That kind of bribe |Drama Review

in blurt-188398 •  9 days ago 

Hello!!
My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Sunday , October 27/2024


Assalamu Alaikum. Hope everyone is well. Today I will review a Bengali drama among you. The name of my reviewed Bengali drama is "like that kind of bribe".

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো "সেই রকম ঘুষখোর"।


🎥"সেই রকম ঘুষখোর "🎥


Screenshot_20220102-110859.png

স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ


Name of the dramaThat kind of bribe.
DirectorShamim Zaman.
Acting
Length5 minutes.
LanguageBengali.
Release Date

|নাটকের নাম| সেই রকম ঘুষখোর। |
|---|---|
পরিচালক| শামীম জামান। |
অভিনয় |আ.খ.ম হাসান, শামীম জামান, স্বর্ণলতা দেবনাথ, প্রকৃতি, আমানুল হক হেলাল, রনি পোদ্দার। |
দৈর্ঘ্য | ৩০ মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |০১.১০.২০২১ইং।|


নাটকের সারসংক্ষেপঃ


Screenshot_20220102-110513.pngScreenshot_20220102-110523.png

In the play, the main character of the bribe is seen in AHM Hasan and Shamim Zaman is seen in the good character of it. At the beginning of the play, it is seen that Akhm Hasan is going to his office on a bike. At that time a murubabi uncle in his village took a rice pumpkin on his head and came to him in front of him, and asks him how his uncle is. And the talk between them is the story. Then he told him some of his land and told him that he would do it to him, but he would have to pay some extra money for him. Or talk about bribery. And there is talk between them, at one point he takes the rice pumpkin from his hand as a bribe at the first stage. And it puts it in his bag.

নাটকে ঘুষখোরের প্রধান চরিত্রে দেখা যায় আ খ ম হাসান কে এবং এর পার্শ্ববর্তী ভালো চরিত্রে দেখা যায় শামীম জামান কে। নাটকের শুরুতে দেখা যায় যে আখম হাসান একটি সাইকেল চড়ে তার অফিসে যাচ্ছে। ঠিক সেই সময় তাঁর গ্রামের একজন মুরুব্বী চাচা মাথায় একটা চাল কুমড়া নিয়ে তার সামনে আসে, এবং তাকে জিজ্ঞেস করে চাচা কেমন আছেন। এবং তাদের মধ্যে কথা বারতা হয়। তখন সে মুরব্বি তার কিছু জমির নিষয়ে তাকে বলে তখন আ খ ম হাসান তাকে বলে যে তা সে করে দেবে তবে তার জন্য তাকে কিছু এক্সট্রা টাকা দিতে হবে। বা ঘুষ এর কথা বলে। এবং তাদের মধ্যে কথাবার্তা হয়, একপর্যায়ে সে প্রথম পর্যায়ে ঘুষ হিসাবে তার হাতে থেকে চাল কুমড়ো টা নিয়ে নেয়। এবং তা তার ব্যাগে ভরে রাখে।

Screenshot_20220102-110549.pngScreenshot_20220102-110559.png

Then it was found that the uncle went a bit upset and moved home. On the way home, Shamim Zaman is seen with the good character in the play. Then he says the whole incident. Then she tells her uncle you come to me with a paper paper. I will try to give you as much money as possible.

এরপর দেখা যায় যে চাচা কিছুটা মন খারাপ করে বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে যাওয়ার পথে দেখা হয় শামীম জামান অর্থাৎ নাটকে যে ভালো চরিত্র তার সাথে দেখা হয়। তখন সে তার পুরো ঘটনা বলে। তখন সে তাকে জানায় চাচা আপনি জমির কাগজ পাতি নিয়ে আমার কাছে এসো। আমি যতটা সম্ভব বিনা টাকায় তোমাকে করে দিবার চেষ্টা করবো।

Screenshot_20220102-110624.png

Then Shamim Zaman left his office. Then it was seen that A -B Hassan sat down and took his papers from one of his people, fixing the papers. By taking money from them. And on the other hand it is seen that the good character is just empty. There is no such person to him. At one point he tells what you did to AHM Hassan. You took a rice pumpkin as a bribe from one uncle.

এরপর শামীম জামান তার অফিসে চলে যায়। এরপর দেখা যায় যে পূর্বে আ খ হাসান বসে তার একজন লোকের কাছ থেকে তার কাগজপত্র নিয়ে, তা কাগজপত্র ঠিক করে দিচ্ছে। তাদের কাছ থেকে টাকা নেওয়ার মাধ্যমে । আর অপরদিকে দেখা যায় যে যে ভালো চরিত্র চরিত্র সে শুধু ফাঁকা আছে। তার কাছে তেমন একটা লোকজন আসে না। তাদের একপর্যায়ে সে বলে আ খ ম হাসানকে তুমি কি করেছে। এক চাচার কাছ থেকে ঘুষ হিসাবে একটা চাল কুমড়ো নিয়েছো।

Screenshot_20220102-114723.pngScreenshot_20220102-114804.png

The next scene shows that they both finished the office and went home. Going home, AHM Hassan took the rice out of his bag and handed it to his wife and it was well told about Radha with shrimp fish. Then it is seen on the other side that Shamim Jahan's wife tells her husband about the market. Then he says since the end of the month. So now keep a bit of trouble. After a few days I will bring the market to the market.

