গাড়ি নিয়ে সেখানে আসে। তখন পুলিশকে দেখে মোশারফ করিম ও তার দলবল সবজিগুলো নষ্ট করতে থাকে। এই দৃশ্য দেখে ম্যাডাম তাদের থামতে বলে। এবং সেখানে গিয়ে বলে যে কেন তোমরা এমন করছ। তখন মোশারফ করিম এগিয়েছে বলে আপনি আমাকে গ্রেপ্তার করেন। আমি এসব করতে বলেছি তখন ম্যাডাম মোশারফ করিম কে বাদ দিয়ে তার দলবলকে এরেস্ট করতে চায়। এই দৃশ্য দেখে তার দলবল পালিয়ে যায়। তখন মোশারফ করিম নিজে থেকে আত্মসমর্পণ করে পুলিশের ভ্যানে গিয়ে বসে। তখন পুলিশের সেই ম্যাডামকে বলে আমি তো আপনাকে এরেস্ট করবো না। কেন আপনি গাড়িতে উঠেছেন। মোশাররফ করিম গাড়ি থেকে নামতে চায় না। তখন একটি কনস্টেবল তাকে জোর করে নামিয়ে দেয়। তারপর পুলিশ সেখান থেকে চলে যায়।এরপর দেখা যায় মোশারফের কথামতো দোকানদার পুলিশকে ফোন করে এবং তার কাছে আকুতি মিনতি করে যেন তাকে বাচায়। ঠিক তখনই পুলিশের সাথী ম্যাডাম গাড়ি নিয়ে সেখানে আসে। তখন পুলিশকে দেখে মোশারফ করিম ও তার দলবল সবজিগুলো নষ্ট করতে থাকে। এই দৃশ্য দেখে ম্যাডাম তাদের থামতে বলে। এবং সেখানে গিয়ে বলে যে কেন তোমরা এমন করছ। তখন মোশারফ করিম এগিয়েছে বলে আপনি আমাকে গ্রেপ্তার করেন। আমি এসব করতে বলেছি তখন ম্যাডাম মোশারফ করিম কে বাদ দিয়ে তার দলবলকে এরেস্ট করতে চায়। এই দৃশ্য দেখে তার দলবল পালিয়ে যায়। তখন মোশারফ করিম নিজে থেকে আত্মসমর্পণ করে পুলিশের ভ্যানে গিয়ে বসে। তখন পুলিশের সেই ম্যাডামকে বলে আমি তো আপনাকে এরেস্ট করবো না। কেন আপনি গাড়িতে উঠেছেন। মোশাররফ করিম গাড়ি থেকে নামতে চায় না। তখন একটি কনস্টেবল তাকে জোর করে নামিয়ে দেয়। তারপর পুলিশ সেখান থেকে চলে যায়।


Screenshot_20211127-165033.png


In the next scene we see Musharraf Karim sitting in his house consulting with one of his team members. How could he have been arrested by his madam and admitted to the court. Actually, Musharraf Karim is in love with that police lady. And so he wants himself to be arrested by any means and remain in the police jail. So that he can meet and talk with madam all the time.In the next scene we see Musharraf Karim sitting in his house consulting with one of his team members. How could he have been arrested by his madam and admitted to the court. Actually, Musharraf Karim is in love with that police lady. And so he wants himself to be arrested by any means and remain in the police jail. So that he can meet and talk with madam all the time.

এর পরের দৃশ্যে আমরা দেখিয়ে মোশারফ করিম তার বাসায় বসে তার দলবলের একজনের সাথে পরামর্শ করছে। যে কিভাবে তার ম্যাডামের কাছে এরেস্ট হয়ে হাজতে ভর্তি হয়ে থাকতে পারে। আসলে মোশারফ করিম হচ্ছে ওই পুলিশের ম্যাডামকে ভালোবাসে। আর তাই সে নিজে থেকে চাচ্ছি যে যেকোন উপায়ে এরেস্ট হয়ে পুলিশের জেলে থাকতে পারে। যাতে করে সে ম্যাডামের সাথে সারাক্ষণ দেখা করতে পারে কথাবার্তা বলতে পারে।এর পরের দৃশ্যে আমরা দেখিয়ে মোশারফ করিম তার বাসায় বসে তার দলবলের একজনের সাথে পরামর্শ করছে। যে কিভাবে তার ম্যাডামের কাছে এরেস্ট হয়ে হাজতে ভর্তি হয়ে থাকতে পারে। আসলে মোশারফ করিম হচ্ছে ওই পুলিশের ম্যাডামকে ভালোবাসে। আর তাই সে নিজে থেকে চাচ্ছি যে যেকোন উপায়ে এরেস্ট হয়ে পুলিশের জেলে থাকতে পারে। যাতে করে সে ম্যাডামের সাথে সারাক্ষণ দেখা করতে পারে কথাবার্তা বলতে পারে।


Screenshot_20211127-165045.png


Now let's see the next scene where Musharraf consults with the constable Karim puts handcuffs on his hands and comes to madam. And said I was a criminal so brought me handcuffed. And now it's your duty to keep me locked up. But madam doesn't want to keep him in lockup. Asks him to leave. After ordering these words, the madam left. Then Musharraf consulted the constable and opened the lock of the jail himself and was imprisoned in it.Now let's see the next scene where Musharraf consults with the constable Karim puts handcuffs on his hands and comes to madam. And said I was a criminal so brought me handcuffed. And now it's your duty to keep me locked up. But madam doesn't want to keep him in lockup. Asks him to leave. After ordering these words, the madam left. Then Musharraf consulted the constable and opened the lock of the jail himself and was imprisoned in it.

