Olot Palt || Drama Review

in blurt-188398 •  2 months ago 

Hello!!
My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Saturday , October 26/2024


আসসালামু আলাইকুম। আসা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো "ওলট পালট "।

Assalamu Alaikum. Come on everyone is fine. Today I will review a Bengali drama among you. The name of the Bengali play I reviewed is "Olot Palat".


🎥"ওলট পালট "🎥


Screenshot_20220212-164504.png

স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ


নাটকের নাম| ওলট পালট । |
|---|---|
পরিচালক| এস আর মজুমদার। |
অভিনয় |মোশাররফ করিম, তানজিন তিশা, শাহবাজ সানি, ডিকন নুর, বাশার বাপ্পি, তনুশ্রী, লামিয়া আলম এবং আরও অনেকে। |
দৈর্ঘ্য | ৪৫ মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ | ২০ জানুয়ারী, ২০২২ইং।|

|Name of the play A lot changed. |
|---|---|
Director SR Majumder. |
Starring |Mosharraf Karim, Tanzin Tisha, Shahbaz Sunny, Deacon Noor, Bashar Bappi, Tanushree, Lamiya Alam and many more. |
Length | 45 minutes. |
Language | Bengali. |
Release date January 20, 2022


নাটকের সারসংক্ষেপঃ


Screenshot_20220212-160952.png


নাটকের শুরুতে দেখা যায় যে মোশারফ করিম একটি ফুল হাতে করে বাসার দিকে আসছে। ঠিক সেইসময় মোশারফ করিমের বউ বাসার বাইরে বারান্দায় দাঁড়িয়ে ছিল। সে তার স্বামীর হাতে ফুল দেখে বুঝতে পারে যে তার স্বামী চাকরি চলে গেছে এবং এর জন্য সে তাকে অনেক গুলো কথা শুনিয়ে দেয়।

At the beginning of the play, it is seen that Musharraf Karim is coming towards the house with a flower in his hand. Just then, Musharraf Karim's wife was standing outside the house on the balcony. She sees the flowers in her husband's hand and realizes that his husband has left his job and for this she tells him many things.


Screenshot_20220212-161252.pngScreenshot_20220212-161107.png

এরপর নাটকের একটু পিছন দিকের কাহিনী দেখানো হয়। যে কিভাবে মোশারফ করিমের চাকরি চলে যায়। প্রথমবার দেখা যায় যে মোসারফ করিম প্রায় ছয় মাস ধরে চাকরি করে, কিন্তু তার বেতন বাড়ায় না। এবং তার বস অফিসে মেয়েদের বেতন বৃদ্ধি করে এর কারণ হিসেবে সে তার বসকে যখন প্রশ্ন করে তখন তার বস অফিস থেকে তাকে বের করে দেয়। এছাড়াও দেখা যায় সে মেয়ে বসের আন্ডারে কাজ করে। আর মেয়ে বস মোশারফ করিমকে প্রেমের অফার দেয় এবং তার সাথে ঘুরতে যেতে বলে আর তাই পরিস্থিতি সামলানোর জন্য মোশারফ করিম বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেয়। কারণ মোশারফ করিম বিবাহিত ছিল।

Then a little back story of the drama is shown. That's how Mosharraf Karim lost his job. For the first time it is seen that Moseraf Karim works for about six months, but does not increase his salary. And her boss kicks her out of the office when she questions her boss as a reason for raising the salaries of the girls in the office. It is also seen that the girl works under the boss. And the girl offers love to the boss Mosharraf Karim and asks him to go on a trip with her and so Musharraf Karim is forced to quit his job to handle the situation. Because Musharraf Karim was married.


Screenshot_20220212-161319.pngScreenshot_20220212-161347.png

এবার আবার নাটকটি বর্তমানে চলে আসে এবং দেখা যাই মোশারফ করিম চাকরি হারানোর জন্য তার বউ খুব চিন্তিত হয়ে পড়ে। কিভাবে তারা তাদের সংসার চালাবে এবং তার বউ মোশারফ করিমের বেশ কিছু কথা শোনাতে থাকে। তবে এক পর্যায়ে দেখা যায়রে মোশারফ করিমের বউ তার ভাইয়ের কাছে ফোন দেয় এবং কান্নাকাটি করে। তখন সে বলে মোশারফ করিমকে বাদ দিয়ে সে জেনো চাকরি করে। এই কথায় মোশারেফের বউ রাজি হয়ে যায় এবং মোশারেফের তখন বাসায় থাকার সিদ্ধান্ত নেয়।

Now again the drama comes to the present and it is seen that Musharraf Karim's wife is very worried about losing her job. How they will run their family and his wife Musharraf asks Karim a lot of things. But at one point, it was seen that Zair Musharraf Karim's wife calls her brother and cries. Then he says that except for Musharraf Karim, he works as a Geno. Musharraf's wife agreed with this and Musharraf decided to stay at home.