এর পরের দৃশ্যে দেখা যায় যে তারা দুই জনই অফিস শেষ করে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে আ খ ম হাসান চালকুমড়া টি তার ব্যাগ থেকে বের করে তার বউয়ের হাতে দেয় এবং সেটি ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে রাধার কথা বলে। তারপর অন্য পক্ষে দেখা যায় যে শামিম জাহানের বউ তার স্বামিকে বাজার এর কথা বলে। তখন সে বলে যেহেতু মাসের শেষ। তাই এখন কিছুটা কষ্ট করে চালিয়ে নাও। কিছু দিন পর মাইনে পলে বাজার করে আনব।

Screenshot_20220102-114913.pngScreenshot_20220102-114847.png

This time, after seeing the next scene, AHM Hasan is asleep with his wife in bed at night. It was at that time a dream came that you would die very close to your death, you would die very soon. It was then that AHM Hasan's sleep was broken. And she sits on the bed. And when he tells his wife, you have a nightmare say his wife. After that he does not sleep anymore.

এবার পরের দৃশ্য দেখে দিয়ে আ খ ম হাসান যখন তার বউএর সাথে রাতে বিছানায় ঘুমিয়ে আছে। ঠিক সেই সময় তার একটা স্বপ্ন আসে যে তুই ঘুষখোর তোর মৃত্যু খুব নিকটে, খুব তাড়াতাড়ি তুই মারা যাবি। তখনই আ খ ম হাসান এর ঘুম ভেঙে যায়। এবং সে খাটের উপর বসে পড়ে। এবং তার বউ কে বলে তখন তার বউ বলে তুমি দুঃস্বপ্ন দেখেছো।এর পর সে আর ঘুমায় না।

Screenshot_20220102-115045.pngScreenshot_20220102-115134.png

This time the next scene is seen that the uncle came to the office with his land. The first came to Shamim Jahan, and at the moment of talking to him, AHM Hassan came. And it was only when he took him and sat on his desk. And he takes the paper from him and talks to him and I want a bribe of Rs 30,000 from him. And say everything will be done. Then he says I don't have that much money. Only there is 100 rupees to pay the rent. Then he took 100 bucks from him and told him to go home on his feet.

এবার পরের দৃশ্য দেখা যায় যে সেই চাচা তাঁর জমিজমার কাগজ নিয়ে অফিসে এসেছে। প্রথম এসেছে সেই শামীম জাহানের কাছে বসে,এবং তার সাথে কথাবার্তা বলা মুহূর্তে আ খ ম হাসান চলে আসে। এবং এসেছে তখনই তাকে তুলে নিয়ে গিয়ে তার ডেস্কে বসা। এবং তার কাছ থেকে কাগজ নিয়ে নেয় এবং তার সাথে কথাবার্তা বলে এবং তার কাছ থেকে 30 হাজার টাকা ঘুষ চাই। আর বলে সবকিছু ঠিক করে দেবে। তখন সে বলে আমার কাছে এত টাকা নেই। শুধু যাওয়া-আসা ভাড়া খরচ 100 টাকা আছে। তখন তার কাছ থেকে 100 টাকা নিয়ে নেয় এবং তাঁকে পায়ে হেটে বাসায় যেতে বলে।

Screenshot_20220102-115155.pngScreenshot_20220102-115210.png

This time we can see in the next scene that when AH Hassan and his wife were lying in the night, AHM Hassan had a dream that he pressed his throat and wanted to kill him. And you say that you are a bribe death. Then sleep is broken. She gets up with shouting and then she can't sleep at night and she dreams like this.

এবার পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে আ খ ম হাসান ও তার স্ত্রী যখন তারা রাতে শুয়ে ছিল, ঠিক তখনই আ খ ম হাসান স্বপ্নে একজন আছে সে তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে চাই। এবং বলে তুই একজন ঘুষখোর মৃত্যু নিশ্চিত। তখন ঘুম ভেঙে যায়। সে চিৎকার দিয়ে উঠে বসে এবং এরপর থেকে সে রাতে ঘুমাতে পারে না এবং সে এভাবেই প্রতিনিয়ত স্বপ্ন দেখে।

Screenshot_20220102-115304.png

This time it is seen that he could not sleep at night for dreaming. And she doesn't go to the office anymore. He lives all day and he goes crazy at one time. And his wife leaves her home. And at the end of the drama, he goes crazy to say that he will no longer bribe, and the drama is over here.

এবার দেখা যায় যে এভাবে প্রতিনিয়ত স্বপ্ন দেখার জন্য সে রাতে ঘুমাতে পারেনা। এবং শে আর অফিসে যায় না। সারাদিন বাড়ি থাকে এবং একপর্যায়ে সে পাগল হয়ে যায়। এবং তার বৌ তার বাসা থেকে চলে যায়। এবং নাটকের শেষ পর্যায়ে পাগল হয়ে বলে বেড়ায় সে আর ঘুষ খাবেনা, আর এখানে নাটক শেষ হয়।

ব্যক্তিগত মতামতঃ


According to my personal opinion, the drama is beautifully revealed every story. Particularly in the play has a social message, what will be the end result if the amount of sin is increased. As it bribes, AHM Hassan is exposed through the character.

আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী নাটকটি বেশ সুন্দরভাবে প্রতিটি কাহিনী ফুটিয়ে তুলেছে। বিশেষ করে নাটকে একটা সামাজিক মেসেজ আছে, যে মানুষের যদি পাপের পরিমাণ বেড়ে যায় তাহলে তা শেষ পরিণতি কী হবে। যেমনটি ঘুষ খাওয়ার মাধ্যমে আ খ ম হাসান এর চরিত্র মাধ্যমে ফুটিয়ে তুলেছে।


Picture of myself

My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.

আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!