এবার পরের দৃশ্য দেখি মোশারফ করিম কনস্টেবলের সাথে পরামর্শ করে নিজের হাতে হ্যান্ডকাপ লাগা এবং ম্যাডামের কাছে আসে। এবং বলে আমি একজন অপরাধী তাই আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে এনেছে। আর এখন আপনার দায়িত্ব আমাকে লকআপে পুরে রাখা। কিন্তু ম্যাডাম তাকে লকআপে রাখতে চায় না। তাকে ছেড়ে দিতে বলে। এই কথার অর্ডার দেয়ার পর ম্যাডাম চলে যায়। তখন মোশাররফ কনস্টেবলের সাথে পরামর্শ করে নিজেই জেলের তালা খুলে তার মধ্যে বন্দী হয়ে থাকে।এবার পরের দৃশ্য দেখি মোশারফ করিম কনস্টেবলের সাথে পরামর্শ করে নিজের হাতে হ্যান্ডকাপ লাগা এবং ম্যাডামের কাছে আসে। এবং বলে আমি একজন অপরাধী তাই আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে এনেছে। আর এখন আপনার দায়িত্ব আমাকে লকআপে পুরে রাখা। কিন্তু ম্যাডাম তাকে লকআপে রাখতে চায় না। তাকে ছেড়ে দিতে বলে। এই কথার অর্ডার দেয়ার পর ম্যাডাম চলে যায়। তখন মোশাররফ কনস্টেবলের সাথে পরামর্শ করে নিজেই জেলের তালা খুলে তার মধ্যে বন্দী হয়ে থাকে।

Screenshot_20211127-165333.png


This time it is seen that Musharraf Karim is in jail. Just then one of their team members brought flowers for Mosharraf Karim. So that he can give it to the police lady. Just then the constable asks the constable to take out the flower that the police madam brings, he grabs her and throws her out.This time it is seen that Musharraf Karim is in jail. Just then one of their team members brought flowers for Mosharraf Karim. So that he can give it to the police lady. Just then the constable asks the constable to take out the flower that the police madam brings, he grabs her and throws her out.

এবার দেখা যায় মোশারফ করিম যখন জেলে বন্দী অবস্থায় থাকে। ঠিক তখনই তাদের দলের এক সদস্য মোশারফ করিমের জন্য ফুল নিয়ে আসে। যাতে করে সে পুলিশের ম্যাডামকে দিতে পারে। ঠিক তখনই পুলিশের ম্যাডাম যে ফুল নিয়ে আসে তাকে বের করে নিতে বলে কনেস্টেবলকে, তখন সে তাকে ধরে বের করে দেয়। এবার দেখা যায় মোশারফ করিম যখন জেলে বন্দী অবস্থায় থাকে। ঠিক তখনই তাদের দলের এক সদস্য মোশারফ করিমের জন্য ফুল নিয়ে আসে। যাতে করে সে পুলিশের ম্যাডামকে দিতে পারে। ঠিক তখনই পুলিশের ম্যাডাম যে ফুল নিয়ে আসে তাকে বের করে নিতে বলে কনেস্টেবলকে, তখন সে তাকে ধরে বের করে দেয়।


Screenshot_20211127-165442.png


In the next scene we see the police madam Musharraf talking to Karim that maybe you are doing this because you love me. By doing this you are happy but I am having trouble. Because I am a police officer. And if you love me then don't do this again. When you go home, you see Musharraf Karim walking out of the jail and heading home.In the next scene we see the police madam Musharraf talking to Karim that maybe you are doing this because you love me. By doing this you are happy but I am having trouble. Because I am a police officer. And if you love me then don't do this again. When you go home, you see Musharraf Karim walking out of the jail and heading home.

এবার পরের দৃশ্য আমরা দেখি যে পুলিশের ম্যাডাম মোশারফ করিমের সাথে কথা বলে, যে তুমি হয়তো আমাকে ভালোবাসো তাই এমনটি করছো। এইসব করে তুমি খুশি হচ্ছ কিন্তু আমার তো অসুবিধা হচ্ছে। কারণ আমি একজন পুলিশ অফিসার। আর তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে এই কাজটি আর করোনা। তুমি বাসায় চলে যাও তখন দেখা যায় মোশারফ করিম জেলখানা থেকে বের হয়ে বাসার দিকে চলে যায়।এবার পরের দৃশ্য আমরা দেখি যে পুলিশের ম্যাডাম মোশারফ করিমের সাথে কথা বলে, যে তুমি হয়তো আমাকে ভালোবাসো তাই এমনটি করছো। এইসব করে তুমি খুশি হচ্ছ কিন্তু আমার তো অসুবিধা হচ্ছে। কারণ আমি একজন পুলিশ অফিসার। আর তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে এই কাজটি আর করোনা। তুমি বাসায় চলে যাও তখন দেখা যায় মোশারফ করিম জেলখানা থেকে বের হয়ে বাসার দিকে চলে যায়।