Screenshot_20220212-161437.png


এবার আমরা দেখতে পারি যে মোশারেফের বউ অফিসে গিয়ে চাকরি করে। আর এদিকে মোসারফ করিম সারাদিন বাসায় কম্পিউটারের সামনে বসে থাকে।

Now we can see that Musharraf's wife goes to the office and works. Meanwhile, Moseraf Karim sits in front of the computer all day at home.


Screenshot_20220212-161535.pngScreenshot_20220212-161521.png

বউ অফিসে চাকরি করার পর যখন যখন বাসায় ফেরে। আর মোশারফ করিম সারাদিন বাসায় বসে থাকার জন্য তার বউ তাকে আচ্ছা রকম কথা শোনায় এবং এভাবে দেখতে দেখতে তাদের মধ্যে একটা কলহ সৃষ্টি হয় এবং একপর্যায়ে তারা আলাদা আলাদা থাকতে শুরু করে।

When the wife returns home after working in the office. And Musharraf Kareem was scolded by his wife for sitting at home all day and thus a quarrel arose between them and eventually they started living separately.


Screenshot_20220212-161741.pngScreenshot_20220212-161801.png

এবার দেখতে পারি যে মোশারেফের বউ অফিস থেকে বাসায় ফিরে এসে কেমন উদাসিন ভাব নিয়ে বসে থাকে। এবং বলে যে এবার বোধহয় তার চাকরি থাকবে না এবং দুঃখ ভারাক্রান্ত নিয়ে স্বামীকে বলে তখন মোশাররফ জিজ্ঞেস করে কি হয়েছে। তখন বউ বলে যে অফিসের একটা হিসাবে গরমিল হয়েছে, সাড়ে 6 লাখ টাকার মতো । আর অফিসের বস আমাকে দায়ী করছে এবং বলছে যে তিনদিনের মধ্যে যদি আমি এই টাকা পরিশোধ না করি তবে আমার চাকরিতে যাবে এবং জরিমানা হবে। তখন মোশাররফ করিম বলে যে তুমি এটা নিয়ে চিন্তা করো না। যে কয় টাকা তোমার জরিমানা হবে ওটা আমি দিয়ে দেব। তখন মোশারফ করিম বউ বলে তুমিতো সারাদিন বাসায় বসে থাকতো তুমি টাকা কোথায় পাবে।

Now I can see how Musharraf's wife returns home from office and sits with an indifferent expression. And says that this time she probably won't have a job and sadly tells her husband when Musharraf asks what happened. Then the wife said that there was a mistake in one of the office accounts, like 6 and a half lakh taka. And the office boss is holding me responsible and saying that if I don't pay this money within three days, I will be fired and fined. Then Musharraf Karim says don't worry about it. I will pay whatever amount you will be fined. Then Musharraf Karim's wife said, "You used to sit at home all day, where will you get the money?"


Screenshot_20220212-161839.png


তখন সে বলে তুমি যে আমাকে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে দেখো আসলে আমি কম্পিউটারে বসে থাকি আমার কাজের জন্য। আমি অনলাইনে আউটসোর্সিং করি যার মাধ্যমে আমি প্রায় 15 লাখ টাকা গুছিয়েছি। তাই আমি ওখান থেকে তোমাকে সাড়ে 6 লাখ টাকা দেবো এটি কোন বিষয় না।
এই কথা শোনার পর মোশারেফের বউ তার ভুল বুঝতে পারে এবং বলে তুমি সারাদিন বাসায় বসে থাকো বলে আমি তোমাকে কত রকম কথা শুনিয়েছি আর তুমি কিছুই বলোনি। তখন মোশারফ করিম বলে যে তুমি যে ভুল বুঝতে পেরেছে এটাই বড়। আর তখন তার বউ মোশারফকে জড়িয়ে ধরে এবং এখানেই নাটকটি পরিসমাপ্তি ঘটে।

Then he says you see me sitting in front of the computer all day when actually I sit on the computer for my work. I do online outsourcing through which I have made about 15 lacs. So I will give you 6.5 lakhs from there it's no problem.
After hearing this Musharraf's wife realizes her mistake and says how many things I told you that you sit at home all day and you said nothing. Then Musharraf Kareem says that what you have misunderstood is big. And then his wife hugs Mosharraf and that's where the drama ends.


ব্যক্তিগত মতামতঃ


আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী নাটকটি দারুন ছিল। তবে এর ভেতর তেমন একটা গল্প ছিল না। তবে অভিনয় গুলো বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যেটি দেখে বেশ ভালো লাগলো।

In my personal opinion the drama was great. But there wasn't much of a story in it. However, the performances are very well portrayed. That was nice to see.


Picture of myself

My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.

আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!