Screenshot_20211127-165557.png


The next scene we see is that Musharraf Karim goes to his house and spends two or three days like this. Then one day he suddenly came out for a walk on the street. Suddenly a body lies in front of him just as the police arrive and realize that he has killed him. Then a constable told him that you killed a man to go to common jail. Then they put him in jail again.The next scene we see is that Musharraf Karim goes to his house and spends two or three days like this. Then one day he suddenly came out for a walk on the street. Suddenly a body lies in front of him just as the police arrive and realize that he has killed him. Then a constable told him that you killed a man to go to common jail. Then they put him in jail again.

এর পরের দৃশ্য আমরা দেখি মোশারফ করিম বাসায় গিয়ে এভাবে দুই তিন দিন কাটিয়ে দেয়। তারপরে একদিন হঠাৎ করে এসে রাস্তায় হাঁটতে বের হয়। হঠাৎ করেই তার সামনে একটি লাশ পড়ে থাকে ঠিক সেইসময় পুলিশ আসে এবং এসে বুঝতে পারে সেই তাকে হত্যা করেছে। তখন এক কনস্টেবল তাকে বলে যে আপনি সাধারণ জেলে যাওয়ার জন্য একটি মানুষকে খুন করলেন । তখন তাকে আবার জেলে ভরে দেয়।এর পরের দৃশ্য আমরা দেখি মোশারফ করিম বাসায় গিয়ে এভাবে দুই তিন দিন কাটিয়ে দেয়। তারপরে একদিন হঠাৎ করে এসে রাস্তায় হাঁটতে বের হয়। হঠাৎ করেই তার সামনে একটি লাশ পড়ে থাকে ঠিক সেইসময় পুলিশ আসে এবং এসে বুঝতে পারে সেই তাকে হত্যা করেছে। তখন এক কনস্টেবল তাকে বলে যে আপনি সাধারণ জেলে যাওয়ার জন্য একটি মানুষকে খুন করলেন । তখন তাকে আবার জেলে ভরে দেয়।


Screenshot_20211127-165705.png


Now we see the next scene when Musharraf Kareem is in jail just as police madam comes. Madam comes and says you have to be punished for the murder you have committed. Then he says actually I didn't kill. Then madam says you are right that you have not committed any murder but you have been bothering me for so long that is why I have hanged you like this according to a pre-planned plan. But you will be punished for this. And then after serving the sentence I will adopt you as my own. Then Musharraf agreed to Karim's words and started singing inside the jail. Madam forbids him to sing but he does not listen. He is next seen as the rest of the constables start singing along with him. And this is how the play ends.

এবার আমরা পরের দৃশ্য দেখি যে মোশারফ করিম যখন জেলে বন্দি থাকে ঠিক তখনই পুলিশের ম্যাডাম আসে। ম্যাডাম এসে বলে যে তুমি যে খুন করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তখন সে বলে বাস্তবে আমি খুন করিনি। তখন ম্যাডাম বলে ঠিকই বলেছ তুমি কোন খুন করোনি কিন্তু এতদিন ধরে তুমি আমাকে বিরক্ত করে সেজন্য পূর্ব পরিকল্পনা মোতাবেক আমি তোমাকে এভাবে ফাঁসিয়েছি। তবে এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এবং এরপরে সাজা কাটানোর পর আমি তোমাকে আমার নিজের মতো করে আপন করে নেব। তখন মোশারফ করিমের কথায় রাজি হয়ে যায় এবং জেলের ভিতর গান শুরু করে। ম্যাডাম তাকে গান বলতে বারণ করে তারপরও সে শোনে না। তার পরবর্তী দেখা যায় যে বাকি কনস্টেবল ও তার সাথে গান শুরু করে দেয়। আর এই ভাবেই নাটকটি পরিসমাপ্তি ঘটে।


ব্যক্তিগত মতামতঃ


In my personal opinion the drama was pretty good. The play is usually a love story. And this love story is with a police lady. In the play, it has been shown very well. How much people can do for love. She becomes a defendant for having an affair with a policeman. On the other hand, the police lady falls in love with him. Which is very well presented through drama.

আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী নাটকটি বেশ সুন্দর ছিল। নাটকটি সাধারণত প্রেমকাহিনীর। আর এই প্রেমকাহিনী হয় একজন পুলিশের ম্যাডামের সাথে। নাটকে তা বেশ চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে। মানুষ প্রেমের জন্য কত কি না করতে পারে। একজন পুলিশের সাথে প্রেম করার জন্য সে একজন আসামী হয়ে যায়। আবার পক্ষান্তরে দেখা যায় পুলিশের ম্যাডাম তার প্রেমে পড়ে যায়। যা খুবই ভালো ভাবে নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।


Picture of myself

My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.

আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!